গুগল ইনডেক্সিং কি? একটি নতুন পোষ্ট ইনডেক্সিং করার শুরু থেকে শেষ?

গুগল ইনডেক্সিং কি? কিভাবে একটা নতুন পোষ্ট ইনডেক্সিং করব?

গুগল ইনডেক্সিং কি (Google indexing)

গুগল ইনডেক্সিং হল এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে গুগল বট বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পর্যালোচনার মাধ্যমে গুগলের প্রধান ডাটাবেসে ইনডেক্স বা সংরক্ষন করে থাকে। বিষয়টি আরেকটু সহজভাবে বলতে গেলে, গুগল তিনটি ধাপের মাধ্যমে সার্চ ইঞ্জিনের কাজ সম্পাদন করে থাকে এবং ইনডেক্সিং হল তার ২য় ধাপ।

একটা ওয়েবসাইটের নতুন পোষ্ট বা পেজ অনলাইনে পাবলিশ হওয়ার পর সেই তথ্যটি গুগলে সার্চ করে খুজে পেতে আপনাকে প্রথমে ইনডেক্সিং করতে হবে। ইনডেক্সিং করার জন্য দুটি মাধ্যম রয়েছে এক- গুগল সার্চ কনসোল ব্যবহার করে সাইটের লিংকটি গুগলের কাছে সাবমিট করা, দুই- গুগল রোবট সাইটের লিংকটা নিজে থেকেই অটোমেটিক ইনডেক্স করবে তবে এই প্রসেসটা সম্পন্ন হতে অনেক সময় লেগে যায়।

পরবর্তিতে আপনার সাইটের লিংকটা যখন সফলভাবে গুগলে ইনডেক্স হয়ে যাবে। তখন আপনি গুগল সার্চ কনসোল এ লিংকটা সার্চ করলেই দেখতে পাবেন যে ইনডেক্স সফল হয়েছে।

পড়ুনঃ

এছাড়াও লিংকটা চেক করার আরেকটি পদ্ধতি আছে তা হল গুগল সার্চে গিয়ে টাইপ করুন- ‘site:’ সাথে আপনার সাইটের লিংকটি। উদাহরনঃ “site:https://techpoth.com/how-to-install-lenovo-vantage/”

তাহলে বন্ধুরা আশাকরি তোমাদের গুগল ইনডেক্সিং সম্পর্কে ধারনাটা কিছুটা হলেও বেড়েছে। এই গুগল ইনডেক্সিং হয়ে যাওয়ার পরে গুগল অ্যালগরিদম আপনার পোষ্টটি এনালাইসিস করবে এবং সার্চ পজিশন প্রদান করবে। এই সার্চ পজিশন টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, এসইও এর উপর নির্ভর করে তৈরি হয়।

এখানে একটা কথা বলে রাখি, আপনার পোষ্টটি যদি গুগলের সার্চে প্রথম সারির দিকে থাকতে পারে তাহলে ভিজিটর নিয়ে আর চিন্তা করা লাগবে না, অটোমেটিক সবসময় অর্গানিক ভিজিটর আসবে। এবং কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার সাইটটি জনপ্রিয় হয়ে উঠেছে।

এজন্যই বেশি বেশি নতুন বিষয়ের উপর পোষ্ট করুন। এবং প্রতিটা পোষ্টে ভাল করে এসইও এনালাইসিস করুন। এসইও পারে একটা সাইটকে দ্রুত উপরে তুলতে।

এখন চলো বন্ধুরা, আমরা দেখে নেয় যে কিভাবে একটা নতুন পোষ্ট ইনডেক্সিং করতে হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের সাথেই থাকুন।

কিভাবে গুগল সার্চ কনসোলে একাউন্ট খুলতে হয়

গুগলে ইনডেক্সিং এর প্রসেস শুরু করা পূর্বেই আমরা দেখে নিব, যে কিভাবে গুগল সার্চ কনসোলে একটা একাউন্ট খুলতে হয়। এবং কিভাবে একটা ওয়েবসাইট যোগ করতে হয়। নিচে প্রতিটা স্টেপ আমরা ধাপে ধাপে চিত্র সহকারে বর্ননা করছিঃ

১। প্রথমেই আমাদের গুগল সার্চ কনসোলে (https://search.google.com/search-console) ভিজিট করতে হবে। আপনার যদি একটা জি-মেইল একাউন্ট থেকে থাকে তাহলে এই একাউন্ট দিয়েই লগিন করতে পারবেন। তারপর প্রথমেই আপনাকে একটা ওয়েবসাইট যোগ করতে হবে।

