মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপস 2024!

TechPoth
6 Min Read

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপস কি কি? এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? – এসকল প্রশ্ন প্রায়ই আমাদের কাছে আসে। তবে সঠিক উত্তর দেওয়ার আগে আপনাকে কয়েকটি বিষয় বুঝতে হবে এর জন্য নিচের বিস্তারিত মনোযোগ সহকারে পড়ুন।

বর্তমানে প্রায় আমাদের সকলের কাছেই স্মার্টফোন রয়েছে। বাংলাদেশে মোট স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২ কোটিরও উপরে। এতো বিপুল পরিমাণ ব্যবহারকারীদের ব্যবসায়িক কোম্পানিগুলো কেনই বা টার্গেট করবে না।

তাই মোবাইল কোম্পানীগুলো তাদের ব্যবসাকে প্রসার করতে মোবাইল অ্যাপসগুলোকে ব্যবহার করছে। তাছাড়া সেই অ্যাপসগুলো মাধ্যমে সাধারণ মানুষদেরকেও টাকা উপার্জন করার সুযোগও তৈরি করে দিয়েছে। তবে সঠিকভাবে বলতে গেলে মোবাইল দিয়ে ইনকাম করা যায় অবশ্যই তবে লিমিটেড কিছু বিষয়ে।

- Advertisement -

Read more topic:

মোবাইল অ্যাপস্ কি?

মোবাইল অ্যাপস বা অ্যাপ্লিকেশন হচ্ছে বিশেষ এক ধরনের সফটওয়্যার যা শুধু মোবাইল ডিভাইস যেমনঃ স্মার্টফোন, ট্যাবলেটে ব্যবহৃত হয়ে থাকে। এই অ্যাপস্গুলো মিউজিক প্লেয়ার, গেইম, ক্যালেন্ডার থেকে শুরু করে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে যেকোনো সেবা প্রদান করে থাকে। আবার স্মার্টফোনে ব্যবহারোপযোগী যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করাই হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট এর কাজ।

তবে, মোবাইল অ্যাপস্ কম্পিউটারে ব্যবহার করা যায় না এবং কম্পিউটারের অ্যাপ্লিকেশন মোবাইল থেকেও ব্যবহার করা যায় না। এজন্য এটি আলাদা প্লাটফর্মে তৈরি করা হয়।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপস কি কি?

মোবাইল দিয়ে টাকা ইনকাম কি আসলে করা যায়?

এখন আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি, মোবাইল দিয়ে টাকা ইনকাম। আসলে, মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অনেকগুলো apps আছে । তবে, এইসব অ্যাপসের মধ্যে কোন অ্যাপসগুলো টাকা উপার্জনের জন্য সবচেয়ে বেশি কার্যকারী তা আমাদের প্রথমে জানতে হবে। তাছাড়া সারাদিন বা সপ্তাহ অথবা মাস শুধুই কাজ করে গেলেন কিন্তু দিন শেষে কোন টাকায় পেলেন না, তাহলেতো হবে না।

- Advertisement -
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপস
মোবাইল দিয়ে টাকা ইনকাম [Image by diana.grytsku on Freepik]

আমরা নিচে কিছু অ্যাপস এর নাম উল্লেখ করছি যেগুলো তুলনামূলকভাবে অন্য সব অ্যাপস্ থেকে কিছুটা হলেও নিরাপদ। আমি সত্যি কথা বলতে এখনো তেমন বিশ্বাস করি না যে, মোবাইল দিয়ে গেম খেলে আয়, ভিডিও দেখে আয় বা গান শুনে আয় করা যায়।

  • Meesho App
  • Pocket Money
  • Picxele
  • Cash Buddy
  • TaskBucks
  • Roz Ghan
  • Current Rewards
  • Google Opinion Rewards
  • Poll Pay

যাইহোক, উপরের যেকোন অ্যাপে কাজ করতে অবশ্যই আগে পেমেন্ট সিস্টেম ও কাজের সিস্টেমটি ভালভাবে জেনে নিবেন। কারন অনলাইনে সঠিক কাজের থেকে প্রতারনা এখন সবথেকে বেশি। এবং মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে যদি আপনার কোথাও টাকা ইনভেষ্ট করা লাগে তাহলে সেটা থেকে দূরে থাকুন। কারন অনলাইনে সঠিক ফ্রিল্যান্সিং সাইটে কোন ইনভেস্ট করা লাগে না।

