ওয়েবফ্লো কী (Webflow)? কিভাবে ফ্রি ওয়েবফ্লো শিখতে পারি?

TechPoth
5 Min Read

ওয়েবফ্লো (Webflow) বর্তমান সময়ের খুবই জনপ্রিয় ও নান্দনিক এনিমেশন ওয়েবডিজাইন শেখার জন্য একটি উপযোগী প্লাটফর্ম। যারা এই সম্পর্কে একদম কিছুই জানেন না বা যারা কিছুটা জানেন আরো জানতে আগ্রহী তাদের জন্য এই লেসনটি খুবই মজার হতে চলেছে।

সাধারনত, যারা বিনা কোডিং-এ নান্দনিক ও এনিমেটেড মুভিং ওয়েবসাইট ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য ওয়েবফ্লো একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। কারন আপনি খুব সহজেই কোন কোডিং জ্ঞান ছাড়াই একটি ল্যান্ডিং পেজ বা পুরো ওয়েবসাইট বিল্ড করতে পারবেন Webflow ব্যবহার করে।

অনেকেই ভাবছে হয়ত, আমি পাগল হয়ে গেছি অথবা ব্যকডেটেড তথ্য দিচ্ছি। কারন বর্তমান মার্কেটে ওয়ার্ডপ্রেস যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে এবং এলিমেন্টর দিয়ে কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করা যায় সেখানে কেন ওয়েবফ্লো (Webflow) দরকার?

- Advertisement -

ওয়েবফ্লো কী: কেন শিখবেন ওয়েবফ্লো?

ওয়েবফ্লো মূলত একটা ভিজুয়াল ওয়েব ডিজাইনের টুল। এটার দুই রকম গ্রাহক আছে। প্রথমত, যারা কোডিং জানেন না, তারা সহজেই একটি সাইট বিল্ড করতে পারবেন। ওয়েবফ্লোর টেমপ্লেট আর ভিজুয়াল এডিটর তাদের জন্য দারুণ সাহায্য। দ্বিতীয়ত, যারা কোডিং জানেন, নিজেরাই ওয়েবসাইট বানাতে পারেন, কিন্তু আরো দ্রুত আর সহজে কাজ করতে চান।

কোডিং না জানলেও ওয়েবসাইট!

ওয়েবফ্লোতে প্রচুর টেমপ্লেট আর টিউটোরিয়াল আছে। এগুলো দিয়ে আপনি অনেকটা কোডিং ছাড়াই আপনার মনের মতো ওয়েবসাইট বানাতে পারবেন। তবে, যদি সত্যিই আপনার পছন্দমতো সবকিছু করতে চান, আর ওয়েবফ্লোর সব ফিচারের সুবিধা নিতে চান, তাহলে একটু একটু করে কোডিং শেখা লাগবেই। তবে, ওয়েবফ্লোর মতো এতো নান্দনিক এনিমেশন ও ভিজুয়্যাল ডিজাইন কোডিং ছাড়া তৈরি করা কঠিন।

যেখানে আপনি খুব সহজেই ওয়েবফ্লো ব্যবহার করে এমন এনিমেটেড ভিজুয়্যাল ডিজাইন সাইট তৈরি করতে পারবেন।

কোডারদের জন্যও কাজের ক্ষেত্র!

দেখুন! যারা সাধারনত স্কিল বা কোডিং জানেন তাদের চাহিদা বা কাজের সুযোগ সব সময় থাকবে। সুতরাং আপনি যদি একজন ভাল কোডার হয়ে থাকেন তাহলে ওয়েবফ্লো আপনাকে সেই সুযোগটিও করে দিচ্ছে। যে আপনি কাজের পাশাপাশি ওয়েবফ্লোর সীমাবদ্ধতা কাস্টম কোডিং করার মাধ্যমে দূর করতে পারবেন।

কিভাবে ফ্রি ওয়েবফ্লো শিখতে পারি?