গুগল সার্চ কনসোল

২. নিচের চিত্রটিতে দেখানো হল, যে কিভাবে একটা ওয়েবসাইট সার্চ কনসোলে অ্যাড করতে হয়। এখানে দুইভাবে আপনার ডোমেইনটা অ্যাড করতে পারবেন। প্রথম বা বামপাশের অংশটি যাদের ডোমেইনটা DNS সার্ভার এ অ্যাড করা তাদের জন্য এবং অন্যটি বা দ্বিতীয়টি বাকি সবার জন্য যারা সিপ্যানেল এ হোস্ট করে থাকে। টাইপ করুন আপনার ডোমেইন নামটি-

নতুন ডোমেইন অ্যাড করা

৩. ডোমেইন নামটি টাইপ করে ‘Continue’ বাটনে ক্লিক করার সাথে সাথেই চলে আসবে আপনার সাইট ভেরিফিকেশন করার কিছু প্রসেস। এখানে আপনি দুটি প্রসেসে আপনার সাইট ভেরিফিকেশন শেষ করতে পারবেন। প্রথমত– আপনি একটা HTML ফাইল ডাউনলোড করে আপনার সাইটের রুটে আপলোড করে ভেরিফাই করতে পারবেন। নিচের ছবিটা অনুসরন করুন-

ডোমেইন ভেরিফিকেশন

অথবা

৪. দ্বিতীয়ত– আপনি আপনার ডেভেলপমেন্ট সাইটের হেডিং অপশনে <HEAD> ট্যাগ এর ভিতরে মেটা কোডটি কপি করে তারপর ভেরিফাই করতে পারেন।

মেটা ট্যাগ ভেরিফিকেশন

৫. সাইট ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনি দেখতে পাবেন একটি কন্ট্রোল প্যানেল। যেখানে আপনি আপনার সাইটের সাইটম্যাপ ও লিংক সাবমিট করতে পারবেন। এছাড়াও এই কন্ট্রোল প্যানেল ব্যবহার করে আপনি আপনার সাইটের পারফরমেন্স মনিটরিং ও সাইট চেক-আপ করতে পারবেন।

ওয়েবসাইট পারফরমেন্স রিপোর্ট

কিভাবে একটি নতুন পোষ্ট ইনডেক্সিং করব শুরু থেকে শেষ

উপরে আমরা দেখলাম যে কিভাবে একটা গুগল সার্চ কনসোল একাউন্ট ওপেন করতে হয়। এখন আমরা আলোচনা করব, কিভাবে একটা নতুন পোষ্ট গুগল কনসোলের মাধ্যমে ইনডেক্স করতে হয়।

গুগল ইনডেক্স অতি জরুরি একটা বিষয় যারা সাধারনত বিভিন্ন ব্লগ বা বিজনেস করে থাকে। কারন আপনার সাইটের তথ্য যদি গুগল এ ইনডেক্স না হয় তাহলে কিন্তু সার্চ রিজাল্টে কোথাও দেখাবে না। এজন্য গুগল ইনডেক্সিং এর গুরুত্ব অনেক বেশি। তাহলে চলুন দেখেনি কিভাবে ইনডেক্স সাবমিট করতে হয়-

১। প্রথমত, আপনার সাইটের জন্য একটা নতুন আর্টিকেল লিখতে হবে। আর্টিকেলটি অবশ্যই এসইও অপটিমাইজ করতে হবে এবং সাথে কিছু হাইলাইট কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যা আপনার আর্টিকেলের মধ্যে বিদ্যমান থাকবে যেমন- টাইটেলে, ডেসক্রিপশনে, হেডিং ট্যাগে ও লিংকের সাথে ইত্যাদি।

এখন আমাদের ইনডেক্সিং এর প্রসেস শুরু হবে। আমরা আর্টিকেলটি আরেকবার চেক করে তারপর পাবলিশ করব। পোষ্টটি অনলাইনে প্রকাশ হওয়ার পর আপনি পোষ্টের লিংকটা কপি করে নিয়ে গুগল সার্চ কনসোলে আসুন। এবং বামপাশের মেনু থেকে ‘URL Inspection’ এ ক্লিক করে তারপর আপনার লিংকটি উপরের সার্চ বক্সে পেষ্ট করুন এবং কিবোর্ড থেকে ‘Enter’ প্রেস করুন।

