চ্যাটজিপিটি কি (Chat GPT)? কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে আয় করা যায় মাসে $1000?

TechPoth
By TechPoth 9 Min Read

চ্যাট জিপিটি (Chat GPT) এর পূর্ণ নাম হলো (Chat Generative Pretrend Transformer) চ্যাট জেনারেটিভ প্রিট্রেন্ড ট্রান্সফরমার। এটি একটি প্রযুক্তি যা ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি একটি চ্যাট বটের মতো কাজ করে।

- Advertisement -

আপনার যেকোনো প্রশ্নের উত্তর প্রদান করতে সাহায্য করতে পারে। এটি সার্চ ইঞ্জিনের মতো কাজ করে, তাই কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এটি এখন সবচেয়ে নতুন এবং জনপ্রিয় ইংরেজি এবং আরো বিভিন্ন ভাষায় যুক্ত হয়েছে। ভবিষ্যতে অন্য ভাষাগুলির সাথেও যোগ করা হবে।

চ্যাটজিপিটি কি (Chat GPT) কি ?

Chat GPT হলো “চ্যাট জেনারেটিভ প্রিট্রেন্ড ট্রান্সফরমার” নামের একটি তথ্য প্রযুক্তি যা চ্যাটবট নামে পরিচিত।২০২২ সালের নভেম্বরে ওপেনএআই কর্তৃক এটি চালু করা হয়। প্রোগ্রামটি ওপেনএআই-এর জিপিটি-৩.৫ এবং জিপিটি-৪ পরিবারের বৃহৎ ভাষার মডেলের ভিত্তিতে নির্মিত। এটি তত্ত্বাবধানাধীন ও বলবর্ধনমূলক শিখন কৌশলের সাথে কাজ করে।

এটি একটি মেশিন যা আপনার সাথে text এর মাধ্যমে কথা বলতে সাহায্য করে। যেমন আপনার বন্ধু বা একটি কম্পিউটার প্রোগ্রাম। এখানে text দিয়ে আপনি যেকোনো প্রশ্ন করতে পারেন এবং তার সঠিক উত্তর পেতে পারেন । এটি সাধারণভাবে ইংরেজি এবং অন্য আরো কয়েকটি ভাষায় ব্যবহার হচ্ছে। তবে ভবিষ্যতে আরও ভাষায় আরও ভাষায় ‍যুক্ত হবে।

আপনি চাইলেই chat.openai.com ওয়েবসাইটে গিয়ে ব্যবহার করতে পারেন।

কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে আয় করা যায় মাসে $1000 ডলার?

মনে রাখতে হবে ChatGPT আপনাকে সরাসরি অর্থ আয়ের ব্যবস্থা করে দিতে পারবে না। এটি ব্যবহার করে টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে এবং যেসব কৌশল গুলো ফলো করে আপনি চ্যাটজিপিটি থেকে আয় করতে পারবেন।

চলুন তবে, চ্যাট জিপিটি এর মাধ্যমে আয় করার কয়েকটি উপায় জেনে নেওয়া যাক যা আপনাকে মাসিক $1000 ইনকাম করতে সহায়তা করবে।

- Advertisement -

১। ইউটিউব চ্যানেলে ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে

অনেকেই রয়েছেন যারা ইউটিউবিং করে অর্থ উপার্জন করে থাকে। বর্তমান সময়ের যারা ইউটিউবিং করে থাকেন, তারা জানেন যে, একটি ভিডিও স্ক্রিপ্ট তৈরি করার পেছনে কতটা কস্ট ও সময় ব্যয় করতে হয়। সেই ইউটিউবারকে বিভিন্ন রিসোর্স থেকে তথ্য সংগ্রহ করতে হয় এবং তারপর সেসব তথ্য সাজাতে হয়। তবে, বর্তমানে চ্যাটজিপিটি আপনার এই কাজটিকে অনেক সহজ করে দিতে পারে।

পূর্বে আপনাকে যেখানে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও তৈরি করার জন্য ভিডিওর স্ক্রিপ্ট লেখক নিয়োগ করতে হতো কিংবা আপনাকেই অনেক কষ্ট করে তথ্যগুলো সাজাতে হতো। কিন্তু সেখানে এটি আপনাকে আপনার ইউটিউবের ভিডিও টপিকের উপর ভিত্তি করে স্টেপ-বাই-স্টেপ ভিডিও স্ক্রিপ্ট লিখে দিতে পারে। আপনি যখন ChatGPT ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে নিবেন, তখন খুব দ্রুত ভিডিও তৈরি করতে পারবেন। 

