Google-এ আপনার ব্লগ পোস্ট কিভাবে দ্রুত ইনডেক্স করবেন?

Md. Abdur Rahman
4 Min Read
Image by Freepik

Google-এ আপনার ব্লগ পোস্ট কিভাবে দ্রুত ইনডেক্স করবেন এটা নিয়ে বিস্তারিত গাইডলাইন থাকছে আজকের এই পর্বে।

একবার কল্পনা করুন: আপনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে একটি ব্লগ পোস্ট লিখেছেন। বিভিন্ন গবেষণা করে, বিভিন্ন আর্টিকেল অ্যানালাইসিস করে কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড বাছাই করে আপনার পোষ্টটি অপটিমাইজ করলেন। বেশ উত্তেজনার সাথে আপনি পোস্টটি “পাবলিশ” করলেন… তারপর শুরু হলো অপেক্ষা। দিন যায়, সপ্তাহ যায়, অথচ আপনার সেই দুর্দান্ত লেখাটি Google সার্চ রেজাল্টে আসছে না।

হতাশার ব্যাপার, কিন্তু আশা তো আছে! ব্লগ পোস্টগুলোকে দ্রুত ইনডেক্স করানোর পিছনে কোনো শর্ট ট্রিকস্ নেই। বরং, Google কীভাবে গাইডলাইন প্রদান করে এবং কিভাবে আপনি সেই গাইডলাইন বা কৌশলটি ব্যবহার করবেন চলুন সেটা জেনে নেয়া যাক!

- Advertisement -

Google ইনডেক্সিং খেলাটা বুঝে নেওয়া

  • Google-এর ক্রলার: Google-এর ওয়েব ক্রলার (যেমন Googlebot) হলো একদল অক্লান্ত সন্ধানী, যারা লাগাতার ইন্টারনেট ঘুরে বেড়ায়। তারা এক পেজ থেকে অন্য পেজে লিংক ধরে ধরে এগিয়ে নতুন কন্টেন্ট আবিষ্কার করে এবং কন্টেন্টি পড়ে বোঝার চেষ্টা করে। যে লেখাটি কোন বিষয়ের উপর লেখা। [সূত্র: Google Search Central]
  • ইনডেক্স গুগলের বিশাল লাইব্রেরী: গুগল ইনডেক্স হলো এমন একটা বিশাল ডাটাবেস, যেখানে ক্রল করা সমস্ত ওয়েব পেজের তথ্য, ছবি, ভিডিও সংগঠিতভাবে জমা থাকে। সার্চ রেজাল্টে আসতে হলে এই লাইব্রেরিতে আপনার প্রথমে যুক্ত হতে হবে। এই প্রক্রিয়াটি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় দুটি ভাবেই হয়ে থাকে।
  • র‌্যাংক নির্ধারন: আপনি যদি সফলভাবে উপরের দুটি প্রক্রিয়ায় পাস করে যান তাহলে তৃতীয় বা শেষ এই র‌্যাংক নিধারন প্রক্রিয়াটি খুব সহজ আপনার কন্টেন্ট এর মান অনুসারে গুগল নিজস্বভাবে একটি রেটিং প্রদান করে। এই রেটিং প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারন হয় যে আপনি গুগলের প্রথম পেজে অথবা প্রথম ১০০ জনের মধ্যে থাকবেন কিনা।

কীভাবে ইনডেক্সিং এর সময় কমাবেন?

