বাজারে চলে এলো আইফোন ১৪ । অনেক জ্বলপোনা কল্পনা শেষ করে বাজারে এলো আইফোনের নতুন আরেকটি মডেল । বাজারে ২টি ভেরিয়েশনের প্রি-অর্ডার বুকিং চলছে আইফোন সাইটে। আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স। আইফোন ১৪ প্রো এর দামের ক্ষেত্রেও কিছু ভেরিয়েশন আছে যেমন- ১২৮ জিবি আইফোন ১৪ প্রো $৯৯৯ ডলার থেকে শুরু। মেমোরি বাড়ার সাথে সাথে মডেলটির দামও বাড়বে।
বাজার সেরা! আইফোন ১৪ প্রো ম্যাক্স
আইফোন ১৪ প্রো ম্যাক্স 512GB স্টোরেজ এর সাথে 6GB RAM সহ বাজারে চলে এলো। মোবাইল ফোনটির ডিজাইন শৈলী এবং কার্যকারিতার একটি দুর্দান্ত উদাহরন বলা যাবে। ফোনটি বাংলাদেশেও একসাথে রিলিজ হয়েছে। আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম ধরা হয়েছে ১২৯৯ ডলার যা বাংলাদেশি টাকায় কিনতে আপনার আনুমানিক ৳১,৪২,৯৯০ টাকার মত খরচ করতে হবে। এই স্লিম, স্টাইলিশ এবং হালকা ওজনের ফোনটি চারটি রঙে পাওয়া যাবে।
আইফোন আসলেই সবসময় সেরা ডিভাইসটি মার্কেটে ছাড়ে। তবে হতাশার কারন হল দিন দিন আইফোন এর প্রাইস যে গতিতে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আইফোন প্রেমিদের জন্য হতাশা কাজ করছে যে আর কতদিন আয়ত্রে থাকবে।
তবে আমি মনে করি অ্যাপল কোম্পানির এখন প্রাইসটা স্থিতিশীল রাখা বা প্রাইসটা কমিয়ে ডিভাইস সেলের প্রক্রিয়ায আশা উচিত। সাধারনত আইফোন এখন একটা বিলাসিতার নাম। কারন এই ফোনের যে দাম সেই টাকা দিয়ে ২/৩ টা ল্যাপটপ কেনা যাবে। তবে এটা সত্যি যে প্রাইস হিসেবে অ্যাপল সবসময় তাদের ডিভাইসের মধ্যে সেরা টেকনলিজ ব্যবহার করে থাকে।
বন্ধুরা আমাদের সাথেই থাকুন। ফোনটি বাজারে আশা মাত্রই আমরা আপনাদের ফোনটির বিস্তারিত আরো প্রকাশ করব। কারন আইফোন কোম্পানি তাদের ডিভাইস বাজারে আসার পূর্বে সিকিউরিটির কারনে কোন প্রকার কনফিগারেশন প্রকাশ করে না।
আইফোন 14 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ 💰৳১,৪২,৯৯০ – 6GB/512GB
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
This Post Has 3 Comments