নতুন! আইফোন 14 প্রো বাংলাদেশ প্রাইস ও কনফিগারেশন

TechPoth
6 Min Read
আইফোন 14 প্রো

আইফোন 14 প্রোআইফোন 14 প্রো ম্যাক্স এর কনফিগারেশন সম্পূর্ন একই। কারন অ্যাপল প্রতিবারের মত একই সাথে প্রো ও ম্যাক্স মডেল ছাড়ে। যারা বড় ফোন ব্যবহার করতে চাই তাদের জন্য আইফোন 14 প্রো ম্যাক্স ও যারা কিছুটা সাইজ ছোটো ফোন ব্যবহার করতে চাই তাদের জন্য আইফোন 14 প্রো। তবে ছোট বলতে কিন্তু বেশি ছোট নয়। এর ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চি।

আইফোন এর ব্যাপারে যত বলবো কমই বলা হবে। কারন এর ‍সেরা লুক ও মনকারা ডিজাইন যেকেউ একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। অনেকে এটা বাংলাদেশে কিডনী ফোনও বলে থাকে। কারন বর্তমানে দিন-দিন এর দাম যে হারে বেড়ে চলেছে তাতে এই ফোনটি ক্রয় করতে হলে একটি কিডনী বেচতে হবে😀! মজা করলাম।

আইফোন 14 প্রো এর বাংলাদেশ দাম প্রায়- ৳১,৮০,০০০ টাকা, যেটা 6GB র‌্যামের সাথে 256GB স্টোরেজ স্পেস। আর আপনি যদি এটি আমেরিকা থেকে কিনতে চান তাহলে দাম পড়বে প্রায় – $1099 ডলার একই কনফিগারেশনের জন্য। তবে দিন-দিন এর প্রাইস অনেক উর্দ্ধগতীতে উঠে যাচ্ছে।

- Advertisement -

আইফোন 14 প্রো ক্যামেরা ফিচার

প্রথমেই আমরা কিছুটা আলোচনা করবো আইফোন 14 প্রো ক্যামেরা ফিচার নিয়ে। কারন অনেকেই চিন্তা করতো যে আইফোন এর প্রতিদ্বন্দি স্যামস্যাং যেখানে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা দেয় সেখানে আইফোন কেন তার ক্যামেরা আপডেট করে না। তাদের জন্য সুঃখবর। এবার আইফোন এক লাফে তাদের প্রধান ক্যামেরা ফিচারে যোগ করেছে ৪৮ মেগাপিক্সেলের সেরা ওয়াইড ভিউ ক্যামেরা ফিচার।

iPhone 14 Pro Display

এছাড়াও থাকছে, বড় ইমেজ সেন্সর, ভালো লো-লাইট পারফরম্যান্স, ট্রিপল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ডবল টেলিফটো ক্যামেরা। এই দুর্দান্ত ক্যামেরা সেটআপটি আইফোন 14 প্রোকে সেরাদের মধ্যে সেরা করে তুলেছে। এবং রিজুল্যেশনের কথা বলতে গেলে বলতে হবে যে, এটি আগের থেকে 4 গুণ ভালো রেজোলিউশন ও অস্তির FPS, সুপার স্টেডি ভিডিও মোড ও উন্নত proRaw সেন্সরের মাধ্যমে আইফোন প্রেমিদের ছবি তোলার সম্পূর্ন আশা পূরন করেছে।

আইফোন 14 প্রোতে আপনি পাবেন 4K সিনেমেটিক মোড। যার মাধ্যমে আপনি দিনে বা রাতে অল্প আলোতেও সেরা ভিডিও ক্যাপচার করতে পারবেন অনায়াশে।

আইফোন 14 প্রো চিপসেট ও হার্ডওয়্যার

বরাবরে মতো এবারো অ্যাপল তাদের নতুন আইফোন মডেলের সাথে আপডেট চিপসেট A16 Bionic (4 nm) এনেছে। যা দুর্দান্ত গতিতে যেকোন কাজ সমাধান করতে সক্ষম। এছাড়াও এবারের আপডেটে নতুন অনেক কিছু সংযোজন হয়েছে। অ্যাপল সবসময়ই তাদের ব্যবহারকারীদের সেরাটা প্রদান করে।

অ্যাপল A16 চিপসেটটি 4-ন্যানোমিটারের তৈরি একটি শক্তিশালী চিপ, যা গতি এবং দক্ষতার দিক থেকে আগের সকল মডেল থেকে এগিয়ে। A16 এ রয়েছে একটি দ্রুততর 6-কোর CPU, যা 50 শতাংশ বেশি মেমরি ব্যান্ডউইথ সহ একটি ত্বরিত 5-কোর GPU এবং একটি আপডেট করা 16-কোর নিউরাল ইঞ্জিন প্রতি সেকেন্ডে 17 ট্রিলিয়ন অপারেশন পরিচালনা করতে সক্ষম।

