গুগল ইনডেক্সিং-এর রহস্য উন্মোচন: নতুন পোস্ট ইনডেক্স করার শুরু থেকে শেষ!

Md. Abdur Rahman
10 Min Read

ইন্টারনেটের বিশাল জগতে, যেখানে কোটি কোটি ওয়েবসাইট দৃষ্টি আকর্ষণের প্রতিযোগিতায় লিপ্ত, সেখানে একজন ডিজিটাল লাইব্রেরিয়ান রয়েছে। যে সমগ্র সাইবার জগতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল সংখ্যক ওয়েব পেজকে তালিকাভুক্ত এবং সাজিয়ে রাখেন।

এই ডিজিটাল লাইব্রেরিয়ান আর কেউ নন, স্বয়ং Google Index – একটি জটিল এবং গতিশীল তথ্যভাণ্ডার, যা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের সকল কার্যপ্রণালীর ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।

চলুন জেনে নেওয়া যাক এই Google Index আসলে কী এবং অনলাইনে আপনার উপস্থিতি সুদৃঢ় করার জন্য এর গুরুত্ব কেন অপরিসীম।

- Advertisement -

গুগল ইনডেক্সিং কি (What is Google indexing)?

গুগল ইনডেক্স (Google Index) কে একটি বিশাল লাইব্রেরি ক্যাটালগ হিসেবে কল্পনা করুন। তবে এখানে বইয়ের পরিবর্তে রয়েছে বিশ্বব্যাপী ট্রিলিয়ন ট্রিলিয়ন ওয়েব পেজের তথ্য। এবং প্রতিটি তথ্য খুব শৃঙ্খলাভাবে সাজানো রয়েছে।

তাইতো, আমরা যখন গুগল সার্চে গিয়ে কোন কিছু লিখে সার্চ করি সাথে সাথে প্রাসঙ্গিক তথ্য আমাদের সামনে হাজির হয়ে যায়। এটাই মূলত গুগল ইনডেক্সিং এর প্রধান অ্যালগরিদম। গুগল তিনটি ধাপের মাধ্যমে সার্চ ইঞ্জিনের কাজ সম্পাদন করে থাকে এবং ইনডেক্সিং হল তার ২য় ধাপ।

পড়ুনঃ

গুগল ইনডেক্সিং কেন গুরুত্বপূর্ণ?

Google Index এর গুরুত্বকে যতই বলা হোক, বলে শেষ করা যাবে না। আমরা বর্তমান এমন একটি যুগে বসবাস করছি যেখানে তথ্যের রাজত্ব চলছে, এবং সঠিক এবং প্রাসঙ্গিক তথ্যের মাধ্যমে দ্রুত ও দক্ষতার সাথে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে একজন আরেকজনের কাছে পৌছে যাচ্ছে, যা অনেকটা চ্যালেঞ্চ হয়ে দাড়িয়েছে।

একটু ভেবে দেখুন: সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, Google-এ প্রতিদিন ৩.৫ বিলিয়নেরও বেশি সার্চ করা হয়। তার মানে, প্রতি সেকেন্ডে গড়ে ৪০,০০০ এর মতো সার্চ Google সম্পন্ন করে!

- Advertisement -

ব্যবহারকারীদের সময়োপযোগী এবং প্রাসঙ্গিক সার্চের ফলাফল নিশ্চিত করতে Google চোখ বুজে নির্ভর করে তাদের এই Index অ্যালগরিদমের উপর। মজার ব্যাপার হলো, নতুন প্রযুক্তির সাথে সাথে Google Index নিজেকেও প্রতিনিয়ত আপডেট করে চলেছে।

গুগল ইনডেক্সিং এর কাজের প্রক্রিয়া?

