ইউটিউবার হতে কি লাগে? এবং কিভাবে একজন সফল ইউটিউবার হওয়া যায়? বর্তমানে ইউটিউব একটি জনপ্রিয় প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যার মাধ্যমে মানুষেরা নিজের যে কোন পণ্য , সার্ভিস বা দক্ষতা ভিডিওর মাধ্যমে অন্য সকলের মাঝে প্রচার করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে হাজার হাজার টাকা আয় করছে। তবে ইচ্ছা করলেই যে কেউ ইউটিউব থেকে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবে না।
একমাত্র দক্ষ ইউটিউবাররা ছাড়া টাকা আয়ের কাছে কেউ ঘেঁষতে পারবে না। একজন সফল ইউটিউবার বলতে যার ইউটিউব চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং যার ভিডিও আপলোড করা মাত্র অনেক ভিউজ হয় ।
পড়ুনঃ
- 0 থেকে 100k ভিউ: ইউটিউব ভিডিও ভিউ কিভাবে বাড়াবো তার কৌশল জেনে নিন!
- ফ্রি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার [সেরা 5 টি এপস]
- ইউটিউব একাউন্ট খোলার নিয়ম 2024!
ইউটিউবার কি?
ইউটিউবার বা ইউটিউব ভিডিও নির্মাতা হলো একজন ক্ষুদে চলচ্চিত্রকার যিনি ক্ষুদে চলচ্চিত্র নির্মান করে ইউটিউবে প্রকাশ করে থাকেন। যার ভিডিও ও অডিও সব তার নিজের অভিনয় বা লেখা অথবা হতে আপরে অন্যের সাহায্য নিয়ে তৈরি করা। যার উদ্দেশ্যই থাকে ভিডিও আপলোড করে টাকা আয় করা।
ইউটিউবার হতে কি লাগে?
ইউটিউবে কাজ করার জন্য অনেক বড় বড় ডিগ্রির প্রয়োজন নেই। অনলাইনে কাজ করার জন্য যে সরঞ্জামাদির প্রয়োজন তাই লাগবে। আমরা যা নিয়েই কাজ করি না কেন, আমাদের একটা এনড্রয়েড মোবাইল ফোন বা একটা ল্যাপটপ বা একটি কম্পিউটার লাগবে। সাথে লাগবে ইন্টারনেট। একটি মাইক্রোফোনও লাগবে।
এইবার কাজের ধরন অনুযায়ী আরও যন্ত্রপাতি যোগ হতে পারে। কিন্তু একজন দক্ষ ইউটিউবার বা সফল ইউটিউবার হওয়াটা এতটা সহজ নয় যতটা আমরা সবাই ভাবি। তবে কিছু সাধারণ নিয়ম বা প্রক্রিয়া মেনে চললে আপনিও অতি সহজেই একজন সফল ইউটিউবার হতে পারবেন । সর্ব প্রথমে আপনার প্রয়োজন হবে নিজের কাজের প্রতি বিশ্বাস, ধৈর্য, একাগ্রতা, কাজে মন থাকা এবং সফল হওয়া অদম্য ইচ্ছাশক্তি।
কিভাবে একজন সফল ইউটিউবার হওয়া যায়?
একজন সফল ইউটিউবার হওয়ার জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার মন দিয়ে কাজ করার পাশাপাশি ধৈর্যশীল হতে হবে। সেইসাথে কাজের প্রতি আগ্রহ বা উৎসাহ এবং সফল হওয়ার প্রবল আকাঙ্খাটাও থাকতে হবে । নিচে সফল ইউটিউবার হওয়ার জন্য কিচু উপায় বা টিপস এর সংক্ষিপ্ত আলোচনা করা হলো।
১। জনপ্রিয় এবং প্র্রয়োজনীয় বিষয়ের উপর ভিডিও তৈরি করা
সফল হওয়ার প্রথম সাজেশন হলো জনপ্রিয় বিষয়ের উপর ভিডিও তৈরি করতে হবে। কারো পছন্দ অনুযায়ী ভিডিও না তৈরি করে চেষ্টা করুন সঠিক বিষয়ের উপর আপনার দর্শকদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করা। আপনার পছন্দ আর আপনার দর্শকদের পছন্দ ভিন্ন হবে এটাই স্বাভাবিক।
২। ইন্টারেস্টিং এবং তথ্যমূলক ভিডিও তৈরি করা
সব সময় চেষ্টা করতে হবে এমন সব ভিডিও তৈরি করার যে ভিডিওগুলো মানুষ দেখতে খুব পছন্দ করে। আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করার কথা ভাবছেন সেই বিষয়ে ভালো জ্ঞান বা ধারনা নিয়ে ভিডিওতে প্রতিটি বিষয় বিস্তারিত ভাবে বুঝিয়ে বলতে হবে। যারা আপনার ভিডিও দেখবে তারা যেন আপনার ভিডিও দেখেই ঐ বিষয়ের উপর সম্পূর্ণ অর্থ বুঝতে পারে।
৩। কোয়ালিটি এবয় ক্রিয়েটিভ ভিডিও তৈরি করা
