
জুম মিটিং বা জুম অ্যাপ বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় একটি ভিডিও টেলিকনফারেন্সিং অ্যাপ্লিকেশন। যা প্রায় প্রতিটা প্লাটফর্মে ব্যবহার করা যাবে, যেমন- Windows, macOS, Linux, Android, iOS, Chrome OS ইত্যাদি।
জুম তাদের যাত্রা শুরু করে ২০১১ সাল থেকে, তবে তাদের বিজনেসটা সম্পূর্ন ঘুরে দাড়ায় ২০২০ সালে, যখন করোনা শুরু হয়। এক বছরের মধ্যে ৩০ বিলিয়নের কোম্পানি হয়ে যায় যা বিশ্ময়কর বলা চলে।
পড়ুনঃ
- Lenovo Vantage কি? কিভাবে Lenovo Vantage ইনস্টল করব
- হোয়াটসঅ্যাপ ওয়েব কিভাবে ব্যবহার করবেন [WhatsApp Web 2022]
জুম এখন প্রায় আমাদের সকলের লাইফের সাথে মিশে গেছে। কারন বর্তমান সময়ে স্কুল-কলেজের অনলাইন ক্লাস, অফিস মিটিং, অনলাইন আড্ডা, অনলাইন শো ইত্যাদি সবই এখন অনলাইনে চলে এসেছে। তাইতো আমরা আজ বিস্তারিত আলোচনা করবো জুম মিটিং কি এবং জুম মিটিং কিভাবে ডাউনলোড করতে হয় | তাহলে চলুন শুরু করা যাক।
জুম মিটিং কি (Zoom Meeting)
জুম মিটিং হল এমন একটি সহজ যোগাযোগ মাধ্যম বা টুলস যা ব্যবহার করে আপনি স্কুল-কলেজের ক্লাস, অফিস মিটিং, বন্ধু আড্ডা এবং পরিবারের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন। এর সাহায্যে আপনি সহজেই ভিডিও এবং অডিও কল হোস্ট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই।
এর জন্য আপনার যেটা দরকার তা হল একটি ভাল-মানের ইন্টারনেট সংযোগ এবং একটি মেইল আইডি যা দিয়ে আপনি একটি জুম মিটিং লগইন করতে পারবেন। এটা Windows- ছাড়াও প্রায় প্রতিটা জনপ্রিয় প্লাটফর্মে ব্যবহার করা যাবে ডাউনলোড করে বা ইন্সটল করে।
এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ন বিনামূল্যে পাওয়া যায়। তবে ফ্রি ইউজারদের জন্য কিছুটা লিমিটেশন আছে, যেমন- একটা কল ৪০ মিনিট লিমিট এবং সর্বোচ্চ ১০০ জন ব্যক্তির সাথে একটা মিটিং এরেঞ্জ করতে পারবেন কোন অর্থপ্রদান ছাড়াই।

জুম মিটিং ছাড়াও জুমের আরো বিভিন্ন সার্ভিস রয়েছে যেমন- Chat, Phone, Zoom Rooms, Zoom Webinars, OnZoom ইত্যাদি। এসকল সার্ভিস দিন-দিন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি চাইলে জুম অ্যাপটির প্রাইম প্যাকেজ ব্যবহার করে দেখতে পারেন। নিচে বর্ননা দেওয়া হল-
জুম সাবস্ক্রিপশন প্রাইস ও বিবরন
জুম বর্তমান সময়ের সবথেকে বহুল ব্যবহ্রত একটি অনলাইন মিটিং প্লাটফর্ম। তাই এর চাহিদার সাথে সাথে মূল্যটাও সহজলোভ্য। জুম তাদের সার্ভিসটি ব্যবহারের উপর ভিত্তি করে কয়েকটি ভাগে বিভক্ত করেছে তার বিস্তারিত নিচে আলোচনা করা হল-
১। ফ্রি সাবিস্ক্রিপশনঃ জুম অ্যাপ্লিকেশনটি ফ্রি ইউজারদের জন্যও সুবিধা রাখা হয়েছে। কারন বর্তমান সময়ে এটা পড়ালেখার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহ্রত হচ্ছে। তাই সম্পূর্ন বিনামূল্যে আপনি এই জুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। যা যা থাকছে এই ফ্রি সাবস্ক্রিপশনে-