Google Index-এর অভ্যন্তরীণ কার্যক্রম অনেকগুলো জটিল ধাপ নিয়ে জড়িত। কিন্তু সহজ ভাষায় বলতে গেলে, গুগলের এই ইনডেক্স প্রক্রিয়াটি মূলত তিনটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়: ১. ক্রলিং (crawling), ২. ইনডেক্সিং (indexing), এবং ৩. র‌্যাঙ্কিং (ranking)

গুগল ইনডেক্সিং কিভাবে কাজ করে
গুগল ইনডেক্সিং কিভাবে কাজ করে?
  • ক্রলিং (crawling): Google তার নিজস্ব এক ধরণের প্রোগ্রাম “Googlebot” ব্যবহার করে সমগ্র ইন্টারনেট জুড়ে খোঁজ চালায় এবং বিলিয়ন বিলিয়ন ওয়েব পেজ পর্যবেক্ষণ করে। এই Googlebot একের পর এক লিংক ধরে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ভ্রমণ করে যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে, Googlebot যে ওয়েবসাইটগুলোর সম্মুখীন হয় সেগুলোর বিষয়বস্তু, গঠন এবং মেটাডেটা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে।
  • ইনডেক্সিং (indexing): একটি ওয়েব পেজ ক্রল হয়ে গেলে, Googlebot সেই পেজের বিষয়বস্তু বিশ্লেষণ করে Google Index-এ যুক্ত করে। এই index একটি বিশাল ডিজিটাল লাইব্রেরীর মতো, যেখানে আরও লক্ষ লক্ষ পেজ সাজানো রয়েছে। এর ফলে ব্যবহারকারী যখন সার্চ ইঞ্জিনে প্রশ্ন লিখে খোঁজেন, তখন Google নিমিষেই সঠিক ফলাফলগুলো যুক্ত করে দেখাতে সক্ষম হয়।
  • র‍্যাঙ্কিং (ranking): অবশেষে, যখন কেউ সার্চ ইঞ্জিনে কিছু লিখে খোঁজ করেন, তখন Google-এর বিশেষ অ্যালগরিদম ইনডেক্স করা পেজগুলোর মধ্যে খুঁজে বের করে কোনটি ব্যবহারকারীর সার্চের সাথে প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য। কিছু নির্দিষ্ট বিষয় মাথায় রেখে এই প্রাসঙ্গিকতা যাচাই করা হয় যেমন – কিওয়ার্ড, ব্যাকলিংক বা এসইও অপটিমাইজ, বা কতোজন ব্যবহারকারী ওই সাইটে সময় দিচ্ছেন ইত্যাদি। সবচেয়ে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ পেজগুলো তখন তালিকা আকারে সার্চের ফলাফল হিসেবে ব্যবহারকারীর সামনে দেখানো হয়।

গুগল সার্চ কনসোলে কিভাবে একাউন্ট তৈরি করবেন?

গুগল ইনডেক্সিং এর প্রসেস শুরু করা পূর্বেই আমরা দেখে নিব, যে কিভাবে গুগল সার্চ কনসোলে একটি একাউন্ট তৈরি করে একটি সাইট ভেরিফাই করতে হয়। নিচে প্রতিটা স্টেপ আমরা ধাপে ধাপে চিত্র সহকারে বর্ননা করছিঃ

১। প্রথমেই আমাদের গুগল সার্চ কনসোলে (https://search.google.com/search-console) ভিজিট করতে হবে। আপনার যদি একটা জি-মেইল একাউন্ট থেকে থাকে তাহলে সেই একাউন্ট দিয়েই আপনি গুগল সার্চ কনসোলে একাউন্ট তৈরি করতে পারবেন। সাইন আপ বা গুগল সাইন ইন করে আপনি একটা ওয়েবসাইট যোগ করতে হবে।

গুগল কনসোল ১
গুগল সার্চ কনসোল একাউন্ট তৈরি

২. নিচের চিত্রটি অনুসরন করে আপনি আপনার সাইটের নামটি প্রবেশ করান। এবং বামপাশের অংশটি যাদের ডোমেইনটা DNS সার্ভার এ অ্যাড করা তাদের জন্য এবং দ্বিতীয়টি বাকি সবার জন্য যারা সিপ্যানেল বা অন্যান্য ক্লাউড হোস্টিং ব্যবহার করে থাকে। টাইপ করুন আপনার ডোমেইন নামটি ও কন্টিনিউ করুন।

