ওয়েবসাইটের ন্যাচারাল লিংক কী (Natural Link)?

Md. Abdur Rahman
4 Min Read

ন্যাচারাল লিংক (Natural Link) কী?

ন্যাচারাল লিংককে অর্গানিক লিংকও বলা হয়, ওয়েবসাইটের যে লিংকগুলো আমরা সাধারন উপায়ে অর্জন করে থাকি সেগুলো আমাদের সাইটের জন্য ন্যাচারাল লিংক। এটি এক ধরণের এক্সটার্নাল লিংক যা কোনো ওয়েবসাইট অন্য কোনো ওয়েবসাইটকে রেফারেল হিসেবে যুক্ত করে।

তারা এটা করে স্বেচ্ছায়, কারণ সংযুক্ত লিংকের বিষয়টি তাদের পাঠকদের জন্য তথ্যবহুল বা প্রাসঙ্গিক। এই ন্যাচারাল লিংক তৈরি করতে তেমন কোন কৌশল অবলম্বন করতে হয় না, শুধুমাত্র আপনার লেখার মানটি ভাল করতে হয়। তাহলেই অন্য সাইটের ক্রিয়েটররা আপনার লেখাকে তাদের লেখার সাথে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে।

- Advertisement -

Read: এসইও শেখার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য যা না জানলেই নয়?

গুগলের গাইডলাইন অনুযায়ী, ন্যাচারাল লিংক (Natural Link) হল সবচেয়ে গুরুত্বপূর্ণ লিংক যা কোনো ওয়েবসাইট নিজে থেকে উপার্জন করতে পারে। একটি ন্যাচারাল লিংক আপনার ওয়েবসাইটের মান ও সাইটের অথোরিটি পয়েন্ট বাড়াতে সহযোগী।

তবে, একটি ন্যাচারাল লিংককে সবসময় মানুষের তৈরি একটি লিংক থেকে আলাদা বোঝা সম্ভব হয়ে ওঠে না। কারন অনেক সাইটের মালিকেরা আছেন যারা গেস্ট পোস্টিং এর মত হোয়াইট এসইও ব্যবহার করে তাদের সাইটের লিংক করিয়ে নেয়, ভাল কোন সাইটের সাথে।

সাধারনত লিংক কত প্রকার ও কি কি?

সাধারনত ওয়েবসাইটের লিংক করার জন্য তেমন কোন নির্দিষ্ট প্রকারভেদ নেই। তবে, কাজের সুবিধার্তে এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নিচে তার বর্ননা দেওয়া হলঃ

ন্যাচারাল লিংক হল এমন লিংক যেগুলো অর্গানিক্যালি তৈরি হয় (যেগুলোকে সহজে আপনার নিজের কোম্পানির তৈরি বলে বোঝা যায় না)। ন্যাচারাল লিংকগুলোতে নিচের বৈশিষ্ট্যগুলো থাকে না:

- Advertisement -
  • ট্র্যাকিং প্যারামিটার।
  • পেইড বা স্পন্সর করা কন্টেন্টের ভেতরে বসানো লিংক।
  • জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো রিডিংরেক্টিং বা অর্থ উপার্জন টুল-এর মাধ্যমে তৈরি লিংক।

ন্যাচারাল লিংক একটি রেফারেন্স হিসেবে কাজ করে, যা ওয়েবসাইট, কন্টেন্ট, বা নির্দিষ্ট কোনো উৎসের সাথে যুক্ত হয়।

আন-ন্যাচারাল লিংক হল সেইসব লিংক যেগুলো অর্থের বিনিময়ে নেওয়া হয়। এই ধরণের লিংক প্রায়শই পিআর কোম্পানি, মিডিয়া দাতারা করে থাকে। বিকল্পভাবে বলতে গেলে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, CPC ক্যাম্পেইন, ইনফ্লুয়েন্সার, বা মানিটাইজেশন স্ক্রিপ্টের মাধ্যমেও এমন লিংক করে আয় করা যেতে পারে।

এই লিংকগুলো যদি ‘nofollow‘ না করা হয়, তাহলে গুগল সম্ভাব্যভাবে আপনার সাইটের উপর ম্যানুয়াল অ্যাকশন নিতে পারে। অথবা আপনার সাইট অ্যালগরিদমিক্যালিভাবে নেগেটিভ প্রভাবের সম্মুখীন হতে পারে (সম্ভবত পেঙ্গুইন অ্যালগরিদমের মাধ্যমে)। কারণ, এগুলো হার্ড-আর্নড/ন্যাচারাল লিংক না।

কী ধরণের লিংক আনন্যাচারাল?

  • যেসব লিংকের সাথে ট্র্যাকিং প্যারামিটার যুক্ত থাকে (যেমন, UTM উৎস এবং মাধ্যম)।
  • কোনো সাইটের স্পন্সর করা কন্টেন্টে যুক্ত হওয়া লিংক (কারণ সার্চ ইঞ্জিন বুঝতে পারে না এই কন্টেন্ট যুক্ত করার জন্য কে অর্থ প্রদান করেছে)।
  • যেসব সাইট মানিটাইজেশন স্ক্রিপ্ট ব্যবহার করে তাদের থেকে আসা লিংক, কারণ স্ক্রিপ্ট নির্দেশ করে যে আপনি রিটেইলারদের কাছে লিংক করলে অর্থ প্রদান করা হবে।

আপনি সহজেই ওয়েবসাইটের কোড, আউটবাউন্ড রিডিংরেক্ট, এবং অন্যান্য অনুরূপ টেকনিক ব্যবহার করে এগুলো খুঁজে বের করতে পারেন।

মাঝেমধ্যে, আপনি “মিশ্র” ধরনের লিংক প্যাটার্ন খুঁজে পেতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি এমন কোনো ন্যাচারাল লিংক খুঁজে পেতে পারেন যেখানে ট্র্যাকিং প্যারামিটার ব্যবহার করা হয়েছে।

- Advertisement -

ধরা যাক, আপনি এমন কোনো ইনফ্লুয়েন্সারের শেয়ার করা লিংক থেকে ক্লিক করলেন, যাকে লিংক শেয়ার করার জন্য অর্থ প্রদান করা হয়েছে। সেই লিংকটি ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, যেখানে ট্র্যাকিং প্যারামিটার যুক্ত থাকতে পারে।

ব্লগার, তথ্যসংগ্রাহক (aggregator), এবং অন্যান্যরা যারা সেই লিংকটি অনুসরণ করবে, তারা হয়তো সেটিকে সরাসরি কপি-পেস্ট করে তাদের সাইটে নিয়ে আসবে। ফলে, স্বাভাবিক লিংকই ট্র্যাকিং প্যারামিটার যুক্ত হয়ে যাবে। এর কারণে অস্বাভাবিক হলেও, একটি অর্গানিক লিংক স্কিম তৈরি হতে পারে।

Share This Article
Md. Abdur Rahman
By Md. Abdur Rahman Founder & Editor
Follow:
আমি একজন প্রযুক্তি প্রেমী। সবসময় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। এই সেক্টরে আমার অভিজ্ঞতা প্রায় ১০+ বছর। টেকপথ আমার একটি স্বপ্ন যাত্রার নাম। প্লাটফর্মটি প্রতিষ্ঠার মূল উদ্দ্যেশ্য সহজ ভাষায় প্রযুক্তি সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। এজন্য সকলের শুভকামনা আশা করি। ধন্যবাদ! নিজে পড়ুুন ও অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন।
Leave a comment

Leave a Reply