আউটসোর্সিং কি? জনপ্রিয় আউটসোর্সিং ওয়েবসাইট 2023

TechPoth
13 Min Read
জনপ্রিয় আউটসোর্সিং ওয়েবসাইট

আউটসোর্সিং ওয়েবসাইট এর সংখ্যা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জনপ্রিয়তা এবং সেবার দিক দিয়ে কয়েকটা ওয়েবসাইট অনেক এগিয়ে আছে। আজ আমরা এমন কিছু জনপ্রিয় সাইটের মধ্য থেকে Top 10 Best Outsourcing Websites সম্পর্কে আলোচনা করব।

আউটসোর্সিং কি

প্রথমেই আমরা জেনে নেয় যে আউটসোর্সিং (Outsourcing) আসলে কি?

আউটসোর্সিং (Outsourcing) হল এমন একটি ব্যবসায়িক কৌশল যেখানে একটি কোম্পানি বা একজন ব্যক্তি আরেকটি কোম্পানি বা ব্যক্তিকে নিয়োগ করে তাদের কোন কাজ পরিচালনা অথবা কোন পরিষেবা তৈরি করার জন্য। আর যারা এই পরিষেবা অনলাইনে প্রদান করে থাকে তাদেরকে Freelancer বলা হয়।

- Advertisement -

Outsourcing এর বিস্তার দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে কারন এটা শ্রম খরচ কমাতে এবং সঞ্চয় করতে সাহায্য করে। তাইতো আপনিও শুরু করতে পারেন A Better Business with Outsourcing

বাহিরের সংস্থাগুলি সাধারণত তাদের নিজস্ব কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা ও আরো বিভিন্ন ক্ষতিপূরণ মূলক সুযোগ সুবিধা বা সেবা চুক্তি করে থাকে। কিন্তু আউটসোর্স করলে এমন কোন চুক্তি বা দায়বদ্ধতা নেই বরং কোম্পানির উৎপাদন খরচ অনেক কমে আসে।

এখন আর আপনার লোগো ডিজাইন করার জন্য একটি ইন-হাউস গ্রাফিক্স ডিজাইনার, আপনার ওয়েবসাইট কোড করার জন্য একটি ইন-হাউস কোডার, বা আপনার ট্যাক্স পরিচালনা করার জন্য একজন উচ্চ বেতনের কর্মচারীর প্রয়োজন নেই। আজ, আপনি প্রায় সবকিছুই আউটসোর্স করতে পারেন – এমনকি মূল ব্যবসায়িক ক্রিয়াকলাপও আউটসোর্স করা যায়।

উদাহরণস্বরূপ, অ্যাপল তার উৎপাদনের সিংহভাগই ফক্সকনকে আউটসোর্স করে যা তার অনেক পণ্য যেমন আইফোনকে একত্রিত করে।

পড়ুনঃ

- Advertisement -

জনপ্রিয় আউটসোর্সিং ওয়েবসাইট

নিচে বাংলাদেশে কিছু জনপ্রিয় আউটসোর্সিং ওয়েবসাইট এর বর্ননা নিচে দেওয়া হলঃ

1. Upwork Global Inc.

আউটসোর্সিং ওয়েবসাইট এর কথা উঠলেই যে নামটি সবার প্রথমেই চলে আসে সেটা হল Upwork। এটা বিশ্বের সবথেকে বড় এবং নাম্বার #১ আউটসোর্সিং প্লাটফর্ম।

Upwork একটি আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এটার পূর্বের নাম ছিল oDesk। ২০১৫ সালে, Elance ও oDesk একত্রীকরনের মাধ্যমে Upwork হিসাবে পুনঃব্র্যান্ড করা হয়েছিল এবং কোম্পানির পুরো নাম এখন Upwork Global Inc.