গুগল কনসোল ২
নতুন ডোমেইন অ্যাড করা

৩.Continue‘ বাটনে ক্লিক করার সাথে সাথেই চলে আসবে আপনার সাইট ভেরিফিকেশন করার কিছু প্রসেস। এখানে আপনি দুটি প্রসেসে আপনার সাইট ভেরিফিকেশন শেষ করতে পারবেন। প্রথমত– আপনি একটা HTML ফাইল ডাউনলোড করে আপনার সাইটের রুটে আপলোড করে ভেরিফাই করতে পারবেন। নিচের ছবিটা অনুসরন করে। অন্যথায়,

- Advertisement -
গুগল-কনসোল3
ডোমেইন ভেরিফিকেশন

অথবা

৪. দ্বিতীয়ত– আপনি আপনার সাইটের হেডিং অপশনে <HEAD> ট্যাগ এর ভিতরে মেটা কোডটি কপি করে তারপর ভেরিফাই করতে পারেন।

গুগল কনসোল 4
মেটা ট্যাগ ভেরিফিকেশন

৫. সাইট ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনি দেখতে পাবেন একটি কন্ট্রোল প্যানেল। যেখানে আপনি আপনার সাইটের সাইটম্যাপ ও লিংক সাবমিট করতে পারবেন। এছাড়াও এই কন্ট্রোল প্যানেল ব্যবহার করে আপনি আপনার সাইটের পারফরমেন্স মনিটরিং ও সাইট চেক-আপ করতে পারবেন।

- Advertisement -
গুগল কনসোল ৬
ওয়েবসাইট পারফরমেন্স রিপোর্ট

নতুন একটি পোষ্ট ইনডেক্সিং করার প্রক্রিয়া (শুরু থেকে শেষ)

উপরে আমরা দেখলাম যে কিভাবে একটা গুগল সার্চ কনসোল একাউন্ট ওপেন করতে হয়। এখন আমরা আলোচনা করব, কিভাবে একটা নতুন পোষ্ট গুগল কনসোলের মাধ্যমে ইনডেক্স করতে হয়।

গুগল ইনডেক্স অতি জরুরি একটা বিষয় যারা সাধারনত বিভিন্ন ব্লগ বা বিজনেস করে থাকে। কারন আপনার সাইটের তথ্য যদি গুগল এ ইনডেক্স না হয় তাহলে কিন্তু সার্চ রিজাল্টে কোথাও দেখাবে না। এজন্য গুগল ইনডেক্সিং এর গুরুত্ব অনেক বেশি। তাহলে চলুন ধাপে ধাপে দেখে নেই কিভাবে ইনডেক্স সাবমিট করতে হয়।

ধাপ ০১। প্রথমত, আপনার সাইটের জন্য একটা নতুন আর্টিকেল লিখতে হবে। আর্টিকেলটি অবশ্যই এসইও অপটিমাইজ করতে হবে এবং সাথে কিছু হাইলাইট কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যা আপনার আর্টিকেলের মধ্যে বিদ্যমান থাকবে যেমন- টাইটেলে, ডেসক্রিপশনে, হেডিং ট্যাগে ও লিংকের সাথে ইত্যাদি।

এখন আমাদের ইনডেক্সিং এর প্রসেস শুরু হবে। আমরা আর্টিকেলটি আরেকবার চেক করে তারপর পাবলিশ করব। পোষ্টটি অনলাইনে প্রকাশ হওয়ার পর আপনি পোষ্টের লিংকটা কপি করে নিয়ে গুগল সার্চ কনসোলে আসুন। এবং বামপাশের মেনু থেকে ‘URL Inspection‘ এ ক্লিক করে তারপর আপনার লিংকটি উপরের সার্চ বক্সে পেষ্ট করুন এবং কিবোর্ড থেকে ‘Enter‘ প্রেস করুন।