ওয়েবফ্লো যেহেতু নতুন প্রযুক্তি সুতরাং তারা নিজেরাই আপনাকে এই প্লাটফর্মে আকৃষ্ঠ করার জন্য নিজেদের প্রচেষ্টায় সকলকে ফ্রি ট্রেনিং এর ব্যবস্থ্যা করে দিচ্ছে। আপনি চাইলে তাদের অনলাইন ইউনিভার্সিটি ওয়েবফ্লো লিংকে প্রবেশ করে একটি ফ্রি একাউন্ট তৈরি করতে পারেন।

- Advertisement -

ওয়েবফ্লো ফ্রি কোর্স করতে জয়েন করুন: Webflow University

ফ্রি একাউন্ট তৈরি হয়ে গেলে এখন আপনি বিগিনার হিসেবে শুরু করতে পারেন আপনার ওয়েবফ্লো জার্নি। এবং ধাপে ধাপে আপনি কোর্সগুলো সম্পন্ন করে অনলাইন পরীক্ষার মাধ্যমে আপনি লেভেল-১, লেভেল-২ ইত্যাদি সার্টিফিকেট অর্জন করতে পারবেন সম্পূর্ন বিনামূল্যে। তাহলে আর দেরি কিসের!

ওয়েবফ্লো শুরু করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • একটা ওয়েবফ্লো একাউন্ট খোলা: ওয়েবফ্লোর ওয়েবসাইটে গিয়ে একটা ফ্রি একাউন্ট বানিয়ে নিন। একবার সাইন আপ করা হয়ে গেলে আপনাকে ওয়েবফ্লো ড্যাশবোর্ডে নিয়ে যাবে।
  • শুরু করার ভিডিওগুলো দেখো: ওয়েবফ্লোর বেসিক বিষয়গুলো শেখার জন্য অনেক সহজ ভিডিও আছে। নতুনদের জন্য এসব দিয়ে দারুণভাবে শুরু করা যায়, পুরো প্ল্যাটফর্মটা কীভাবে কাজ করে সেটাও বুঝতে পারবেন এসকল ভিডিও দেখার মাধ্যমে।
  • টেমপ্লেট দিয়ে কাজ শুরু করো: ওয়েবফ্লোতে অনেক ধরণের রেডি টেমপ্লেট তৈরি করা আছে যা দিয়ে সহজেই ওয়েবসাইট বানানো শুরু করতে পারেন। আপনার দরকার মতো টেমপ্লেট বেছে নিয়ে নিজের মতো কাস্টমাইজ করে নিন।
  • ড্রাগ এন্ড ড্রপ ডিজাইন: ওয়েবফ্লোতে টেনে-হেঁচড়ে (drag-and-drop) করে ওয়েবসাইটের ডিজাইন বা লেআউট বদলানো যায়। আপনার পছন্দমতো ডিজাইন করার জন্য বিভিন্ন লে-আউট পরীক্ষা করতে পারেন।
  • কন্টেন্ট আপলোড করা: ডিজাইন ঠিক করা হয়ে গেলে এখন কন্টেন্ট যোগ করতে হবে। লেখা, ছবি, ভিডিও – যা যা দরকার ওয়েবফ্লোর CMS ব্যবহার করে আপলোড করুন।
  • ওয়েবসাইট পাবলিশ করো: আপনার সাইটটি কি রেডি লাইভে যাওয়ার জন্য? তাহলে, আপনি ওয়েবফ্লোর হোস্টিং সার্ভিস ব্যবহার করে আপনার ওয়েবসাইট পাবলিশ করতে পারেন। আপনার দরকার অনুযায়ী বিভিন্ন ধরণের হোস্টিং প্ল্যান থেকে বেছে নিতে পারেন।
  • শেখা চালিয়ে যাওয়া: ওয়েবফ্লো বেশ শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, অনেক কিছুই করা যায় এটাতে। ওয়েবফ্লো’র টিউটোরিয়াল, ফোরাম, ডকুমেন্টেশন – এসব থেকে শেখা চালিয়ে যান এবং নিজের দক্ষতা বাড়াতে থাকুন!

পরিশেষে কিছু কথা: ওয়েবফ্লো (Webflow) দিয়ে কাজ শুরু করা বেশ সহজ। একাউন্ট খোলা, ভিডিওগুলো দেখা, টেমপ্লেট বেছে নেওয়া, ডিজাইন ঠিক করা, কন্টেন্ট আপলোড ইত্যাদির মাধ্যমে আপনি পরিপূর্ন একটি সাইট তৈরি করতে পারবেন।

বর্তমানে আপনি ওয়েবফ্লোর সাইটে বসে একটি ফ্রি টেমপ্লেট ডিজাইন করতে পারবেন এবং সেটি পাবলিশ করতে পারবেন। প্রযুক্তিখাতে প্রতিনিয়ত নতুনত্ব আসছে তাইতো আপনাকে না শিখে বসে থাকলে হবে না। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে আপনাকেও স্কিল ডেভেলপ করতে হবে। ধন্যবাদ!

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
Leave a comment

Leave a Reply