ক্যামেরার রাজা মটোরোলা এজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra)!

Noor Mohammad
8 Min Read
মটোরোলা এজ ৩০ আল্ট্রা

মটোরোলা এজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra): এই প্রথম মটোরোলা বাজারে নিয়ে এল তাদের অ্যাডভেন্স এনড্রয়েড স্মার্টফোন যার প্রধান ক্যামেরা ২০০ মেগাপিক্সেল যা বর্তমান পৃথিবীর দিতীয় সর্বচ্চ মোবাইল সেনসর। আরো থাকছে ৪৬১০ মেগাহার্জ ব্যাটারির সাথে ১২৫ ওয়াট এর চার্জার, প্রসেসর রয়েছে Snapdragon 8+ Gen 1 এবং সাথে থাকছে ওয়াটার প্রটেকসন ।

মটোরোলা বর্তমানে প্রতিযোগিতার বাজারে তাদের প্রডাক্টকে মোবাইল কম্পানিগুলোর সাথে সমনয় করার লক্ষ্য এই এডভাস্ন আল্ট্রা ফোন লঞ্চ করেছে। মটোরোলা কম্পানি তাদের নতুন এই ভ্যারিয়েন্টে মটোরোলা এজ ৩০ আল্ট্রাতে ( Motorola Edge 30 Ultra ) অৎতাধনিক ফিচার ব্যবহার করেচ্ছে এবং এর পাসাপাসি গুড লুকিং করায় প্রিমিয়াম ফিলতো থাকছেই। সুতরাং আজ আমরা আলোচনা করব মটোরোলা এইজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra) নিয়ে।

ডিজাইন মটোরোলা এজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra)

ব্যাটারি ও চার্জিং মটোরোলা এজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra) ফোনটিতে প্রিমিয়াম লুক এবং ডিজাইন দুটি খুব সুন্দর ভাবে তুলে ধরতে পেরেচ্ছে। কার্প ডিসপ্লের সাথে গরিলা গ্লাস ৫ এবং ১৪৪ হার্জের পি-ওলেড ডিসপ্লে। ফোনটি বডি সর্ম্পুন মেটাল এবং সাইড কার্ভে ব্যবহার করা হয় অ্যাডভেন্স টেকনোলজি যার ফালে নোটিফিকেসন বা মেসেজ আসলে ফিচারস্ দৃষ্যমান হয় এবং এর জন্য লুকিংটা বেস্ট দেখায়। আপনার কাছে কেমন লাগে আমাদের কমেন্ট করে জানাবেন।

- Advertisement -

তাহলে চলুন, আমরা এর ফিচার সম্পর্কে চোখ রাখি, তারপর নিচে প্রোডাক্টটির রিভিউ ও বিস্তারিত আলোচনা থাকছে।

মটোরোলা এজ ৩০ আল্ট্রা প্রাইস (Motorola Edge 30 Ultra) 💰BDT. 84,000/-
ব্রান্ড (Brand)Motorola
মডেল (Model)Motorola Edge 30 Ultra
ক্যাটাগরি (Category)Smartphone
নেটওয়ার্ক (Network)GSM / HSPA / LTE / 5G
সিম (SIM)Dual SIM (Nano-SIM, dual stand-by)
মাপ (Dimensions)161.8 x 73.5 x 8.4 mm
ওজন (Weight)198.5 g
কালার (Colors)Interstellar Black, Starlight White
বাজারে মুক্তি (Released)2022, September

📺 Hardware & Software

অপারেটিং সিস্টেম (OS)Android 12
চিপসেট (Chipset)Qualcomm Snapdragon 8+ Gen 1 (4 nm)
প্রসেসর (CPU)Octa-core (1×3.19 GHz Cortex-X2 & 3×2.75 GHz Cortex-A710 & 4×1.80 GHz Cortex-A510)
গ্রাফিক্স (GPU)Adreno 730
গঠন (Body Build)Backlighting with Plastic
পুরুত্ব (Thickness)8.4 mm
সার্টিফিকেট (Certification)Not Declared

📱 Display

টেকনোলজি (Technology)OLED, 1B colors
ডিসপ্লে সাইজ (Screen Size)6.7 inches
স্ক্রীন রেজল্যুশন (Resolution)1080 x 2400 pixels, 20:9 ratio
রিফ্রেশ হার (Refresh Rate)Up to 145Hz
সুরক্ষা (Protection)Corning Gorilla Glass 5

💾 Storage

মেমোরী (RAM+Storage)256GB+12GB RAM, 128GB+8GB RAM
টাইপ (Type)UFS 3.1
সম্প্রসারণযোগ্য (Expandable)Expandable up to 512GB
স্লট টাইপ (Slot Type)No

📷 Camera

প্রধান ক্যামেরা (Main Camera)200 MP (wide) + 12 MP, (depth), 2X Optical Zoom 50 MP, (ultrawide)
বৈশিষ্ট্য (Features)Dual-LED Dual-tone Flash, Panorama, HDR
ভিডিও (Video)8K@30fps, 4K@30/60fps, 1080p@30/60/120/320/960fps
সেলফি ক্যামেরা (Selfie Camera)60 MP, f/2.2, (wide), 1/2.8″, 0.61µm
বৈশিষ্ট্য (Features)HDR
ভিডিও (Video)4K@30fps, 1080p@30fps

🎧 Sound

অডিও (Audio)Dual Stereo Speakers
লাউডস্পিকার (Loudspeaker)Yes
হেডফোন (Jack 3.5mm)Support standard Type-C earphone.