এবং অল্প সময়ের মধ্যে আপনি আগের তুলনায় প্রায় দুই থেকে তিনগুন ভিডিও তৈরি ও আপলোড করতে পারবেন।এতে আপনার আয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে। আর আপনার আয়ের পরিমাণ নির্ভর করবে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউ এবং চ্যানেলের টপিকের উপর। ভিডিও ক্যাটাগরির উপর ভিত্তি করেও আপনার আয়ের পরিমাণ কম বেশি হতে পারে। তাই, আজ থেকেই আপনি ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন।

২। চ্যাটজিপিটি ব্যবহার করে ব্লগ তৈরি করে আয়

একটি ব্লগ ওয়েবসাইট থেকে ইনকাম করার সহজ উপায় হল চ্যাট জিপিটি ব্যবহার করা। আপনাকে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য বেশি অর্থ খরচ করতে হবে না। এক্ষেত্রে আপনার শুধুমাত্র একটি ওয়েব হোস্টিং এবং ডোমেইনের প্রয়োজন। ‌

আপনি যদি একটি ব্লগ ওয়েবসাইট শুরু করেন, তাহলে কয়েক মাসের মধ্যেই সেটি অনেক বড় করতে সক্ষম হবেন। সেই সাথে, আপনি সেই ব্লগ ওয়েবসাইট থেকে আয় ও করতে পারবেন। একটি ব্লগ ওয়েবসাইট থেকে আয় করার জন্য ChatGPT আপনাকে সাহায্য করতে পারে। আপনি চাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য আর্টিকেল তৈরির আইডিয়া নিতে পারেন।

- Advertisement -

এক্ষেত্রে আপনি এই এআই টুলটিতে আপনার আর্টিকেলের টপিকটি লিখে দিয়ে কিছু হেডিং লিখতে বলুন এবং সেই বিষয়ে কিছু তথ্য লিখে নিন। এরপর, আপনি সেই টপিকটির উপর নিজে থেকে আরও বিস্তারিতভাবে লিখতে পারবেন।আপনি পরবর্তীতে আপনার ব্লগ ওয়েবসাইটে মনিটাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং স্পন্সরশীপ এর মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারবেন। আজ থেকেই চ্যাটজিপিটি দিয়ে আয় করার জন্য আপনার ব্লগিং যাত্রা শুরু করুন।

৩। ChatGPT নিয়ে আর্টিকেল তৈরি করে আয়

আপনি চাইলেই ChatGPT এর সাহায্যে অনেক ভালো ভালো জিনিস খুঁজে পেতে পারেন। এক্ষেত্রে আপনি এই টুলটি ব্যবহার করে আপনার জন্য অথবা অন্য কারো জন্য একটি ভালো আর্টিকেল তৈরি করতে পারবেন অল্প সময়েই। একটি আর্টিকেলের ভেতরে বিভিন্ন টপিক যুক্ত করার জন্য আপনি চ্যাটজিপিটি এর সাহায্য নিতে পারেন। আপনি সেই টপিকটির উপর নিজে থেকে রিসার্চ করে আরো কিছু কথা যুক্ত করতে পারেন এবং তারপর সেটি অন্য কোথাও বিক্রি করতে পারেন। আর্টিকেল তৈরি করার ক্ষেত্রে ChatGPT আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে এই কারনে যে, অতি অল্প সময়ে অনেক আর্টিকেল লিখতে । আপনি যদি একজন ফ্রিল্যান্সার রাইটার হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের জন্য আর্টিকেল তৈরির ক্ষেত্রে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন এবং যা আপনার সময় বাঁচাতে পারে এবং সেখান থেকে প্রচুর আয় করার সম্ভবনা তৈরি করতে পারে।

