আমার ইসলামিক ব্যাংক কে একাউন্ট আসে, কিন্তু আমি গুগোল পেমেন্ট মেথর এড করতে পারছি না??
TechPoth Edited comment December 29, 2023
ইউটিউব থেকে টাকা তোলার উপায় নিয়ে অনেকের ভুল ধারনা আছে। অনেকেই চিন্তা করে যে, ভিসা বা মাস্টারকার্ড ছাড়া ইউটিউব পেমেন্ট তোলা যায় না।
কিন্তু তাদের জন্য বলছি, ইউটিউব পেমেন্ট তুলতে বাংলাদেশের যেকোন ইন্টারনেট ব্যাংক এর একাউন্ট থাকলেই হবে এবং কোন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে দরকার নেই। কারন টাকাটা প্রথমে বাংলাদেশ ব্যাংক রিসিভ করে। তারপর, আপনার একাউন্টে ট্রান্সফার হয়। যেকল ব্যাংক থেকে আপনি পেমেন্ট তুলতে পারবেন, যেমন- ডাচ বাংলা, ইসলামিক, ঢাকা ব্যাংক, ব্রাক ব্যাংক ইত্যাদি।
TechPoth Changed status to publish December 29, 2023
সাধারনত যেসকল ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং আছে, তার যেকোন একটি ব্যাংকে অ্যাড করে অ্যাডসেন্স পেমেন্ট সম্পন্ন করা যাবে। তবে, অবশ্যই তথ্য দেওয়ার সময় ভালভাবে দেখে Bank সুইফট (SWIFT) কোডটি সঠিকভাবে ইনপুট করতে হবে। ধন্যবাদ!