তর্জনী (Torjoni) বাংলাদেশের প্রথম বাংলা ব্রাউজার!

Image by @Torjoni & Edited by @techpoth

তর্জনী (Torjoni) বাংলা ব্রাউজার প্রকাশের মাধ্যমে বাংলাদেশ টেকনোলজি বিশ্বে আরো এক নতুন সূচনার উদ্ভাবন করলো। আমরা ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষন কেনা শুনেছি, মূলত জাতীর জনকের সেই স্বাধীনতার ভাষনের প্রতি সম্মান প্রদর্শন করেই এই ব্রাউজারের নাম করন করা হয়েছে তর্জনী। এটি বাংলাদেশের প্রথম স্মার্ট ব্রাউজার যা খুবই দ্রুতগতীর ও নিরাপদ।

আপনারা ব্রাউজারটি দুটি ভার্ষনে অনলাইনে পাবেন – অ্যান্ড্রয়েড ভার্ষন ও অ্যাপল ভার্ষন। কিন্তু এখনো কোন উইন্ডোজ ভার্ষন প্রকাশ করা হয়নি তবে পরবর্তীতে এটা আমাদের সকলের জন্য আসতে পারে। তর্জনী ডাউনলোড করতে ক্লিক করুন

তর্জনী ব্রাউজার ডাউনলোড

তর্জনী ব্রাউজার ফিচারস্

তর্জনী ব্রাউজারটি (Torjoni) বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ন বিষয় বিবেচনা করেই তৈরি করা হয়েছে। যেমন- আপনি চাইলে অ্যাড ব্লক করে রাখতে পারবেন, ডাটা সেভ মুড আছে যার মাধ্যমে আপনার ব্রাউজিংটা অনেক দ্রুততর হবে ও কম ইন্টারনেট মেগাবাইট খরচ হবে। এছাড়া – ডার্ক মুড, ব্রাউজিং টাইম, হিস্টোরি, ইনকোগনিটো, বুকমার্ক, ফন্ট সাইজ, প্রিন্ট করার সুবিধা ইত্যাদি।

তর্জনী ব্রাউজার ফিচারস

এছাড়াও আপনি তর্জনী ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির আপডেট নিউজ জানতে পারবেন, অনেকটা গুগল ক্রোম এর ডিসকোভারি ফিড এর মত।

তবে আমার কাছে সবথেকে আকর্ষনীয় লেগেছে যে বিষয়টি সেটা হল ব্রাউজারটি অনেকটাই লাইট। আপনি অনায়াশেই ৫/১০টি ট্যাব খুলে খুব সহজেই কাজ করতে পারবেন। ধন্যবাদ আমাদের আইসিটি মন্ত্রনালয়কে ও বিশেষ করে আমাদের জুনায়েদ স্যারকে এমন একটি দিনে এমন একটি উপহার জাতীর কাছে প্রকাশ করার জন্য।

তর্জনী ব্রাউজারে ওয়েবসাইট ভিজিট

তর্জনী ব্রাউজার সেটিংস

তর্জনী ব্রাউজারটা যেমনটা লাইট ও ইউজার ফ্রেন্ডলী ঠিক তেমনই এর সেটিংসগুলোও সেটাপ করা অনেক সহজ। যেমন আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং-এ ডাটা সেভ করতে চান তাহলে শুধুমাত্র ডাটা সেভ মুডটা ক্লিক করে অন করে দিতে হবে। ঠিক একই ভাবে আপনি ব্রাউজিং করার সময় অসহনীয় মাত্রায় অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করতে পারবেন, এছাড়াও ব্রাউজিং হিস্টোরি ও কুকিস ব্রাউজার থেকে বেড় হবার সাথে সাথে অটোমেটিক ক্লিয়ার করতে পারবেন।

এসকল ধরনের সুবিধা সেটিংস করতে আপনার শুধুমাত্র অন/অফ বাটন প্রেস করতে হবে। কি ভাবছেন অনেক সহজ না? আসলেই অনেক সহজ। তাহলে আর দেরি কিসের তর্জনী ব্রাউজার ব্যবহার করে বিশ্ব ঘুরে দেখি বাংলার জনগনে

তর্জনী ব্রাউজার সেটিংস

জাতীয় মোবাইল ব্রাউজার তর্জনীর কিছু অপ্রাপ্তি চাহিদা

আজ আমি যখন এই লেখাটা লিখছি তখন এই ব্রাউজারের ইন্টারনেটে পাবলিশ হওয়ার বয়স মাত্র ২দিন। কোন অ্যাপ্লিকেশনই রাতারাতি সম্পূর্ন ফিচারস নিয়ে ইন্টারনেটে আসে নি, তাই আমরাও আশা করিনা। কিন্তু আশা করি দিনে-দিনে নতুন নতুন আপডেট এর মাধ্যমে আমাদের এই ব্রাউজারটিও একদিন শক্তিশালী গুগল এর কম্পিটিটর হয়ে উঠেবে।

তবে কিছু চাহিদার কথা বলি বা অপ্রাপ্তি এই অ্যাপটি ব্যবহার করতে গিয়ে আমি যেটা প্রথমদিকে ফেস করেছি তার কয়েকটি লিস্ট নিচে বর্ননা করছিঃ

  • সাইটটির বুকমার্ক বা পাসওয়ার্ড সেভ করার জন্য কোন ইমেইল সুবিধা
  • ব্রাউজারটি ব্যবহার করার সময় টপ হেডার অথবা ফুটার হেডার যেকোন একটি অটো-হাইড হলে ভাল হতো
  • তর্জনী ব্রাউজার থেকে কিছু ডাউনলোড করলে তার কোন হিস্টোরি খুজে না পাওয়া

আপাতত, এই তিনটি মনে পড়লো…… ।

পরিশেষে কিছু কথাঃ

আমরা প্রতিনিয়ত ও প্রতিদিন অনেকটা সময় পার করি ইন্টারনেটে বিভিন্ন ব্রাউজিং করে অথবা কোন অ্যাপ ব্যবহার করে। তাহলে আমার দেশের বাংলা ব্রাউজারটি কেন ব্যবহার করবো না। সকলে আমরা একবার হলেও ব্রাউজারটি ঘুরে আসবো আশা করি। সকলের ইন্টারনেট ব্যবহার নিরাপদ ও সুন্দর হউক।

টেকপথ একটি টেকনোলজি ভিত্তিক ফ্রি ব্লগ সাইট আপনি চাইলে খুব সহজেই টেকনোলজি সম্পর্কিত যেকোন তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন আপনার প্রশ্ন করার মাধ্যমে। এছাড়াও যারা ফ্রিল্যান্সিং বা ব্লগিং করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য রয়েছে সকল নতুন নতুন গাইডলাইন ও পরামর্শ। আমাদের সাথেই থাকুন ও টেকপথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ!

Related Posts

TechPoth

টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।