আপওয়ার্ক একটি গ্লোবাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এবং পেশাদার ফ্রিল্যান্সাররা একযোগে মিলিত হয় বিভিন্ন পরিষেবা পরিচালনা বা নতুন কোন উদ্ভাবনতার জন্য।

আমেরিকার ফ্রিল্যান্স ফরোয়ার্ড: 2021 এর এক গবেষনায় দেখা গেছে যে, 59 million Americans performed freelance work in the past 12 months। যা সমগ্র মার্কিন কর্মশক্তির 36% বা এক-তৃতীয়াংশেরও বেশি। এটা আসলেই একটা ব্যপক পর্যালোচনা।

এখন আমরা আপওয়ার্ক এর কাজ সম্পর্কে জানবো।

- Advertisement -

Upwork ওয়েবসাইটে ফ্রিল্যান্সার ও আউটসোর্স-যারা মূলত কোন কাজ প্রদান করে তাদের জন্য আলাদা আলাদা প্রফাইল থাকে। আউটসোর্স ব্যক্তি বা কোম্পানি কোন নতুন প্রকল্প পোস্ট করার মাধ্যমে তাদের কাজের প্রক্রিয়া শুরু করে। এবং আপওয়ার্ক সেই কাজের সাথে মিলে যায় এমন বিশেষজ্ঞ ফ্রিল্যান্সারদের ডেসবোর্ডে কাজটি প্রদর্শন করে।

এখন, বিশেষজ্ঞ ফ্রিল্যান্সারদের মধ্যে থেকে অনেকেই সেই কাজটা পাওয়ার জন্য তাদের নিজস্ব প্রস্তাবনা জমা করে। তারপর, একজন আউটসোর্স তার কাছে আসা সকল প্রস্তাবনা পর্যালোচনা করে এবং যেকোন একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সারকে বাছাই করে।

এটাই হল মূলত Upwork এর প্লাটফর্মে কাজ করার প্রসেস। এখানে একটা বিষয়, একজন আউটসোর্স কিন্তু আপনাকে কাজ দেওয়ার পূর্বে আপনার প্রোফাইল রেটিং চেক করে নিবে। সেজন্য অবশ্যই ভাল কাজ করে রেটিং বাড়াতে হবে।

- Advertisement -

2. Fiverr

Fiverr হল বিশ্বের আরেকটি বড় অনলাইন আউটসোর্সিং ওয়েবসাইট যেটা ২০১০ সালে ইসরায়েলি বংশগত Micha Kaufman প্রতিষ্ঠা করেন।

Fiverr মার্কেটপ্লেস এ কাজের ধরনটা ভিন্ন যেখানে ব্যক্তি বা সংস্থাগুলি তাদের প্রয়োজন অনুসারে দক্ষতার সাথে ফ্রিল্যান্সারদের খুঁজে বের করতে পারে, এবং তাদের বিভিন্ন পরিষেবা খুব কম মূল্যে গ্রহন করতে পারে। এটি একটি “মাইক্রো-টাস্ক” মার্কেটপ্লেস হিসাবেও পরিচিত। কারন এখানে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতার উপর বিভিন্ন কাজের অফার সাজিয়ে প্রদর্শন করে থাকে, যাকে আমরা “Giggs” হিসেবে জানি।

আপনি মাত্র $5 ডলার খরচ করে 200 টিরও বেশি দেশের ফ্রিল্যান্সারদের দ্বারা সরবরাহিত 150টি পরিষেবা বিভাগের 3 মিলিয়নেরও বেশি Giggs থেকে আপনার কাজটি বাছাই করে নিতে পারবেন। এটি ফ্রিল্যান্সারদের ডিরেক্টরি।

প্রতিটি ক্লায়েন্ট যে ফ্রিল্যান্সারের সাথে কাজ করেছে তাদের কাজের উপরে রেটিং দিতে পারে, এবং পর্যালোচনা করতে পারে। এই রেটিং ভবিষ্যতে একজন ফ্রিল্যান্সারকে নতুন কাজ পেতে সাহায্য করে। এজন্য অবশ্যই যেকোন কাজ নেওয়ার পরে ক্লায়েন্ট এর চাহিদা অনুযায়ী কাজ করতে হবে।

এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা, একজন ক্লায়েন্টের কাজই শেষ করে পারে না। কারন একটাই তার কাজের মান ক্লায়েন্টের পছন্দ হওয়া। এটা ভবিষ্যতে আপনাকে [ফ্রিল্যান্সারকে ] আরো আত্ববিশ্বাসী করে গড়ে তুলতে সাহায্য করবে।

- Advertisement -

3. 99Designs

99Designs বিশ্বের টপ লেভেল ডিজাইনারদের একটা মিলন-মেলা। এটা আপনার ব্যবসার সমস্ত ব্র্যান্ডিং চাহিদার জন্য #1 অনলাইন মার্কেটপ্লেস। আপনি এই সাইটের মাধ্যমে লোগো ডিজাইনিং থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করা পর্যন্ত কাজ করিয়ে নিতে পারবেন যেটা কিনা World Class Design।

