সার্চ ইঞ্জিন কি এবং গুগল সার্চ কিভাবে কাজ করে?

TechPoth
7 Min Read
Google Search

সার্চ ইঞ্জিন কি এবং গুগল সার্চ কিভাবে কাজ করে? এসকল প্রশ্নের সমাধান খুজতে আমাদের এই অনুচ্ছেদটি সম্পূর্ন পড়ুন। এখনকার সময়ে আপনি যদি কোন একটি সমস্যায় পড়েন তার সমাধানও আপনি নিজে থেকেই খুজে বের করতে পারবেন। ভাবছেন সেটা কিভাবে? হ্যা বন্ধুরা আমি সার্চ ইঞ্জিনের কথা বলছি।

পড়ুনঃ

সার্চ ইঞ্জিনগুলো আমাদের কোন জিজ্ঞাসা বা কোন সমস্যার সমাধান খুজে দিতে তারা তাদের নিজস্ব একটি অ্যালগরিদম সিস্টেম ব্যবহার করে। যার ফলে আমরা কোন বিষয়ে সার্চ করলেই তার যথাযথ উত্তর আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। এটা আগেরকার ’আলাদিনের প্রদিপ’ গল্পের মত শোনায় তাইনা বন্ধুরা, ঠিক তেমনটাই।

- Advertisement -

সার্চ ইঞ্জিন কি (Search Engine)

সার্চ ইঞ্জিনের কথা উঠলেই আমাদের সর্বপ্রথম যে নামটি মনে পড়ে সেটা হল গুগল সার্চ । এক কথায় বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন। এটি বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিনের বাজারের 92 শতাংশ একাই নিয়ন্ত্রণ করে। প্রতিদিন প্রায় ৪ বিলিয়নের বেশি অনুসন্ধান এই গুগল সার্চ এর মাধ্যমে করা হয়।

উপরন্তু, এটি বিশ্বব্যাপী সর্বাধিক দর্শক গ্রহণ করে। গুগল “PageRank” নামক একটি অগ্রাধিকার র‌্যাঙ্কিং সিস্টেম ব্যবহার করে গুগলের নিজস্ব অ্যালগরিদম সিস্টেমের মাধ্যমে। এবং এর মাধ্যমে গুগল সার্চ ফলাফলকে একটি পর্যায়ক্রমিক পজিশন নির্ধারণ করে।

Google ৬টি অক্ষর সম্বলিত ছোট্ট একটি নাম। কিন্তু এর পরিচিতি বা বিস্তার সারা বিশ্বব্যাপি বিশাল থেকে বিশালতর। তাইতো বলতে পারি, ইন্টারনেট ব্যবহার করে কিন্তু Google এর নাম শোনেনি এমন মানুষ পাওয়া যাবে না।

আমরা প্রতিদিন ইন্টারনেটে অনেক সময় ব্যয় করি, ইন্টারনেট ছাড়া বর্তমান সময়ে একটা দিন কল্পনা করা যায় না। কিন্তু আপনি জানেনকি আমাদের এই ইন্টারনেট ব্যবহার করাটা অনেক সহজ করে দিয়েছে এই Google। কারন আপনার কোন তথ্য ইন্টারনেটে খুজে পেতে বেশি কষ্ট করতে হয় না, শুধুমাত্র গুগলে গিয়ে নিজের টপিক লিখে একটা সার্চ দিলেই সাথে সাথে হাজির হয়ে যায় লাখ-লাখ তথ্যের সমাহার।

প্রতিদিনের এই ব্যস্তময় প্রযুক্তি বিশ্বে আমরা প্রতিদিন গুগল এর কোন পণ্য বা সেবার সাথে সম্পৃক্ত আছি। মনে করুন, কেউ অ্যানড্রইড ফোন ব্যবহার করে কেউবা গুগল এর মাধ্যমে কিছু অনুসন্ধান চালাচ্ছেন আবার কেউবা গুগল এর ক্লাউড এ কোন ফাইল বা ছবি সংরক্ষন করছে সবই গুগল এর পরিষেবা।

- Advertisement -

গুগল সার্ভিসসমূহ

এছাড়াও গুগল আরো বিভিন্ন রকম পরিষেবা প্রদান করে সারা বিশ্বব্যাপি এবং তাও আবার সম্পূর্ন বিনামূল্যে। নিচে কিছু প্রধান প্রধান পরিষেবার নাম উল্লেখ করা হলঃ

এছাড়াও গুগল এর আরো অনেক পরিষেবা রয়েছে, সেগুলো বলে শেষ করা যাবে না। আমরা পরবর্তিতে আরেকটা লেসনে এর বিস্থারিত বর্ননা করব।আমাদের আজকের আলোচনার বিষয়, Google Search কিভাবে কাজ করে বা গুগল এ আমরা যখন কিছু সার্চ করি তখন গুগল কোন তথ্যগুলো আমাদের সামনে হাজির করে এবং কিভাবে।

পড়ুনঃ

গুগল সার্চ কিভাবে কাজ করে?

