How to Restore missing battery icon windows 11

TechPoth
3 Min Read

How to Restore missing battery icon windows 11? উইন্ডোজ বর্তমান বিশ্বের সবথেকে বহুল পরিচিত অপারেটিং সিস্টেম। তাইতো এটার ব্যবহার সারা বিশ্বব্যাপি। কোন সফটওয়্যার ব্যবহার করতে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাইতো সমস্যা থাকলে তার সমাধান ও আছে।

আমরা আজ এমনই একটি উইন্ডোজ এর সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয়টি ল্যাপটপের ব্যাটারি আইকন পুনরুদ্ধার নিয়ে। সাধারনত ল্যাপটপে অনেক সময় কাজ করতে থাকলে বা কোন ম্যালওয়ার সফটওয়্যার আপনার অজান্তে কম্পিউটারে প্রবেশ করলে।

মাঝেমধ্যে অনেক অদ্ভত সমস্যা দেখা দিতে পারে যেমন- ব্যাটারি আইকন হারিয়ে যাওয়া। ল্যাপটপ এর টাস্কবারে সাধারনত ব্যাটারি সিম্বলটা থাকে, সেখানে ডিভাইসের বর্তমান ব্যাটারির হার দেখায়।

- Advertisement -

আমরা এই পর্বে আপনাদের এই ব্যাটারি সিম্বলটি হারিয়ে যাওয়া থেকে কিভাবে টাস্কবারে পুনরায় ফিরিয়ে আনতে হয় তাই দেখাবো। আমাদের সাথেই থাকুন।

কিভাবে হারিয়ে যাওয়া ব্যাটারি আইকন পুনরুদ্ধার করবেন

আমাদের আজকের এই সমস্যাটি উইন্ডোজ সম্পর্কিত। তাই অনেক সময় এই রকম সমস্যা দেখা দিলে প্রথমেই দেখে নিবেন যে আপনার উইন্ডোজ এর কোন আপডেট পেন্ডিং আছে কিনা। আপডেট না দিয়ে থাকলে অবশ্যই আগে আপডেটটা সম্পন্ন করে নিবেন।

এখন চলুন শুরু করা যাকঃ

১. প্রথমেই, আমরা ব্যাটারি আইকনটা চেক করে নিব। নিচে দেখানো চিত্তের মত করে, এখানে আইকনটা আছে কিনা? যদি না থাকে তাহলে এটা সিস্টেম অপশন থেকে এনাবল করতে হবে।

How to Restore missing battery icon windows 11
How to Restore missing battery icon windows 11

২. এখন আমাদের টাস্কবার এর উপর ডান-ক্লিক বা রাইট ক্লিক করুন। তারপর “Taskbar Settings” এ ক্লিক করতে হবে।

- Advertisement -

এছাড়াও আপনি সেটিংস অপশন এর মাধ্যমেও এটা এ্যাক্সেস করতে পারেন, এর জন্য যেতে হবে Settings > Personalization > Taskbar

taskbar-settings

Read this article: How to Solve Hang Problem in Windows 10

৩. এখন, Taskbar অপশন ওপেন হওয়ার পর ক্লিক করতে হব “Turn system icons on or off” এর উপর।

৪. এখানে একটা তালিকা প্রদর্শিত হবে তারমধ্য থেকে “Power” অপশনটি সনাক্ত করুন এবং এটিকে ক্লিক করে “On” করে দিন। অন করার সাথে সাথেই এটি আপনার টাস্কবারে আবার প্রদর্শিত হবে।

৫. আর যদি “Power” অপশনটা ডিজেবল থাকে ও ক্লিক করা না যায়। তাহলে, বুঝতে হবে সেটিংসটা এখান থেকে অন করা যাবে না। তাই আপনার “Control Panel” থেকে ব্যাটারি সেটিংসটা একবার “Disable” ও একবার “Enable” করে পিসিটা রিস্টার্ট করে দেখতে পারেন।

অবশেষে, আশাকরি বন্ধুরা আপনার সমস্যাটার সমাধান হয়ে গেছে। আর যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

-আল্লাহ হাফেজ!

YouTube Video: How to Restore Missing Battery Icon

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
1 Comment

Leave a Reply