কম্পিউটার ফোল্ডার লক করার নিয়ম জেনে নিন!

Md. Abdur Rahman
3 Min Read

How to Lock Folder with Password: কম্পিউটার ফোল্ডার লক করার নিয়ম জানার পূর্বে আপনাকে জানতে হবে, কেন কম্পিউটার ফোল্ডার লক ব্যবহার করতে হয়? এসকল প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্ব।

সাধারনত কম্পিউটার ফাইলের সিকিউরিটি বৃদ্ধির জন্য এই ফোল্ডার লক ব্যবহার করতে হয়। তবে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই একটি কম্পিউটারে ফোল্ডার লক করতে হয়।

আমাদের আর্টিকেলটি সম্পূর্ন পড়তে আমাদের সাথেই থাকুন। এবং আমাদের লেখাটি যদি আপনার ভাল লেগে থাকে; তাহলে অবশ্যই আমাদের সাইটের নোটিফিকেশন অন করে রাখবেন।

কম্পিউটারে ফোল্ডার লক করার নিয়ম

কম্পিউটার ফোল্ডার লক করার নিয়ম অনুসারে আমরা প্রথমেই যে কাজটি করবো তা হল, আমরা একটি নোটপ্যাড ফাইল ওপেন করবো। নোটপ্যাড ফাইলে নিচের দেখানো কোডটি কপি-পেষ্ট করে আপনাদের নোটপ্যাড ফাইলের মধ্যে রাখবেন।

এখন উপরের কোডটি নোটপ্যাড ফাইলে রাখার পরে ফাইলটি ব্যাচ ফাইলে সেভ করবো। ব্যাচ ফাইল সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে দেখুন।

সতর্কতাঃ ফাইলটি সেভ করার জন্য অবশ্যই আপনাকে ফাইলটিকে .batch ফাইলে সেভ করতে হবে।

ব্যাচ ফাইল কি?

ব্যাচ ফাইলকে আমরা অনেকে স্ক্রিপ্ট ফাইলও বলে থাকি, কারন এটি Windows, OS/2, এবং Microsoft Windows-এ ফাংশন স্ক্রিপ্ট এর কাজ করে থাকে। এটি একটি সাধারণ টেক্সট ফাইলে সংরক্ষিত কমান্ড-লাইন ইন্টারপ্রেটার দ্বারা কার্যকর করা কমান্ডের একটি সিরিজ নিয়ে গঠিত।

এখন batch ফাইল তৈরি হয়ে গেলে আমাদের কাজ শেষ। এই ব্যাচ ফাইলের উপর ডাবল ক্লিক করলেই ফাইলটি ওপেন হবে এবং আপনি চাইলেই সকল কাজ করতে পারবেন। এবং যখনই ফোল্ডার বা ফাইল থেকে বেড় হয়ে যাবেন..সাথে সাথে ফোল্ডারটি লক হয়ে যাবে।

পড়ুনঃ

যদি আপনার পোষ্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ!

YouTube Video: How to Lock Folder with Password in Windows 10

https://youtu.be/xFogzpP6dlY
Share This Article
Md. Abdur Rahman
By Md. Abdur Rahman Founder & Editor
Follow:
আমি একজন প্রযুক্তি প্রেমী। সবসময় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। এই সেক্টরে আমার অভিজ্ঞতা প্রায় ১০+ বছর। টেকপথ আমার একটি স্বপ্ন যাত্রার নাম। প্লাটফর্মটি প্রতিষ্ঠার মূল উদ্দ্যেশ্য সহজ ভাষায় প্রযুক্তি সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। এজন্য সকলের শুভকামনা আশা করি। ধন্যবাদ! নিজে পড়ুুন ও অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন।
3 Comments

Leave a Reply