ইউটিউবে যেকোনো বিষয়ের উপর সার্চ করলে দেখা যায় একই টপিকের উপর একই ধরনের অনেক ভিডিও চলে আসে। অর্থাৎ ইউটিউবে একই বিষয়ের উপর হাজার হাজার ভিডিও মানুষ প্রতিদিন আপলোড করছে।
এজন্য ইউটিউবে আগের চেয়ে এখন প্রতিযোগিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যেকোন সমস্যা সমাধানের জন্য মানুষ এখন ইউটিউবে সার্চ করে এবং অনেক ভিডিও পায় যেগুলো দেখে সে তার সমস্যার সমাধান করে নিতে পারে। এক্ষেত্রে এখানে লক্ষ্য রাখতে হবে যেন সেই সমাধানে আপনার ভিডিওটি প্রাধান্য পায়।
৪। ভিডিও এসইও এর দিকে মনযোগ দিন
ইউটিউবের আপনার ভিডিওতে প্রচুর ভিউ পাওয়ার জন্য ভিডিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইউটিউবের ভিডিওগুলোতে সঠিকভাবে এসইও করলে গুগল সার্চ ইঞ্জিনে এবং ইউটিউব ভিডিও সার্চ থেকে প্রচুর পরিমানে ভিউ পাওয়া যায়। যার ফলে চ্যানেল ধীরে ধীরে সফলতার কাঙ্খিত লক্ষে পৌঁছে যায়।
প্রতিটি ভিডিও আপলোড করার পর অবশ্যই এসইওর কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে।
৫। নিয়মিত ভিডিও আপলোড করা
প্রথম প্রথম নতুন ইউটিউবাররা যে ভুলটা করেন তা হলো তারা তাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করেন না। এরই মধ্যে কেউ আছেন যারা চ্যানেলে কিছুদিন নিয়মিত ভিডিও আপলোড করার পর যখন চ্যানেলের ভিডিওতে খুব একটা বেশি ভিউ আসেনা তখন তারা হতাশ হয়ে ভিডিও বানানো পুরোপুরি বন্ধ করে দেয়।
আর এরই সাথে নতুন করে ভিডিও আপলোড করার আগ্রহটাও আস্তে আস্তে হারিয়ে ফেলে। অনেকেই আবার হতাশ হয়ে চ্যানেলে ভিডিও পাবলিশ করা বন্ধ করে দেয়। কিন্তু এই কাজগুলোই তাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। মনে রাখতে হবে যেকোনো বিষয়ে সফল হতে হলে কিছুটা সময় লাগবে। তাই ধৈর্য ধারন করে নিরলসভাবে কাজ করতে হবে।
৬। চ্যানেলের বিষয়টি মনে রাখুন
একজন সফল ইউটিউবার হতে চাইলে আপনার চ্যানেলের প্রধান বিষয়টি মাথায় রেখে সবসময় ভিডিও তৈরি করতে হবে। সেই বিষয়ের উপর আপনার চ্যানেলে নিয়মিত একটা একটা করে ভিডিও আপলোড করতে হবে। আপনি যে বিষয়কে টার্গেট করে ভিডিও বানাচ্ছেন আপনাকে অবশ্যই সবসময় সেই বিষয়ের উপরই ভিডিও বানাতে হবে। চুড়ান্ত কথা আপনার ভিডিওর বিষয় কখনো পরিবর্তন করা যাবেনা।
৭। বিনা কারনে ভিডিও লম্বা করা যাবে না
আপনার ভিডিওর বিষয়বস্তু আছে সেটি নিয়েই কথা বলতে হবে। বেশিরভাগ ইউটিউবাররা এই ভুলটাই বেশি করে থাকে। আপনি যে বিষয় বা টপিক নিয়ে ভিডিও তৈরি করে আসছেন প্রথম থেকে আপনি সেই বিষয়ের ব্যাপারে সবকিছু জেনে শুধুমাত্র সেই বিষয়ের উপরই ভিডিও বানাবেন।
যার ফলে যেসকল মানুষ আপনার ভিডিওটি দেখবে তারা ভিডিওটি দেখতে খুবই পছন্দ করবে এবং কোন বিরক্ত হবেনা। আর আপনি যদি অযথা ভিডিও লম্বা বানানোর জন্য অপ্রয়োজনীয় আর অপ্রাসঙ্গিক তথ্য যোগ করে ভিডিও করেন সেই ভিডিও দেখে মানুষ খুব বিরক্ত হতে পারে এবং সেই সাথে আপনার ভিডিওটি তারা এড়িয়েও যেতে পারে।
উপসংহার
উপরে বলা দিকনির্দেশনাগুলো সঠিকভাবে মেনে কাজ করলে আপনি ভালো ফলাফল অবশ্যই দেখতে পাবেন এবং অতিদ্রুত একজন সফল ইউটিউবার হতে পারবেন।
কিভাবে একজন সফল ইউটিউবার হওয়া যায় আশাকরি এই পোষ্টটি পড়ার পরে আর কোন ডাউট থাকবে না। একটা কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যা সহজেই পাওয়া যায় তা সহজেই হারিয়ে যায় । তাই পরিশ্রম বা অধ্যবসায়ের কোন বিকল্প নেই। একটু কষ্ট করে আপনি যদি ইউটিউব এর সিস্টেম টা বুঝে উঠতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আর আটকাতে পারবেনা ।