তবে, আমি আপনাদের একটি আইডিয়া দিতে চায়।

আপনার যদি একটি ভাল স্মার্টফোন থাকে তবে আপনি আজ থেকেই ভিডিও ব্লগিং করা শুরু করতে পারেন। অথবা, যদি লেখালেখি করার ইচ্ছা থাকে তাহলে ব্লগ লেখা শুরু করতে পারেন। হয়ত এটা থেকে আয় আসতে কিছুটা সময় লাগতে তবে পরবর্তীতে প্যাসিভ ইনকাম এর একটি ভাল রাস্তা তৈরি হয়ে যাবে। তবে, অবশ্যই ইউনিক কিছু আইডিয়া নিয়ে কাজ করতে হবে।

আমি কিছুুদিন আগে একটি ইউটিউবে একটি ভিডিও দেখছিলাম যে একজন মোবাইল দিয়ে, গুগলের ফ্রি ব্লগার সাইটে ব্লগিং করে মাসে ২৫-৩০ হাজার টাকা আয় করছে। এটা গল্প না একদম সত্যি ঘটনা ইউটিউব ভিডিওটি দেখে আসতে পারেন।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

মোবাইল দিয়ে টাকা ইনকাম বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান? তাহলে আপনাকে অবশ্যই নিচে উল্লেখিত শর্তগুলি মানতে হবে।

- Advertisement -

১।  সঠিক দক্ষতা অর্জন

আপনি কি মোবাইলে ফ্রিল্যান্সিং করতে চান? এই ধরনের দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ।  কিন্তু আপনার যদি কোনও দক্ষতা না থাকে তবে চিন্তার কোন কারন নেই। কারন আপনি আপনার মোবাইল দিয়ে ফ্রিল্যান্স করতে চাইলে এখানে বেশি দক্ষতার প্রয়োজন পড়বে না। আপনি কিছু দিনের মধ্যে এগুলি চর্চা করে এবং সঠিক সরঞ্জাম এবং সাইটগুলি সম্পর্কে অভ্যস্ত হয়ে প্রস্তুত হতে পারবেন।

২।  ফ্রিল্যান্সিং সাইট নির্বাচন

দ্বিতীয় ধাপ হল একটি ফ্রিল্যান্সিং সাইট বাছাই করে নেওয়া এবং সেই সাথে এর কাজের সাথে পরিচিত হওয়া। আপনার প্রোফাইল তৈরি করুন এবং একই সাথে আপনার পোর্টফোলিটিও ঠিক করে নিন। আপনি এবার ক্লায়েন্টদের সাথে যোগাযোগ শুরু করতে নেমে পড়ুন ৷

৩। প্রফাইল ক্রিয়েট করা

- Advertisement -

দ্বিতীয়

৩। কাজ শুরু করা

এবার আপনি যখন কোন ফ্রিল্যান্সিং কাজ করবেন। তখন, আপনি চাইলে অল্প খরচে একটি ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে পারেন। কারন ফ্রিল্যান্সিং কাজ করতে আপনাকের কম্পিউটার অ্যাক্সেস করতে হবে। যার ফলে আপনার ইনকাম অনেক বেড়ে যাবে। আপনি মোবাইল দিয়েও কিছু মাইক্রো জব করতে পারবেন তবে এর চাহিদা মার্কেটে খুব কম।

উপসংহার

বাস্তব জীবনে আমরা অনেক ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি। আবার এর বেশিরভাগই কিন্তু সাধারণ অ্যাপস। যেগুলো ব্যবহারে আমাদের কে আরও উল্টো টাকা খরচ করতে হয়। তাই যখনই আমরা উল্টো টাকা আয় করতে চেষ্টা করতে যাবো এসব অ্যাপস এর মাধ্যমে তখন আমাদের কে এই রকম টাইপের উল্লেখিত অ্যাপসগুলোকে ব্যবহার করতে হবে।

তবে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এরকম হাজার হাজার ফ্রড অ্যাপস্ কোম্পানি আছে যারা মানুষদের মাসের পর মাস খাটিয়ে কোনো রকম টাকা না দিয়ে মানুষকে ঠকিয়ে থাকে।

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
Leave a comment

Leave a Reply