গুগল ড্রাইভ কি এবং গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব?

TechPoth
4 Min Read

গুগল ড্রাইভ কি?

গুগল ড্রাইভ হল বিশ্বের সবচেয়ে বড় টেক জায়েন্ট কোম্পানি Google এর একটি সার্ভিস। বিশ্বের যেকোনো স্থান থেকে এই গুগল স্টোরেজ/ড্রাইভ অ্যাকাউন্ট ওপেন ও ব্যবহার করা যায়; এছাড়াও আপনি আপনার ফাইল অন্যত্র শেয়ারও করতে পারেন খুব সহজে।

কম্পিউটার/মোবাইল ক্ষতিগ্রস্ত হলেও আপনার ফাইল হারানোর কোনো সম্ভাবনা নেই। এজন্য গুগল ড্রাইভ একাউন্ট অনেক বেশি সিকিউর। আপনি নতুন একটি Gmail বা ড্রাইভ একাউন্ট ওপেন করার সাথে সাথেই পেয়ে যাবেন ১৫ GB ক্লাউড স্পেস, যেখানে আপনি যেকোন ধরনের ফাইল, অডিও, ভিডিও, সফটওয়্যার, এমনকি ছবিও সংরক্ষণ করতে পারবেন।

Google ড্রাইভ আপনাকে Google এর সার্ভারে আপনার ফাইল আপলোড করতে দেয়। Google আপনাকে সব ধরনের ফাইল সংরক্ষণ করতে দেয়। Google ড্রাইভ বর্তমানে ক্লাউড স্টোরেজ অফার করে এমন কয়েকটি কোম্পানির মধ্যে অন্যতম।

গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব

গুগল ড্রাইভ বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় ক্লাউড টুলস, যার মাধ্যমে আপনি ১৫জিবি ডাটা ফাইল সম্পূর্ন ফ্রি ক্লাউডে রাখতে পারবেন। এটা ব্যবহার করার অনেক সুবিধা। ড্রাইভটিকে আরো আকর্ষনিয় করে তুলেছে; Google Sheets, Google Docs, Google Slides ইত্যাদি। এসকল ওয়েব সার্ভিস এর মাধ্যমে আমরা মাইক্রোসফট এর বিকল্প সকল কার্যকলাপ চালিয়ে যেতে পারবো এবং চাইলে এই ফাইল অন্য কাউকে শেয়ারও করতে পারব। নিচে এর বিস্তারিত বর্ননা করা হল:

গুগল শীট (Google Sheets)

Google Sheets মাইক্রোসফট এক্সেল এর বিকল্প একটি সেবা। এই সেবাটি পেতে আপনাকে কোন সফটওয়্যার ইন্সটল করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটি Gmail একাউন্ট থাকলেই হবে। গুগল ড্রাইভের গুগল শিট এর মাধ্যমে আপনি অনলাইনে বসে এক্সেল এর নতুন ফাইল তৈরি করে কাজ করতে পারবেন, কোনো সফ্টওয়্যার ইনস্টল ছাড়াই।

গুগল ডকস (Google Docs)

Google Docs এর কাজও একইভাবে করা যায় কিন্তু এটার ফাইল এক্সটেনশন ভিন্ন কারন এখানে ওয়ার্ড এর লেখালিখি করা যায়, আর এক্সেল ছিল হিসাব-নিকাশ এর ডকুমেন্ট। কোন রকম সফ্টওয়্যার ছাড়াই Word ফাইলের সাথে কাজ করতে Google ডক্স ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে আপনার লিখা ডকুমেন্ট কাউকে শেয়ারও করতে পারেন।

গুগল স্লাইডস (Google Slides)

Google Slides কে আসলে মজার একটি সেবা বলা যায়। কারন, এর মাধ্যমে সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। আপনি স্লাইডশেয়ারের সাথে কাজ করতে মাইক্রোসফট এর বিপরিতে Google স্লাইড ব্যবহার করতে পারেন। এটা অনেক বেশি সহজ ও ইন্সটল এর ঝামেলামুক্ত।

আপনি, Google স্লাইড এ কাজ করতে করতে যদি কোন কারন বশত আপনার মেশিন অফ হয়ে যায় বা বিদ্যুত চলে যায়; তাহলে কোন ভয় নেই কারন এটা ক্লাউড আপনার প্রতিটা স্টেপ এর ব্যকআপ এখানে থাকছে।

Microsoft Office এর প্রধান ০৩টি সেবা গুগল ড্রাইভ এর মাধ্যমে ব্যবহার করা করা যায়। তাই মাইক্রোসফট অফিস ইন্সটল করার ঝামেলা থেকে বাচতে চাইলে আপনারা গুগল ড্রাইভ ব্যবহার বাড়াতে পারেন।

অনেক সময় ক্লায়েন্টকে এক্সেল বা ওয়ার্ড ফাইল পাঠানোর পরে মাইক্রোসফ্ট অফিসের সংস্করণ/ভার্সন এর সমস্যার কারণে ক্লায়েন্ট ফাইলটি খুলতে পারে না। কিন্তু গুগল ড্রাইভে এরকম কোন সমস্যাই নেই; ক্লায়েন্টের সাথে ফাইলের লিঙ্ক শেয়ার করার পর, আপনার কাজ শেষ।

ফাইলটা বিশ্বের যেকোন যাইগা থেকে সেই ফাইলটা ওপেন করে পড়তে পারবে। যেহেতু এটি একটি অনলাইন সেবা, তাই ফাইলটি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।

আরেকটি বড় সুবিধা হল একই এক্সেল শীটে অনেক মানুষ একইসাধে অনলাইনে কাজ করতে পারে। যাতে আপনার অফিসের কাজও অনেক দ্রুত শেষ হবে এবং কাজের অগ্রগতিও বৃদ্ধি পাবে।

আরো পড়ুনঃ

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
Leave a comment

Leave a Reply