99Design হল আপনার ব্র্যান্ডিং প্রকল্পগুলির জন্য দক্ষতা সম্পর্ন গ্রাফিক্স ডিজাইনারদের নিয়োগের একটি উপযুক্ত আউটসোর্সিং ওয়েবসাইট। কারন এখানে আপনি আপনার ব্রান্ডিং ডিজাইনের জন্য যেকোন সময় একটা প্রতিযোগিতা শুরু করতে পারেন যেখানে সকল দক্ষ ডিজাইনাররা তাদের ভিন্ন ভিন্ন ডিজাইন আইডিয়া ও মতামত সাবমিট করবে।

এই প্রতিযোগিতা থেকে সহজেই আপনার ব্রান্ডিং ডিজাইন বাছাই করতে সহজ হবে। এবং যার ডিজাইন আপনার পছন্দ হবে তাকে আপনি এই প্রতিযোগিতার উইনার হিসেবে ‍নির্বাচন করতে পারবেন। তারপর, উইনার তার প্রাপ্ত সম্মান বা প্রাইজ মানি গ্রহন করবে।

এটাই মূলত 99Design এর মূল ব্যবসা পলিসি।

এছাড়াও যেকোন ডিজাইনারকে একজন ক্লায়েন্ট নিজে থেকেই কাজের ইনভাইটেশন পাঠাতে পারবেন। তারপর দুজন মিলে প্রকল্পটির উপর আলোচনা করে কাজের দিক নির্ধারন করতে পারে।

ক্লায়েন্টদের কাছে Outsourcing Websites এর মধ্যে 99Design-টি দিন-দিন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, কারন খুব সহজেই তারা তাদের ব্রান্ডিং সলিউশন হাজারো দক্ষ ফ্রিল্যান্সারদের মাধ্যমে করে নিতে পারছেন।

- Advertisement -

4. Writer Access

Writer Access কন্টেন্ট তৈরির জন্য একটা best আউটসোর্সিং ওয়েবসাইট প্ল্যাটফর্ম। এটি আপনাকে কন্টেন্ট মার্কেটিং বা লেখার উপর দক্ষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ট্রেনিং এবং টুলস এর মাধ্যমে দক্ষতা অর্জনে সহযোগীতা করে।

WriterAccess বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটিভ মার্কেটপ্লেসে। এখানে রয়েছে 15,000+ অভিজ্ঞ ফ্রিল্যান্স যারা বিভিন্ন বিষয়ের উপর পারদর্শী, যেমন- writers, editors, translator, designer, illustrator and animator etc. । এবং এই অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের সাথে কাজ করার জন্য সংযুক্ত আছে প্রায় 40,000+ গ্রাহক।

বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান সংযুক্ত রয়েছে Writer Access এর সাথে তাদের দৈনন্দিন বিভিন্ন সেবা নেওয়ার জন্য, যেমন- Kelly Services, MGM, Draft Kings, Randstad, Accenture, Canyon Ranch, Liberty Mutual, Ancestry ইত্যাদি।

আপনি এই প্লাটফর্ম ব্যবহার করে অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের মধ্যে যারা যে বিষয়ে অনেক বেশি পারদর্শী সে অনুযায়ী আপনি বিষয়বস্তু নির্মাতাকেও বেছে নিতে পারেন।

তবে, এই প্ল্যাটফর্মের একমাত্র সীমাবদ্ধতা হল লেখকদের কাছে পৌঁছানোর আগে আপনাকে প্ল্যাটফর্ম থেকে একটি সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে হবে। কিন্তু প্রথমে প্ল্যাটফর্মটি ব্যবহার করে দেখতে আপনাকে 14 দিনের ট্রায়াল পিরিয়ড দিবে।

5. Toptal

বন্ধুরা এখন আমরা যে প্লাটফর্ম সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব তার নাম হল Toptal. এটি ফ্রিল্যান্স বা মার্কেটপ্লেসের একটি অভিজাত নাম।