  1. সাইটম্যাপ হল আপনার রোডম্যাপ: সাইটম্যাপ হচ্ছে একধরনের এক্সএমএল ফাইল যাতে আপনার ওয়েবসাইটের সব গুরুত্বপূর্ণ পেজের তালিকা থাকে। Google Search Console-এ এটা জমা দেওয়ার মানে আপনি Google-কে আপনার কন্টেন্টের একটা সরাসরি মানচিত্র প্রদান করলেন। [সূত্র: Google Search Central]
  2. ইন্টারনাল লিঙ্কিং: আপনার ওয়েবসাইটে একটা জাল বুনুন, আপনার একটা পোস্টের ভেতরে যখন অন্য প্রাসঙ্গিক পোস্টের লিংক দেবেন, তখন Google-এর ক্রলারগুলোর চলার পথ তৈরি হবে। এতে করে তারা আপনার আরও লেখা খুঁজে পাবে এবং আপনার সাইটের গঠনটা বুঝতে পারবে।
  3. সোশ্যাল মিডিয়ার শক্তি: সোশ্যাল মিডিয়া সরাসরি ইনডেক্স হতে সাহায্য করবে না। কিন্তু আপনার ব্লগে ট্র্যাফিক আনবে। ভিজিটর বাড়লে স্বাভাবিকভাবেই ব্যাকলিংক তৈরি হবে এবং ক্রলাররাও আপনার লেখা দ্রুত খুঁজে পাবে। [সূত্র: Ahrefs]
  4. Fetch as Google ক্রলারের ভূমিকায় আপনি: Google Search Console এর ভেতর “Fetch as Google” টুলটা দিয়ে আপনার পোস্টটি Google-এর চোখে দেখে নিতে পারবেন এবং সরাসরি ইনডেক্সিং-এর জন্য জমা দিতে পারবেন।
  5. কন্টেন্টের গুণগত মান পরীক্ষা: মূল কথা, Google সেরা কন্টেন্টগুলোই পাঠকদের সামনে আনতে চায়। ভালো মানের, তথ্যবহুল এবং ঠিকঠাক অপটিমাইজ করা ব্লগ পোস্ট দ্রুত ইনডেক্স হওয়ার সম্ভাবনা রাখে।

অপেক্ষার খেলা (এবং কীভাবে সেটা ছোট করবেন)

ইনডেক্সিং ঠিক কত সময় নেবে সেটার কোনো নির্দিষ্ট হিসেব নেই। কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক সপ্তাহও লাগতে পারে। সময়কে প্রভাবিত করার কিছু বিষয় হলো:

  • সাইটের বয়স ও গ্রহণযোগ্যতা: পুরনো ও প্রতিষ্ঠিত সাইটগুলো বেশিবার ক্রল করা হয়।
  • আপডেটের ঘনত্ব: নিয়মিত আপডেট করা সাইট Google-কে জানান দেয় যে ইনডেক্স করার মতো নতুন কন্টেন্ট আছে।
  • ব্যাকলিংক: অন্য নামকরা ওয়েবসাইট থেকে পাওয়া লিংক যেন “আস্থার ভোট”। Google এগুলো দেখে আপনার লেখাগুলোকে গুরুত্ব দিয়ে থাকে।

শেষ কথা

ইনডেক্সিং এর গতি আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু প্রভাব বিস্তার করতে পারবেন। এই পরামর্শগুলো মেনে চললে এবং দুর্দান্ত কন্টেন্ট তৈরি করলে Google-এর ইনডেক্সে তাড়াতাড়ি যাওয়ার পথ সুগম হবে, আর আপনার লেখা আরও বেশি করে সার্চ রেজাল্টে আসবে।

প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আপনি সার্চ ইঞ্জিনে দেখা যাওয়ার সুযোগ হারাবেন। অনেক ভালো মানের এসইও-অপটিমাইজড ব্লগ পোস্ট লিখেছেন, কিন্তু সেগুলোও যদি Google ইনডেক্স না করে তাহলে বুঝবেন আপনার ওয়েবসাইটের পেজগুলো ইনডেক্স হওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে।

Share This Article
Md. Abdur Rahman
By Md. Abdur Rahman Founder & Editor
Follow:
আমি একজন প্রযুক্তি প্রেমী। সবসময় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। এই সেক্টরে আমার অভিজ্ঞতা প্রায় ১০+ বছর। টেকপথ আমার একটি স্বপ্ন যাত্রার নাম। প্লাটফর্মটি প্রতিষ্ঠার মূল উদ্দ্যেশ্য সহজ ভাষায় প্রযুক্তি সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। এজন্য সকলের শুভকামনা আশা করি। ধন্যবাদ! নিজে পড়ুুন ও অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন।
Leave a comment

Leave a Reply