গুগল কনসোল 7

ধাপ ০২। এখন আপনি নিচের ছবির মত একটি স্ক্রিন দেখতে পাবেন। এখানে একটা ম্যাসেজ প্রদর্শন করছে যে – ‘URL is not on Google’। তারমানে, আমরা যে লিংকটি সাবমিট করেছি সেটা গুগলের কাছে নেই। এটাই স্বাভাবিক কারন আমরা এখনও লিংকটি গুগলের কাছে সাবমিট করিনি। এখন আমরা লিংকটি গুগল ইনডেক্সিং করার জন্য ’Request Indexing’ বাটনে ক্লিক করবো।

- Advertisement -
গুগল কনসোল 8

সাবমিট করার পরে আমাদের কাজ শেষ। প্রসেসটা সম্পন্ন হতে কিছুটা সময় নিবে, অপেক্ষা করুন। প্রথমদিকে, একটি পোষ্ট ইনডেক্স হতে প্রায় সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় নেয়। তবে, সাইট রানিং হতে থাকলে এই সময় কমে আসে।

গুগল কনসোল 9

কিছু সহজ নীতিমালা একটি পোষ্ট ইনডেক্সিং হওয়ার জন্যঃ

  • পোষ্টটি অনলাইনে লাইভ হতে হবে, কোন প্রাইভেট পোষ্ট হলে চলবে না
  • পোষ্টটির কন্টেন্ট ইউনিক হতে হবে, কোন কপি-পেষ্ট করা কন্টেন্ট হলে হবে না
  • সাইটের স্ট্রাকচার সঠিক হতে হবে
  • সাইটটি অবশ্যই গুগলের নীতিমালার উপর তৈরি হতে হবে

আপনার পোষ্টটি যদি উপরের নীতিমালাগুলো মেনে করা হয়। তাহলে চিন্তা করার কিছু নেই সহজেই পোষ্টটি গুগলে ইনডেক্স হয়ে যাবে।

গুগলে ইনডেক্সিং পেজ চেক করার নিয়ম

আপনার ওয়েবসাইটের পেজ গুগলে ইনডেক্স হয়েছে কিনা তা নিজে থেকে চেক করা যায়। এর জন্য আপনাকে গুগল সার্চে গিয়ে টাইপ করতে হবে – ‘site:’ সাথে আপনার সাইটের লিংকটি। উদাহরনস্বরূপ: “site:https://techpoth.com/how-to-install-lenovo-vantage/” – এই লিখাটা লেখে এন্টার প্রেস করলেই নিচে চলে আসবে যদি কিনা আপনার পোষ্টটি গুগলে ইনডেক্স হয়ে যায় অন্যথায় কিছু দেখাবে না।

Google Indexing Successful
Google Indexing Successful

এবং আপনি চাইলে একই চেকটি গুগল কনসোলেও করতে পারবেন তবে এর জন্য আপনাকে শুধুমাত্র আপনার সাইটের পোস্টের লিংকটি দিতে হবে।

গুগল কনসোল গুগল ইনডেক্সিং ১

পরিশেষে কিছু কথাঃ
পরিশেষে বলতে চাই, আপনি যদি দ্রুত আপনার সাইটের উন্নতি চান তাহলে আপনাকে প্রতিনিয়ত নিয়ম মেনে পোষ্ট করতে হবে এবং এসইও করে যেতে হবে, কারন এসইও ছাড়া আপনি বর্তমানে প্রতিদ্বন্দিতা করে পারবেন না।

- Advertisement -

আশা করি, গুগল ইনডেক্সিং নিয়ে সকল কৌতুহল দূর হয়েছে। তবে, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ!

Share This Article
Md. Abdur Rahman
By Md. Abdur Rahman Founder & Editor
Follow:
আমি একজন প্রযুক্তি প্রেমী। সবসময় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। এই সেক্টরে আমার অভিজ্ঞতা প্রায় ১০+ বছর। টেকপথ আমার একটি স্বপ্ন যাত্রার নাম। প্লাটফর্মটি প্রতিষ্ঠার মূল উদ্দ্যেশ্য সহজ ভাষায় প্রযুক্তি সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। এজন্য সকলের শুভকামনা আশা করি। ধন্যবাদ! নিজে পড়ুুন ও অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন।
6 Comments