কারন, এখান থেকে নিয়োগকর্তারা সারা বিশ্বের সেরা ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার, ডিজাইনার, ফিনান্স বিশেষজ্ঞ এবং প্রজেক্ট ম্যানেজারদের নিয়োগ করতে পারেন তাদের কোন পরিষেবা পরিচালনার জন্য।

- Advertisement -

প্ল্যাটফর্মটির একটি শক্ত ও কঠোর স্ক্রীনিং প্রক্রিয়া রয়েছে, এজন্য প্রতি বছর মাত্র 3% ফ্রিল্যান্সারদের অ্যাপ্লিকেশন এখানে গ্রহন করা হয়। Toptal 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশ্বজুড়ে ফ্রিল্যান্স পেশাদারদের নিয়োগ করে। তারা সান ফ্রান্সিসকো থেকে কাজ করে কিন্তু চাকরির জন্য সঠিক ব্যক্তি খুঁজে পেতে সাহায্য করার জন্য সমস্ত দেশের নিয়োগকর্তাদের সাথে কাজ করে।

যেহেতু Toptal আপনাকে বিশ্বের সেরা ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ করিয়ে দেয়, এজন্য এই প্ল্যাটফর্মের আউটসোর্সিং খরচটা তুলনামূলকভাবে বেশি। এই সাইটে ফ্রিল্যান্সার খুঁজার পূর্বেই কমপক্ষে $500 একটি বাধ্যতামূলক ডিপোজিট করতে হয় শুরু করার আগেই। এজন্য অনেকেই এখানে আসতে আগ্রহী হয় না।

6. Freelancer

Freelancer.com পুরাতন আউটসোর্সিং ওয়েবসাইট এর মধ্যে একটি। আপনি হয় আপনার নতুন কোন প্রোজেক্টকে ফ্রিল্যান্সারে একটি প্রতিযোগিতা হিসাবে পোস্ট করতে পারেন এবং বেছে নেওয়ার জন্য শত শত এন্ট্রি পেতে পারেন, অথবা আপনি আপনার প্রোজেক্টে বিড করার জন্য ফ্রিল্যান্সারদের আমন্ত্রণ জানাতে পারেন।

ফ্রিল্যান্সার পেশাদারদের একটি ডিরেক্টরি হিসাবেও কাজ করে এবং আপনাকে তাদের পোর্টফোলিও দেখতে দেয় এবং কোনও প্রকল্প পোস্ট না করেও তাদের সাথে যোগাযোগ করতে দেয়।

এই সাইটে কোন প্রজেক্ট সম্পূর্ণ হয়ে গেলে শুধুমাত্র তার জন্য অর্থ প্রদান করুন এবং আপনি Freelancer.com এর মাইলস্টোন পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারেন যেটা কিনা 100% নিরাপদ।

- Advertisement -

7. Guru.com

1998 সালে প্রতিষ্ঠিত (eMoonlighter.com হিসাবে), তারপর যাত্রা শুরু করে Guru.com নামে। এই ফ্রিল্যান্স সাইটটিও অনেক পুরাতন। আউটসোর্সিং ওয়েবসাইট এর মধ্যে সবচেয়ে বেশি চাওয়া হয়।

প্রোগ্রামার ও ডেভেলপার, ডিজাইনার, লেখক ও অনুবাদক, বিক্রয়, প্রকৌশলী ও স্থপতি, ব্যবসা ও অর্থ গুরু এবং আইনজীবী সকলের কাছেই Guru.com একটি আস্থার নাম। Guru আপনাকে বিশ্বব্যাপী 3 মিলিয়নেরও বেশি ফ্রিল্যান্সার খুঁজে পেতে এবং নিয়োগ করতে সাহায্য করছে।

এই প্ল্যাটফর্মটিতে নিরাপদ এবং সহজে অর্থপ্রদানের বিকল্প রয়েছে যা আপনার পেমেন্ট সিস্টেমকে আরো বেশি সহজ করে তুলবেঃ

  • মাইলস্টোন দ্বারা অর্থ প্রদান,
  • কোন কাজের বিনিময়ে অর্থ প্রদান,
  • ঘন্টা হিসেবে অর্থ প্রদান, বা
  • সাপ্তাহিক বা মাসিক পুনরাবৃত্তি পেমেন্ট সিস্টেম।