Google Search সাধারনত তিনটি ধাপে কাজ করে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে এর ভিন্নতাও হতে পারে। তবে, এটাই Google এর মূল Algorithm, এই এ্যালগরিদম এর মাধ্যমে যে কেউ বা যেকোন কন্টেন্ট ভাইরাল হতে পারে রাতারাতি। বন্ধুরা চলো জেনে নেয়া যাক –

1. Crawling:

Google ইন্টারনেটে পাওয়া পৃষ্ঠাগুলি থেকে Text, Picture এবং Video ডাউনলোড করে Crawlers করে স্বয়ংক্রিয় এক প্রোগ্রামের সাহায্যে। যে প্রোগ্রামটি এই কাজটি করে তাকে বলা হয় Googlebot (রোবট বা বট)।

কোন সাইটগুলি ক্রল করতে হবে এবং প্রতিটি ওয়েবসাইট থেকে কতগুলি পৃষ্ঠা ”Crawl” করতে হবে তা নির্ধারণ করতে Googlebot একটি অ্যালগরিদমিক প্রক্রিয়া ব্যবহার করে।কিন্তু এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে গুগলকে নতুন ও পুরাতন ওয়েবসাইটগুলো খুজে বের করতে হয় এবং তাদের পরিচিত পৃষ্ঠাগুলির তালিকায় যুক্ত করতে হয়।

- Advertisement -

এই প্রক্রিয়াটিকে “URL আবিষ্কার” বলা হয়। কিছু পেজ পরিচিত কারণ গুগল ইতিমধ্যেই সেগুলি পরিদর্শন করেছে এবং নতুন পৃষ্ঠাগুলিও আবিষ্কৃত হয় যখন Google একটি পরিচিত পৃষ্ঠা থেকে একটি নতুন পৃষ্ঠায় লিঙ্ক এর মাধ্যমে প্রবেশ করে। Google তখনই সেই নতুন আবিষ্কৃত URL-টি Googlebot এর কাছে প্রেরন করে Crawl করার জন্য।

2. Indexing:

Index শব্দের অর্থ হল সূচিপত্র। Google ইন্টারনেটে পাওয়া তথ্যগুলো ”Crawl” করার পরের ধাপ Google Page Indexing। এই পেজ Indexing এর মাধ্যমে প্রতিটা লিংক বিশ্লেষন শেষে Google তার প্রধান এবং বড় ডাটাবেসে এটিকে সংরক্ষন করে।

আরো বিস্তারিত ভাবে বলতে গেলে, একটি পৃষ্ঠা Crawl করার পরে, Google বুঝার চেষ্টা করে যে পৃষ্ঠাটি আসলে কী বিষয়ের। এই পর্যায়টিকে Google Indexing বলা হয় এবং এতে পাঠ্য বিষয়বস্তু এবং মূল বিষয়বস্তু tags এবং attributes যেমন, </title> এবং Alt attributes, ছবি, ভিডিও এবং আরও অনেক কিছু পর্যালোচনা এবং বিশ্লেষণ করা হয়।

- Advertisement -

Indexing প্রক্রিয়া চলাকালীন, Google আরেকটা বিষয় খুব গুরুত্বের সাথে অনুসন্ধান করে যে একটি পৃষ্ঠা ইন্টারনেটের অন্য পৃষ্ঠার নকল নাকি আদর্শ। যদি গুগল এর অনুসন্ধান এ তথ্য নকল পাওয়া যায় তাহলে গুগল স্বয়ংক্রিয়ভাবে পেজটির রেটিং ডাউন করে দেয়ে এবং এই প্রক্রিয়াটিকে Google Panda Penalty বলা হয়।

3. Serving search results:

এখন আমরা আলোচনা করব সর্বশেষ ধাপ “Serving search results” নিয়ে, যখন একজন Google ব্যবহারকারী একটি প্রশ্ন লিখে সার্চ করে, তখন Google কিভাবে ব্যবহারকারীকে তার প্রাসঙ্গিক ফলাফল প্রদান করে।

গুগল যখন একটা তথ্য Indexing করে তখন তার সাথে প্রাসঙ্গিকতা শত শত বিষয় দ্বারা Index করে। আর যখন কোন ব্যবহারকারী কোন বিষয় অনুসন্ধান করে তখন তার সাথে প্রাসঙ্গিক কিছু বিষয় বিশ্লেষন করে ব্যবহারকারীকে সঠিক ফলাফল প্রদান করে, যেমন- তার অবস্থান, ভাষা এবং ডিভাইস (ডেস্কটপ বা ফোন) এর মতো তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।

For example, আমি যদি বাংলাদেশ থেকে Google এ “Restaurant or Food” লিখে অনুসন্ধান করি তাহলে আমার কাছে যে ফলাফল আসবে, ঠিক একই কথা যদি আমি আমেরিকায় বসে অনুসন্ধান করি তাহলে ভিন্ন ফলাফল দেখাবে। তার কারন আমাদের ভৌগলিক (Geographical) পরিবর্তন ।

- Advertisement -
Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
4 Comments

Leave a Reply