Vivo S18 Pro: ভিভো এস১৮ প্রো (Vivo S18 Pro) ডিসেম্বরে ঘোষনা হলেও সকলের হাতে পৌছাতে জানুয়ারী 2024 পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি ভিভোর এস সিরিজের ফোন, এই এস সিরিজের মধ্যে পূর্বে আরো অনেকগুলো মডেল রয়েছে, যেমন – S1, S17, S18e ইত্যাদি।
- Advertisement -
সেটটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম এবং সাথে রয়েছে ভিভোর নিজস্ব ইন্টারফেস ওএস Origin OS4 । যা সব মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স প্রদান করবে। এবং প্রসেসর এর দিকে রয়েছে Mediatek Dimensity 9200+ যা 4 nm এর বিল্ড ডিজাইন। সেটটি নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে।
এই সেটটি ব্যবহার করে আপনি অনায়াসেই যেকোন অনলাইন গেম খেলতে পারবেন। সেটটির চার্জিং সেকশনেও ভাল পরিবর্তন এসেছে কারন ৮০ওয়াট এর বড় চার্জার। যেটা দিয়ে আপনার সেটটি চার্জ করতে সময় লাগবে মাত্র ২৫মিনিট।