এখন আপনি নিচের ছবির মত একটি স্ক্রিন দেখতে পাবেন। এখানে একটা ম্যাসেজ প্রদর্শন করছে যে – ‘URL is not on Google’। তারমানে, আমরা যে লিংকটি সাবমিট করেছি সেটা গুগলের কাছে নেই। এটাই স্বাভাবিক কারন আমরা এখনও লিংকটি গুগলের কাছে সাবমিট করিনি। এখন আমরা লিংকটি গুগল ইনডেক্সিং করার জন্য ’Request Indexing’ বাটনে ক্লিক করবো।

সাবমিট করার পরে আমাদের কাজ শেষ। প্রসেসটা সম্পন্ন হতে কিছুটা সময় নিবে, অপেক্ষা করুন।

ইনডেক্সিং করার জন্য আপনার সাইটের লিংকটি অবশ্যই অনলাইনে থাকতে হবে। এবং কোন আনস্ট্রাকচার ডাটা বা কপি-পেষ্ট ডাটা গুগল ইনডেক্সিং করে না। তাই ইনডেক্সিং করার পূর্বে অবশ্যই আপনার পোষ্টটি চেক করে নিন যে কোন ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা

এরপর, ইনডেক্স রিকোয়েস্ট সম্পন্ন হলে নিচের এই ম্যাসেজটা প্রদর্শিত হবে। এখন লিংকটা গুগলের কাছে ইনডেক্সিং করার জন্য রিকোয়েস্ট পাঠানোর প্রসেস শেষ।

এরপর, গুগল এই পোষ্টটি সম্পূর্ন চেক করবে যে পোষ্টটি গুগলের সকল নিতিমালা মেনে তৈরি হয়েছে কিনা। এবং সকল চেকিং সম্পন্ন হলে গুগল পোষ্টটিকে ইনডেক্স করবে। তবে এই চেকিং প্রসেসটা শেষ হওয়ার কোন সঠিক টাইম নেই, তবে আপনার কন্টেন্টটি যদি নতুন বিষয়ের উপর লেখা হয় তাহলে ৩০ মিনিট/১ ঘন্টায় পোস্টটি ইনডেক্স হয়ে যাবে। অন্যথায় ২৪ ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে |

যখন আপনার আর্টিকেল বা পোষ্টটি গুগলে ইনডেক্স হয়ে যাবে তখন আপনার লিংকটি লিখে গুগল কনসোলে সার্চ করলে নিচের ছবির মত দেখাবে। এবং পরবর্তিতে এই পেজে কোন আপডেট করলে গুগল নিজে থেকেই সেই আপডেটটি করে নিবে।

নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার পোষ্টটি যে মোবাইল ফ্রেন্ডলি সেটাও চেক করে নিশ্চিত করা হয়েছে।

আর যদি আপনার পোষ্টটি সফলভাবে ইনডেক্স না হয় তাহলে বুঝতে হবে যে পোষ্টটিতে কোন সমস্যা আছে। সমস্যার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নিচের চিত্রটি দেখুন-

উপরের এই লিস্টের মধ্যে শুধুমাত্র যে স্টাটাসগুলো ‘Valid’ দেওয়া আছে সেই লিংকগুলো গুগলে সফলভাবে ইনডেক্স হয়েছে। আর বাকিগুলো যে সমস্যার জন্য ইনডেক্স করা হয়নি সেই সমস্যাটা সমাধান করে আবার ইনডেক্স রিকোয়েস্ট পাঠাতে হবে।

তাহলে বন্ধুরা আশাকরি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা নতুন পোষ্ট গুগলে ইনডেক্স করতে হয়।

পরিশেষে কিছু কথাঃ
পরিশেষে বলতে চাই, আপনি যদি দ্রুত আপনার সাইটের উন্নতি চান তাহলে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন পোষ্ট করতে হবে। এবং এসইও শিখতে হবে ওয়েবসাইটের জন্য এসইও ছাড়া একটা সাইটকে দ্রুত উপরে তোলা যায় না।

আপনার গুগল ইনডেক্সিং নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে তা আমাদের নিকট হতে সমাধান করে নিতে পারেন। আমাদের আছে দক্ষ এস ই ও এক্সপার্ট যাদের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর গুগল ইনডেক্সিং করে নিতে পারেন। আমাদের সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করুন

Related Posts

TechPoth

টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।