৪। চ্যাট জিপিটি দিয়ে এফিলিয়েট মার্কেটিং করে

অবশ্যই চ্যাটজিপিটি ব্যবহার করে টাকা আয় করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং কে তালিকার প্রথমে রাখবো। আপনি যদি এটি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজে ব্যবহার করেন, তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার সময় আপনার ক্ষেত্রে প্রধান সমস্যা হতে পারে কোন একটি প্রোডাক্ট খুঁজে বের করা। কিন্তু, এক্ষেত্রে আপনার যদি একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল থাকে, তাহলে আপনার ফলোয়ারদের অনুরোধের ভিত্তিতে আপনি খুব সহজেই একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেই পারবেন। এজন্য আপনি বিভিন্ন প্লাটফর্মে আপনার অডিয়েন্স তৈরি করতে পারেন।অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব এবং ব্লগিং শুরু করতে পারেন।

- Advertisement -

আর এক্ষেত্রে আপনাকে ChatGPT সাহায্য করতে পারে। আপনি এসব প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরি করার জন্য চ্যাটজিপিটি এর সাহায্য নিতে পারেন, যা আপনাকে খুব দ্রুত কনটেন্ট তৈরি করতে সাহায্য করবে।আপনি যখন ChatGPT এর সাহায্য নিয়ে ব্যাপক অডিয়েন্স তৈরি করবেন, তখন আপনি সেসব প্লাটফর্মে খুব সহজেই আপনার নিজস্ব প্রোডাক্ট অথবা এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। এমনকি আপনি চ্যাট জিপিটি এর সহজে নিয়ে এসব প্লাটফর্মে স্পন্সর বিজ্ঞাপন থেকেও সহজে আয় করতে পারবেন।

৫। চ্যাটজিপিটি দিয়ে টুল তৈরি করে আয় 

আপনি যদি আগে থেকেই কিছুটা অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে অতি সহজেই সফটওয়্যার টুল তৈরি করতে পারেন। আর আপনি এসব সফটওয়্যার এবং টুলগুলো চাইলে বিক্রি করতে পারেন। আপনি যদি অনলাইনে কাজ করার সময় যদি কোন একটি সমস্যার সম্মুখীন হন, এ সময় আপনি ChatGPT এর সাহায্য  নিতে পারেন।

চ্যাটজিপিটি আপনাকে সেই সমস্যাটা সমাধান দিতে পারে এবং আপনাকে সফটওয়্যার তৈরির জন্য কোডিং করেও দিতে পারে। আপনি যদি আগে থেকেই হালকা প্রোগ্রামিং পারেন, তাহলে আপনার সেই অভিজ্ঞতা এবং চ্যাটজিপিটি এর সহযোগিতা নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যাপ তৈরি করা করতে পারেন। আর চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা এসব অ্যাপ আপনি অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন।

আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে আপনার প্রজেক্টের অনেক প্রোগ্রাম লিখে দেওয়ার জন্য অথবা টুল তৈরি করার জন্য ChatGPT এর সাহায্য নিতে পারেন। এটি আপনাকে দ্রুত সময়ের মধ্যে অনেক প্রোগ্রাম লিখে দিতে এবং সেগুলোর ব্যবহার পদ্ধতি ও বর্ণনা করতে পারে। যা বিক্রি করে বা যার মাধ্যমে আপনি প্রচুর টাকা আয় করতে পারেন।

উপসংহার

এটি বর্তমানে ব্যাবহার করা সহজ হলেও, নতুন অবস্থায় ইউজ করা তেমনটা সহজ ছিল না। চ্যাট জিপিটি যেভাবে ব্যাবহার করবেন সে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ঠিক সেরকমই উত্তর আপনাকে প্রোভাইড করবে।

বর্তমান বিশ্ব দিন দিন উন্নত থেকে আরও উন্নতশীল হচ্ছে। আর এই উন্নতের ধারায় নিত্যনতুন কিছু না কিছু আবিষ্কার হচ্ছেই। যার প্রতিফলন চ্যাট জিপিটি। চার জিপিটি অনলাইনে লঞ্চ হওয়ার পর সকলের মাঝে একটিই প্রশ্ন আমরা চার জিপিটি কি কি কাজে লাগাতে পারি?

- Advertisement -

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন এবং ব্যবসায়িক অথবা আমাদের প্রফেশনাল যে কোন কাজকর্ম রয়েছে সব কাজকর্মের একে একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাতে পারি। হয়তো আমরা উপরের আলোচনা থেকে এতক্ষনে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে চ্যাটজিপিটি কি ও কিভাবে কাজ করে এবং আমাদের কি উপকারে আসে।

Share This Article
Leave a comment

Leave a Reply