মাত্র 2 মিনিটে সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি করার সম্পূর্ন নিয়ম!

TechPoth
4 Min Read

সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবিতে রূপান্তর করা একদম সহজ, শুধুমাত্র কিছু প্রসেস অনুসরন করতে হবে। এই প্রসেসটা সম্পন্ন করতে আমরা কোনো সফটওয়্যার ব্যবহার করবো না। শুধুমাত্র আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। তাই সফটওয়্যার ছাড়াই সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি করার কৌশল জানতে আমাদের সাথেই থাকুন।

ফটোশপের মাধ্যমেও এই ছবি কালার করা যায়।

আমরা মাঝে মধ্যে অনেক আফসোস করি, আমাদের পুরাতন ছবি থেকে নতুন ছবি করার জন্য। তাই আমি আশাকরি আমাদের আজকের এই লেসনটি আপনাদের একটি নতুন বিষয় সম্পর্কে জানতে এবং ছবি কালার করার কৌশল সম্পর্কে বুঝতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন।

- Advertisement -

পড়ুনঃ

সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি করার নিয়ম

সাদাকালো ছবি কালার করার জন্য আমাদের প্রথমেই কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার (Black and White) পিকচার ডাউনলোড করে নিতে হবে। অথবা যদি আপনাদের কাছে পুরাতন ছবি থেকে থাকে তাহলেও হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার ডাউনলোড করার জন্য আপনারা পিক্সেল (Pexels) অথবা পিক্সাবা (pixabay) সাইট ব্যবহার করতে পারেন।

সাদাকালো ছবি ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের প্রসেসটি শুরু করবো।

ধাপ ০১ঃ প্রথমেই আমরা ভিজিট করবো colourise.com – সাইটটিতে। এটি সাদাকালো ছবি কালার করা বা রঙ্গিন ছবি তৈরি করার জন্য একটি আদর্শ অনলাইন প্লাটফর্ম।

Colourise-Website

ধাপ ০২ঃ সাইটটি ভিজিট করার পরে। ড্যাশবোর্ড থেকেই ছবি আপলোড করার জন্য একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে ছবি ড্রপ করে এর উপর ছেড়ে দিতে পারেন অথবা ছবি কম্পিউটার লোকেশন থেকে চয়েস করে দিতে পারেন। ছবি সিলেক্ট করে আপ করার সাথে সাথে ছবি কালার করার প্রসেসটি অটোমেটিক শুরু হয়ে যাবে।

- Advertisement -

ছবিটা পুরোপুরি কালার হয়ে প্রদর্শিত হতে কিছুটা সময় নিবে।

Colourise Website 01

ধাপ ০৩ঃ কিছুটা সময় অপেক্ষা করার পরে আমরা নিচে দেখতে পাবো যে পুরাতন ছবিটি কালার ছবিতে রূপান্তর হয়েছে। নিচের চিত্রটি দেখুন –

Colourise Website 02

ধাপ ০৪ঃ এখন ছবিটি চাইলে আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে সংরক্ষন করে রেখে দিতে পারেন।

তবে এই সাইটের একটি বিশেষ গুন রয়েছে যা আমার দুর্দান্তলাগে আর সেটা হলো ছবির রিজুলেশন। ছবিটি সাদাকালো থেকে কালার করতে এর রিজুলেশন এর কোনো পরিবর্তন হয়না বরং আরো ভালো হয়।


আরো পড়ুনঃ

এখন আমরা আরেকটি সাইটের উদাহরন দেখবো-

- Advertisement -

ধাপ ০১ঃ ভিজিট করুন imagecolorizer.com । এরপর সাইটের ড্যাশবোর্ড থেকে আমাদের ডাউনলোড করা একটি ছবি আপলোড করতে হবে।

Colorize Website

ধাপ ০২ঃ ছবি আপলোড করার সাথে সাথে নিচে তিনটি বাটন প্রদর্শিত হবে। এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা AI টুলের মাধ্যমে কালার করার প্রসেস শুরু হয়ে যাবে। কিছুটা সময় অপেক্ষা করতে হবে ছবিটি সম্পূর্ন কনভার্ট হওয়ার জন্য।

Colorize Website 2

ধাপ ০৩ঃ সাদাকালো ছবিটি কালার ছবিতে রূপান্তর হয়ে নিচে একটি ডাউনলোড বাটন প্রদর্শিত হবে।

- Advertisement -
Colorize Website 3

ধাপ ০৪ঃ এখন ছবিটি ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এভাবেই আমরা খুব সহজে একটি সাদাকালো ছবি থেকে কালার ছবিতে রূপান্তর করতে পারি।

এমন আরো অনেক সাইট আছে যার মাধ্যমে আমরা অনলাইনে একটি সাদাকালো ছবি কালার করতে পারি। অনলাইনের এই টেকনিকটি ব্যবহারের জন্য সকলে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সি বা AI এর ব্যবহার করে।

সাদাকালো ছবি কালার করার কিছু অনলাইন ফ্রি সাইটঃ

  1. https://colourise.com/
  2. https://vanceai.com/old-photo-restoration/
  3. https://imagecolorizer.com/colorize.html
  4. https://www.img2go.com/colorize-image
  5. https://deepai.org/machine-learning-model/colorizer

YouTube Video: সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
2 Comments