- জুম মিটিং সর্বোচ্চ ১০০ জন অংশগ্রহণকারী
- আনলিমিটেড মিটিং কিন্তু প্রতিটা মিটিং ৪০ মিনিট সর্বোচ্চ লিমিট
- ৩টি হোয়াইটবোর্ড সুবিধা সাথে থাকছে ২৫এমবি ক্লাউড স্টোরেজ
- চ্যাটিং ও ফাইল শেয়ারিং
- এছাড়াও ভিডিও কলিং ব্যকগ্রাউন্ড পরিবর্তন সুবিধাও থাকছে এই ফ্রি প্যাকেজে
ফ্রি সাবিস্ক্রিপশন প্রাইস: বিনামূল্যে
২। প্রো সাবিস্ক্রিপশনঃ জুমের প্রো প্যাকেজটি হল সাধারন ইউজারদের জন্য যারা আনলিমিটেড সময় ব্যবহার করতে পারবে। যা যা থাকছে এই প্রো প্যাকেজে-
- জুম মিটিং সর্বোচ্চ ১০০ জন অংশগ্রহণকারী
- আনলিমিটেড মিটিং তবে সর্বোচ্চ ৩০ ঘন্টা প্রটি মিটিং
- ক্লাউড মিটিং রেকর্ডিং সুবিধা সাথে স্টোরেজ ৫জিবি
- ৩টি হোয়াইটবোর্ড সাথে ২৫এমবি ক্লাউড স্টোরেজ
- চ্যাটিং ও ফাইল শেয়ারিং
- ভিডিও কলিং ব্যকগ্রাউন্ড পরিবর্তন সুবিধা ইত্যাদি
প্রো সাবস্ক্রিপশন প্রাইস: USD $149/প্রতি বছর/প্রতি ইউজার
৩। বিজনেস সাবিস্ক্রিপশনঃ জুমের বিজনেস প্যাকেজটি মূলত কর্পোরেট কোম্পানির জন্য তৈরি। যা যা থাকছে এই বিজনেস প্যাকেজে-
- জুম মিটিং সর্বোচ্চ ৩০০ জন মিটিং অংশগ্রহণকারী
- আনলিমিটেড মিটিং তবে সর্বোচ্চ ৩০ ঘন্টা প্রটি মিটিং
- জুম ক্লাউড মিটিং রেকর্ডিং সুবিধা সাথে স্টোরেজ ৫জিবি
- আনলিমিটেড হোয়াইটবোর্ড
- কোম্পানি ব্রান্ডিং ও ডোমেইন কন্ট্রোল
- চ্যাটিং ও ফাইল শেয়ারিং
- ইউজার ও এডমিন কন্ট্রোল ইত্যাদি
- এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে
বিজনেস সাবস্ক্রিপশন প্রাইস: USD $199/প্রতি বছর/প্রতি ইউজার
৪। এন্টারপ্রাইস সাবিস্ক্রিপশনঃ জুমের এন্টারপ্রাইস প্যাকেজটি মূলত বিগ কর্পোরেট কোম্পানির জন্য তৈরি। যা যা থাকছে এই এন্টারপ্রাইস প্যাকেজে-
- জুম মিটিং সর্বোচ্চ ১০০০ জন অংশগ্রহণকারী
- আনলিমিটেড মিটিং তবে সর্বোচ্চ ৩০ ঘন্টা প্রটি মিটিং
- আনলিমিটেড জুম ক্লাউড মিটিং রেকর্ডিং সুবিধা
- জুম মিটিং হোস্ট
- আনলিমিটেড হোয়াইটবোর্ড
- কোম্পানি ব্রান্ডিং ও ডোমেইন কন্ট্রোল
- আনলিমিটেড ফোন কলিং
- ওয়েব সেমিনার সর্বোচ্চ ৫০০ জন অংশগ্রহণকারী
- চ্যাটিং ও ফাইল শেয়ারিং
- ইউজার ও এডমিন কন্ট্রোল ইত্যাদি
- এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে
এন্টারপ্রাইস সাবস্ক্রিপশন প্রাইস: USD $19.99/প্রতি মাস/প্রতি লাইসেন্স
এছাড়াও ব্যবহারের ভিত্তিতে জুম কোম্পানি বিজনেস প্লাস ও এন্টারপ্রাইস প্লাস সার্ভিস প্রদান করে থাকে। যার মূল্যটা আমাদের প্রকাশকরা মূল্যের থেকে কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও আমাদের সকল প্রকাশিত মূল্য যেকোন সময় বাড়তে বা কমতে পারে।
আরো পড়ুনঃ
- গুগল ইনডেক্স কি? কিভাবে ইনডেক্সিং করতে হয় শুরু থেকে শেষ?
