এনিডেস্ক Unattended অ্যাক্সেস সেটাপ 2022 [AnyDesk Unattended Access]

এনিডেস্ক Unattended

এনিডেস্ক Unattended হল AnyDesk সফটওয়্যার এর একটি খুব প্রয়োজনীয় একটা সেটিংস। এটা বিদ্যমান সময়ের সবথেকে খুব জনপ্রিয় Remote Desktop অ্যাপ্লিকেশন। আজকে আমাদের আলোচনার বিষয় হল AnyDesk-এ কীভাবে এনিডেস্ক Unattended রিমোট এ্যাক্সেস সেটাপ করা যায়।

এনিডেস্ক Unattended অ্যাক্সেস, এর মাধ্যমে ব্যবহারকারীরা Remote ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করে কোন ব্যক্তির উপস্থিতি ছাড়াই একটি কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোনে অনেক দূর থেকেও অ্যাক্সেস নিয়ে কোন কাজ করে দিতে পারে ভিডিও স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে।

AnyDesk কি?

এনিডেস্ক রিমোট ডেস্কটপ খুব সুরক্ষিত এবং খুবই lightweight একটি অ্যাপ্লিকেশন। বর্তমান বিশ্বে এটার চাহিদা এবং ব্যবহার দিনদিন অনেক বেড়েই চলেছে। কারন এটি ফ্রি ভার্শনে আনলিমিটেড টাইম রিমোট সংযোগ স্থাপন করা যায়।

এনিডেস্ক Unattended অ্যাক্সেস সেটাপ এর পূর্বে কিছু সতর্কতা

এনিডেস্ক Unattended Access খুবই উপকারি এবং গুরুত্বপূর্ন একটি সেটিংস, কারন আপনি যদি আপনার যেকোনো ডিভাইসে এই সেটিংসটা অন করে রাখেন তাহলে আপনার উপস্থিতি ছাড়াই এটা ব্যবহার করা যাবে যদি মেশিনটা পাওয়ার অন ও ইন্টারনেট সংযোগ থাকে। নিচে কিছু সতর্কতা বর্ননা করা হলঃ

১। একটি ৮ ডিজিট এর স্পেশাল পাসওয়ার্ড ব্যবহার করুন, কোন ডিকশনারি শব্দ বা নাম ব্যবহার থেকে বিরত থাকুন।

২। পারলে কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন

৩। পাসওয়ার্ডটা খুবই যত্নসহকারে সংরক্ষন করুন

৪। Access Control List এর মাধ্যমে আপনার ইউজার নির্ধারণ করুন, তাহলে অন্যকেউ চাইলেই এটাকে ব্যবহার করতে পারবে না।

৫। সবসময়, Unattended Access রিমোট কম্পিউটারটিকে ফলো-আপ এ রাখুন

এনিডেস্ক Unattended রিমোট সেটআপ

আসাকরি আমাদের উপরের আলোচনা থেকে Unattended Remote Access সম্পর্কে কিছুটা হলেও ধারনা এসেছে। এখন চলুন আমরা দেখে নেই যে, কিভাবে Unattended সেটাপ করতে হয়ঃ

১। প্রথমেই, AnyDesk ‍অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, যদি আপনার কম্পিউটারে এটা সেটাপ করা না থাকে। [ নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে ]

২। ডাউনলোড হয়ে গেলে, এখন AnyDesk ‍অ্যাপ্লিকেশনটা Install করতে হবে।

৩। Install প্রসেস সম্পন্ন হওয়ার পর আমাদের Unattended সেটাপ প্রসেস শুরু হবে।

৪। প্রথমেই, AnyDesk অ্যাপ্লিকেশনটা ‍ওপেন করে উপরে ডান-সাইডে Settings অপশন এ ক্লিক করতে হবে;

৫। তারপর, এখান থেকে Security টেব এ ক্লিক করতে হবে;

৬। ক্লিক করার পর, Permissions নামে একটা ডিভিশন দেখতে পাওয়া যাবে, তার নিচেই Set Password নামে একটা অপশন আছে। এটাই মূলত Unattended Access এর সেটিংস পাসওয়ার্ড। এটাতে ক্লিক করতে হবে এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে।

৭। যদি, আপনার কম্পিউটারে Set Password অপশনটা ক্লিক করা না যায়, যদি Disable থাকে। তাহলে, উপর থেকে Unlock Security Settings অপশন এ ক্লিক করতে হবে। তারপর পাসওয়ার্ড টাইপ করতে হবে। তবে মনে রাখা ভাল যে, এই সেটিংসটা সবার কম্পিউটারে দেখায় না। এটা উইন্ডোজ সিকিউরিটি ‍সেটিংস এর জন্য হতে পারে।

৮। পাসওয়ার্ড সেটাপ করার সময় আমাদের উপরের সতর্কতাগুলো অবশ্যই মনে রাখবেন এবং ৮ ডিজিটের পাসওয়ার্ড সেট করবেন।

৯। পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে, এখন আপনি একবার AnyDesk Unattended Access চেক করে দেখতে পারেন। এর জন্য আপনাকে রিমোট কম্পিউটারের এনিডেস্ক আইডি ও আমাদের সেট করা Unattended পাসওয়ার্ডটি দরকার হবে। এর মাধ্যমেই খুব সহজে কোন মানুষের উপস্থিতি ছাড়াই ।।।

নিচে আপনাদের সুবিধার্থে AnyDesk Download করার লিংক দেওয়া হলঃ

Download Windows AnyDesk: https://anydesk.com/en/downloads/windows

Download Mac OS AnyDesk: https://anydesk.com/en/downloads/mac-os

YouTube Video: How to Make AnyDesk Unattended Access

Related Posts

TechPoth

টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।

This Post Has 2 Comments

Leave a Reply