How to Redirect Sitemap to Sitemap_index?

TechPoth
4 Min Read

How to Redirect Sitemap to Sitemap_index? আমরা আজ ওয়ার্ডপ্রেস এর sitemap নিয়ে আলোচনা করব যে কিভাবে Sitemap.xml কে Sitemap_index.xml এ অটোমেটিক রিডাইরেক্ট করা যায়। এছাড়াও জানবো যে এই সাইটম্যাপ এর গুরুত্বটা কতটুকু।

সাইটম্যাপ কি

প্রথমেই জানবো এই সাইটম্যাপ ফাইলটি আসলে কি?

সাইটম্যাপ (Sitemap) কে যদি সহজ ভাষায় বোঝাতে চাই তাহলে বলতে পারি এটা একটা ওয়েবসাইটের জন্য সূচিপত্র বা অনেকে এটাকে মানচিত্রও বলে থাকে। কারন একটা ওয়েবসাইটের প্রতিটা লিংক অ্যাড্রেস এই পেজটিতে সংরক্ষন করা থাকে আপ-টু-ডেট।

- Advertisement -

এই ফাইলটি এসসিও করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ন।

আপনার সাইটে যদি Sitemap ফাইল থেকে থাকে তাহলে গুগল খুব সহজেই বুঝে নিতে পারে যে আপনার সাইটটি আসলে কি বিষয়ক। তখন গুগল এই ফাইলটি সংরক্ষন করে রাখে। পরবর্তিতে আপনার সাইটকে ক্রল বা ইনডেক্স করার জন্য।

গুগল কনসোল এ সাবমিট করে আপনি নিজে থেকেও গুগল এর কাছে ফাইলটি জমা দিতে পারেন।

কিভাবে সাইটম্যাপ ফাইল দেখবো

সাধারনত একটা সাইটের sitemap ফাইল দেখতে হলে সাইটের অ্যাড্রেস এর শেষে sitemap.xml যোগ করতে হয়- ”https://techpoth.com/sitemap.xml” লেখাটা লিখে এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার সাথে সাথেই নিচের চিত্রের মত একটা স্ক্রিন দেখতে পাবেন –

Sitemap2
XML Sitemap File

সাধারন সাইটম্যাপ ফাইল উপরের মত দেখতে হয়। যা আপনি নিজে থেকেই তৈরি করে নিতে পারবেন এখান থেকে

- Advertisement -

আরো পড়ুনঃ

কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন। তাহলে দেখবেন কিছু এসসিও টুলস আছে যার মাধ্যমে আপনি সহজেই আপনার সাইটের জন্য sitemap ফাইল তৈরি করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস টুলস- RankMath, Yoast ইত্যাদি।

sitemap file
RankMath Sitemap File

কিভাবে Sitemap টু Sitemap_index এ রিডাইরেক্ট করবেন

সাধারনত Sitemap.xml হল ডিফল্ট ফাইল। কিন্তু আপনি যদি কোন Third Party টুলস ব্যবহার করে থাকেন তাহলে সেটা থেকেও একইভাবে sitemap ফাইল তৈরি করা যাবে এবং নতুন সাইটম্যাপ ফাইলটির নাম হবে Sitemap_index.xml।

এজন্য একসাথে দুটি sitemap ফাইল ব্যবহার করতে না চাইলে আপনি একটা ফাইল থেকে আরেকটি ফাইলে রিডাইরেক্ট করে দিতে পারেন।

এজন্য আপনাকে নিচের কোডটি .htaccess ফাইলের মধ্যে লিখতে হবে। আপনি কি জানেন কিভাবে .htaccess ফাইল এডিট করতে হয়, না জানলে দেখে নিন

- Advertisement -
RewriteRule ^sitemap.xml$ https://www.mydomain.com/sitemap_index.xml [R=301,L]
Wordpress htaccess file
সাইটম্যাপ রিডাইরেক্ট করা

উপরের চিত্রতে দেখানো হলো কিভাবে RankMath টুলস ব্যবহার করে .htaccess ফাইল এডিট করা যায়। তবে অবশ্যই এই ফাইলটি ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করবেন। কারন কোন রকম ঝামেলা হলেই আপনার সাইটটি ডাউন হয়ে যেতে পারে।

সর্বদা অনলাইনে অনপেজ কোন কাজের পূর্বে ফাইলটির সম্পূর্ন ব্যাকআপ করে নিন।

কোডটি লেখার পরে সেভ করে বের হয়ে আসুন। এবং একবার ওয়েব ব্রাউজারে টেস্ট করে দেখুন যে Sitemap.xml এ ভিজিট করলে অটোমেটিক Sitemap_index.xml এ নিয়ে যায় কিনা।

আমাদের কিছু কথাঃ

সাইটম্যাপ আসলেই একটা ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ন বিষয়। তাইতো আপনারা যারা নতুন ওয়েবসাইট তৈরি করে থাকেন এখন থেকে সাইটম্যাপ ফাইলটি তৈরি করে আপলোড করে দিবেন।

- Advertisement -

তবে আশাকরি আপনাদের যাদের ধারনা ছিল না যে সাইটম্যাপ ফাইলটা আসলে কি এবং কিভাবে আপ করতে হয়। আমাদের লেসনটা যদি মনোযোগ সহকারে পরে থাকেন। তাহলে বলব আপনি নিজেই এখন একটা সাইটের জন্য সাইটম্যাপ ফাইল তৈরি করতে পারবেন।

সারাবিশ্বের প্রায় ৩০% ওয়েবসাইটে এই সাইটম্যাপ ফাইলটি পাওয়া যায়। আর বাকিদের সাইটের ডাটা গুগল নিজের থেকেই ক্রল করে নেয়। তবে এটা অনেকটা সময় সাপেক্ষ।

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
Leave a comment

Leave a Reply