গুগল মিট কি (Google Meet)? গুগল মিট ডাউনলোড করার নিয়ম!

Md. Abdur Rahman
3 Min Read
Image by Freepik

গুগল মিট কি (Google Meet)?

গুগল মিট কি (Google Meet)? এবং গুগল মিট ডাউনলোড করার নিয়ম নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্বটি। Google Meet কিন্তু পূর্বে Hangouts Meet নামে পরিচিত ছিল যা গুগল কোম্পানির দ্বারা তৈরি। এটা গুগল মিটে রূপান্তর হতে অনেকগুলো ধাপ অতিক্রম করে এসেছে।

গুগল মিট (Google Meet) খুবই জনপ্রিয় এবং সম্পূর্ন ফ্রি একটি ভিডিও কল মিটিং অ্যাপ। এটি ব্যবহার করে আপনি অফিস মিটিং কিংবা অনলাইন ক্লাস করতে পারবেন। এটা করোনার পরেই সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে পূর্বে এটি শুধুমাত্র স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি ছিল এবং এখন এটা সকলের জন্য ফ্রি। আপনি চাইলে এর প্রিমিয়াম ভার্শনটিও ব্যবহার করে দেখতে পারেন।

গুগল মিট কি (Google Meet)? গুগল মিট ডাউনলোড করার নিয়ম
Image by Pexels

Google Meet মোবাইলের জন্য Android এবং iOS দুটি ভার্শনে পাওয়া যায় এবং আপনি চাইলে এটা আপনার ডেস্কটপ কম্পিউটারেও ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।

- Advertisement -

পড়ুনঃ

কম্পিউটারে গুগল মিট ডাউনলোড করার নিয়ম

গুগল বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন এর প্রতিষ্ঠাতা। এছাড়াও গুগলের এমন শত শত সার্ভিস আছে যা আমরা হয়তবা নামও জানি না। ঠিক তেমন একটি সার্ভিস গুগল মিট, যা ব্যবহার করে আপনি খুব সহজেই দূর-দূরান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন। নিচে গুগল মিট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হল –

Google Meet (Android) – Android Version Download

Google Meet (Apple Store) – Apple Version Download

গুগল মিট আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে আপনার জিমেইল দিয়ে লগিন করে ব্যবহার করতে পারবেন।

- Advertisement -

আপনার একটি জিমেইল থাকলেই গুগলের সকল সার্ভিস ব্যবহার করা যায়।

নিচে আমরা ডেস্কটপের জন্য গুগল মিট কিভাবে ডাউনলোড করবো এটা নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন দেখে নেয়া যাক –

গুগল মিট কম্পিউটারের জন্য আপনি খুব সহজেই যেকোন ব্রাউজার ব্যবহার করে কাজ করতে পারবেন। তবে, বর্তমানে গুগল মিট এর সার্ভিসটি গুগল ওয়ার্কস্পেস এর মধ্যে যুক্ত হয়ে গেছে যার ফলে আপনি ওয়ার্কস্পেসে যুক্ত হলেই এটার প্রিমিয়াম মেম্বার হয়ে যাবেন এবং ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। নিচে লিংকটি দেওয়া হল –

Windows Computer – Google Workspace

Google Meet Workspace

পরিশেষে কিছু কথাঃ

গুগল মিট কি? এবং গুগল মিট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আশা করি আপনাদের কিছুটা হলেও ধারনা দিতে পেরেছে। তবে, যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনার পরামর্শের জন্য উন্মুক্ত।

- Advertisement -
Share This Article
Md. Abdur Rahman
By Md. Abdur Rahman Founder & Editor
Follow:
আমি একজন প্রযুক্তি প্রেমী। সবসময় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। এই সেক্টরে আমার অভিজ্ঞতা প্রায় ১০+ বছর। টেকপথ আমার একটি স্বপ্ন যাত্রার নাম। প্লাটফর্মটি প্রতিষ্ঠার মূল উদ্দ্যেশ্য সহজ ভাষায় প্রযুক্তি সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। এজন্য সকলের শুভকামনা আশা করি। ধন্যবাদ! নিজে পড়ুুন ও অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন।
Leave a comment

Leave a Reply