- এসইও কি (SEO) এবং এর গুরুত্ব সম্পর্কে বর্ননা
- শীঘ্রই আসছে! আইফোন ১৪ প্রো ম্যাক্স [iPhone 14 Pro Max]
জুম অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করার নিয়ম
জুম অ্যাপটি আপনি যেকোন ডিভাইসে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন যেমন- উইন্ডোড, ম্যাক, লিনাক্স, এনড্রোইড, আইওএস, ক্রোম ইত্যাদি। নিচে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে জুম অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করবেন। তাহলে চলুন আর দেরি কিসের-
1. কম্পিউটারের জন্য জুম অ্যাপ ডাউনলোড করতে আমাদের নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। ক্লিক করে জুমের সাইটে প্রবেশ করুন। তারপর প্রথমেই দেখতে পাবেন জুম ডাউনলোড লিংক, এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই জুম অ্যাপ ডাউনলোড শুরু হয়ে যাবে। নিচের চিত্রটি দেখে নিন-
জুম অ্যাপ ডাউনলোড লিংকঃ জুম ক্লাউড অ্যাপ্লিকেশন

2. ডাউনলোড সম্পন্ন হয়ে গেলে, ফাইলটির উপর ডাবল-ক্লিক করুন। সফটওয়্যারটির খুবই ছোট ফাইলের প্রায় ৫০ এমবি এর মত তাই ইনস্টল হতে বেশি সময় লাগবে না। সফটওয়্যারটির ইনস্টল সম্পন্ন হলে এখন আপনি জুম অ্যাপের প্রথম স্ক্রিন বা লগিন স্ক্রিন দেখতে পাবেন।

৩. উপরের স্ক্রিন থেকে আপনি চাইলে মিটিং আইডি ও নাম দিয়ে যেকোন মিটিং এ জয়েন করতে পারেন। অথবা আপনার জুম একাউন্ট করা থাকলে একাউন্ট লগিন করতে পারেন। তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনি যদি সবসময় বিভিন্ন মিটিং জয়েন করে থাকেন তাহলে একাউন্ট না থাকলেও সমস্যা নেই।
তবে কোন মিটিং সিডিউল তৈরি করতে অবশ্যই আপনাকে পূর্বে একটা একাউন্ট করতে হবে। একাউন্টটি আপনি জুম অ্যাপের ওয়েব থেকেই ফ্রি করতে পারবেন।
আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি নিচে আমার জুম একাউন্টে লগিন করে দেখালাম। এখান থেকে আপনি আপনার জুম একাউন্টের একটা ইউনিক আইডি পাবেন। যার মাধ্যমে আপনি নতুন মিটিং সিডিউল তৈরি করতে পারবেন।

পরিশেষে কিছু কথাঃ
সবশেষে, বন্ধুরা আশাকরি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে জুম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড ফাইল থেকে কিভাবে জুম ইনস্টল করতে হয়।
জুম বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং দরকারী একটা অ্যাপ। তাইতো আপটি সম্পর্কে যদি আপনাদের আর কোন জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাদের জানাবেন।
really your content is very good.