8. PeoplePerHour

PeoplePerHour হল বাজারের একটি নির্ভরযোগ্য Outsourcing Websites। FreeeUp এর মতো, তারা তাদের প্রোফাইল তৈরি করার জন্য আবেদনকারীদের সহজে গ্রহণ করে না। প্ল্যাটফর্মের প্রতিটি ফ্রিল্যান্সার তাদের ক্লায়েন্টদের প্রয়োজনের জন্য উপযুক্ত কিনা তা নির্ধারণ করার জন্য পরীক্ষার মধ্য দিয়ে গেছে।

প্রতিভা খোঁজার জন্য, নিয়োগকর্তাদের তাদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতে হবে। আবেদনকারীরা তারপর পর্যালোচনা এবং অনুমোদনের জন্য তাদের উপযোগী প্রস্তাব জমা দেবে। একবার অনুমোদিত হলে, নিয়োগকর্তাদের একটি আমানতের জন্য অর্থ প্রদান করতে বলা হবে তারপর তাদের কাজ শুরু হবে।

9. Microworkers Inc.

Microworkers হল একটি উদ্ভাবনী অনলাইন প্ল্যাটফর্ম যা সারা বিশ্ব থেকে নিয়োগকর্তাদের পাশাপাশি কর্মীদের সংযোগ করে। এটি এমন একটি ওয়েবসাইট যা আপনাকে বিভিন্ন ধরনের ছোট-ছোট কাজ সম্পন্ন করে অর্থ উপার্জন করতে সহায়তা করে। আপনি যদি একজন ছাত্র হন, বাড়িতে থাকেন, অবসরপ্রাপ্ত ব্যক্তি বা একজন পেশাদার, যেই হোক না কেন আপনি একজন কর্মী হিসাবে এই সাইটে যোগ দিতে পারেন।

- Advertisement -

একজন উদ্যোক্তা হিসাবে, আপনি যদি আপনার ব্লগের জন্য পোস্ট, আপনার পণ্যের পর্যালোচনা, একটি মোবাইল অ্যাপ পরীক্ষা, ডেটা নিষ্কাশন এবং সংযম, আপনার পৃষ্ঠার জন্য ট্র্যাফিক ইত্যাদির মতো ছোট কাজগুলি করতে চান, আপনি একজন নিয়োগকর্তা হিসাবে যোগ দিতে পারেন এবং পেতে পারেন আপনার কাজ শেষ একজন কর্মী হিসাবে, আপনি কতগুলি কাজ গ্রহণ করতে পারেন তার কোনও সীমা নেই।

10. Gigster

আপনার ব্যবসার জন্য সফ্টওয়্যার, অ্যাপ্লিকেশন, Outsourcing Websites বা অন্যান্য প্রযুক্তিগত পণ্য তৈরি করার জন্য আপনার যদি একজন অভিজ্ঞ কোডারের প্রয়োজন হয় তবে গিগস্টার আপনার প্ল্যাটফর্ম হতে পারে।

একটি গিগ পোস্ট করার কয়েক মিনিটের মধ্যে আপনি বিকাশকারীর সাথে চ্যাট করতে পারেন (যা আপনার প্রয়োজনীয়তা অনুসারে নির্বাচিত হয়)। এই চ্যাট খরচ এবং প্রয়োজনীয় সময় অনুমান করে, এবং বিকাশকারী একটি ইমেলের মাধ্যমে সম্পূর্ণ প্রস্তাব সহ আপনার কাছে ফিরে আসে।

কোম্পানিটি IBM, Facebook, eBay, Microsoft, ইত্যাদির মতো অনেক বড় ক্লায়েন্টের সাথে কাজ করেছে এবং তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক সমস্যা সমাধানে সাহায্য করছে।

এছাড়াও সারা বিশ্বব্যাপী আরো অনেক আউটসোর্সিং সাইট রয়েছে। কিন্তু আপনার টার্গেট করতে হবে সর্বপ্রথম একটা সাইটে, তাহলেই সফলতা পাওয়ার অনেক বেশি সহজ হয়ে যাবে।

উপরের লেখাটি যদি আপনাদের সকলের কাছে ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা সর্বদা আছি আপনাদের সেবায়।

আপনার শক্তিগুলি আয়ত্ত করুন, এবং আপনার দুর্বলতাগুলিকে আউটসোর্স করুন।

Ryan Khan, Founder of The Hired Group
Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
8 Comments