- Advertisement -

এবং আইফোন 14 প্রো এর হার্ডওয়্যার দিকে লক্ষ করলে দেখা যায় যে, পূর্বের ন্যায় ফোনটির সামনে এবং পিছনে Gorilla Glass ব্যবহার করা হয়েছে যা Scratch-resistant সহজে কোন ক্রাচ পড়বে না। এছাড়াও চারিদিকে stainless steel এর ফ্রেম থাকছে। এই সম্পূর্ন ফোনটি ওজনের দিক থেকেও তেমন একটি বেশি নয় মাত্র 206 g (গ্রাম)।

আইফোন 14 প্রো বাংলাদেশ প্রাইস 💰 ১,৮০,০০০ – 6GB/256GB
ব্রান্ড (Brand)Apple
মডেল (Model)iPhone 14 Pro
ক্যাটাগরি (Category)Smartphone
নেটওয়ার্কGSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
সিম (SIM)Dual SIM (nano‑SIM and eSIM)-International or
Dual eSIM support, dual standby-USA
মাপ (Dimensions)147.5 x 71.5 x 7.9 mm
ওজন (Weight)206 grams
কালার (Colors)Space Black, Silver, Gold, Deep Purple
বাজারে মুক্তি (Released)September 16, 2022

📺 Hardware & Software

অপারেটিং সিস্টেম (OS)iOS 16
চিপসেট (Chipset)Apple A16 Bionic (4 nm)
প্রসেসর (CPU)Hexa-core (2×3.46 GHz Everest + 4×2.02 GHz Sawtooth)
গ্রাফিক্স (GPU)Apple GPU (5-core graphics)
গঠন (Body Build)Glass front (Gorilla Glass), glass back (Gorilla Glass), stainless steel frame
পুরুত্ব (Thickness)7.9mm
সার্টিফিকেট (Certification)IP68 dust/water resistant (up to 6m for 30 mins)

📱 Display

টেকনোলজি (Technology)LTPO Super Retina XDR OLED
ডিসপ্লে সাইজ (Screen Size)6.1 inches FHD
স্ক্রীন রেজল্যুশন (Resolution)1179 x 2556 pixels
রিফ্রেশ হার (Refresh Rate)Up to 120Hz
সুরক্ষা (Protection)Scratch-resistant ceramic glass, oleophobic coating

💾 Storage

মেমোরী (RAM+Storage)128GB 6GB RAM, 256GB 6GB RAM, 512GB 6GB RAM, 1TB 6GB RAM
টাইপ (Type)NVMe
সম্প্রসারণযোগ্য (Expandable)No
স্লট টাইপ (Slot Type)No

📷 Camera

প্রধান ক্যামেরা (Main Camera)48 MP (wide) + 12 MP (telephoto) + 12 MP (ultrawide)
বৈশিষ্ট্য (Features)dual pixel PDAF, 4k Cinematic mode, Dual-LED dual-tone flash, HDR, TOF 3D LiDAR scanner
ভিডিও (Video)4K@24/30/60fps, 1080p@30/60/120fps
সেলফি ক্যামেরা (Selfie Camera)12 MP (wide)
বৈশিষ্ট্য (Features)HDR, SL 3D
ভিডিও (Video)4K@24/25/30/60fps, 1080p@30/60/120fps

🎧 Sound

অডিও (Audio)AAC, MP3, Apple Lossless, FLAC, Dual speakers
লাউডস্পিকার (Loudspeaker)Yes
হেডফোন (Jack 3.5mm)No

📡 Network

ওয়্যারলেস (WLAN)Wi-Fi 802.11, dual-band, hotspot
ব্লুটুথ (Bluetooth)5.3, A2DP, LE
জিপিএস (GPS)Yes, with A-GPS, GLONASS, GALILEO, BDS, QZSS
এনএফসি (NFC)Yes
রেডিও (Radio)No

🔋 Battery

ব্যাটারি (Battery Type)Li-Ion, non-removable
ধারনক্ষমতা (Capacity)3200 mAh
চার্জার (Charging Mode)Fast charging, 50% in 30 min (advertised)
টাইপ (Type)USB Power Delivery 2.0, MagSafe wireless charging 15W, Qi magnetic fast wireless charging 7.5W

⚙️ More Features

সেনসর (Sensors)Face ID, accelerometer, gyro, proximity, compass, barometer, Ultra Wideband (UWB) support
নিরাপত্তা (Fingerprint Security)Ultrasonic On Screen

আপনারা যদি ফোনটি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেনঃ অ্যাপল গ্যাজেট বিডি

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
4 Comments