📡 Network Connectivity

ওয়্যারলেস (WLAN)Tri-band, Wi-Fi Direct, hotspot – International
ব্লুটুথ (Bluetooth)HSPA, LTE-A, 5G
জিপিএস (GPS)HSPA 42.2/5.76 Mbps, LTE-A (4CA) Cat18 1200/200 Mbps, 5G
এনএফসি (NFC)Yes
রেডিও (Radio)No
ইনফ্রারেড (Infrared port)Yes

🔋 Battery & Charging

ব্যাটারি (Battery Type)Non-removable Li-Po
ধারনক্ষমতা (Capacity)4610 mAh
চার্জার (Charging Mode)100% Charge Up to 19 minutes with 125W Fast charging (International)
টাইপ (USB Type)USB Type-C 3.1, USB On-The-Go, DisplayPort 1.4

⚙️ Security & More Features

SensorsYes, with dual-band A-GPS, GLONASS, BDS, GALILEO
SecurityFingerprint (under display, optical)

ক্যামেরা ফিচারস্ মটোরোলা এজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra)

মটোরোলা এইজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra) ফোনকে ক্যামরা ফোনও বলা যায় তার উচ্চ সর্ম্পূন ফিচারস সংযোজন করার কারনে। একটিটে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এই গঠন একটি 200MP (f/1.9) চওড়া সেস্নর যা তাদের ১ম কোনো ফোনে তারা ব্যবহার করেছে যা দিয়ে ‍আপনি সর্বউচ্চ 200MP ছবি তুলতে পারবেন। 50MP (f/2.2) আল্ট্রাওয়াইড, এবং 12MP (f/1.6) প্রোট্টেস ক্যামেরা লেনস নিয়ে গঠিত৷ ভিডিও ক্ষমতা হল 8K@30fps, 4K@30/60fps, 1080p@30/60/120/320/960fps, gyro-EIS, HDR10+ এবং gyro-EIS। সাপোর্টেড।

ডিসপ্লের ভিতরে একটি পানচুয়াল 60MP(f/2.2) সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরা ভেরিএন্ড অনুযায়ি চমৎকার ছবি এবং ভিডিও রেকর্ডিং করা যায়।ভিডিও ক্ষমতা হল 8K@24fps, 1080p@30/60/120fps, এবং gyro-EIS। সাপোর্টেড। এখানে আমি বলতে পারি মটোরোলা তাদের ক্যামেরা সেকশন আগের থেকে অনেক ডিভোল্পমেন্ট করেছে তা ক্যামেরার ছবি এবং ভিডিও পরিষ্কার ভাবে ফুঠে উঠেছে তা ১০০% বলা যায় আপনা কি মনে হয় তা কমেন করে যানাবেন !!!!

ব্যাটারি ও চার্জিং মটোরোলা এজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra)

মটোরোলা এইজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra) এই প্রথম নিয়ে এল ‍সুপার আল্ট্রা চার্জিং ব্যবস্থা যা ১২৫ ওয়ার্ড যা মাত্র ১৯ মিনিট সময় নেয় ফুল চার্জ হতে ৪৬১০ এমপিআর ব্যাটারির সাথে থাকছে ৬৮ ওয়ার্ড ওয়ারলেস চার্জার যা দিয়ে ১৫ মিনিট চার্জ দিলে চলবে ২৪ ঘন্টা সাথে থাকছে চার্জিং সেয়ারিং ফিচারস। বিশাল ব্যাটারি এবং সর্ট চার্জিং ব্যবস্থা থাকায় এর সাথে যুক্ত আপডেট ফিচারস থাকায় আমার কাছে ব্যাটারি ও চার্জিং সেটআপ অনেক ভালো লাগলো আপনার কাছে কেমন লাগে ????

পারর্ফোমেন্ট মটোরোলা এজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra)

মটোরোলা এইজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra) প্রসোসর দিয়েছে স্নাপড্রাগন ৮+ যা লেটেস্ট ভারসন এর সাথে থাকছে ৮/১২ এবং ১২৮ জিবি এস্টোরেজ (২৫৬ ও ৫১২) আপডেট করা যাবে আরো আছে অপারেটিং সিস্টেম এন্ডোইড ১২ । প্রসেসর ও এস্টোরেজ এবং আপডেট ফিচারস থাকায় ফোনে ভালো পারর্ফোমেন্ট দেখা যায় । এই কনফিগারের ফোন গেমিং, ভিডিও রেকডিং এবং ইডেডিং জন্য বেস্ট হবে। এসব ভারি কাজ করতে এই রকম ফোন আদশ্য বলে আমি জানি আপনার মতামত যানাবেন???

- Advertisement -

ডিসপ্লে (Motorola Edge 30 Ultra)

মটোরোলা এজ ৩০ আল্ট্রা (Motorola Edge 30 Ultra) -তে ব্যবহার করা হয়েছে সুপার প্রিমিয়াম Corning Gorilla Glass 5 এর সাথে থাকছে ওয়াটার প্রোট্রেকসন যা ডিসপ্লেকে পানি থেকে সুরক্ষা দিবে ৩০ মিনিট পর্যন্ত।

মটোরোলা এজ ৩০ আল্ট্রা (Motorola Edge+ 30 Ultra) বর্তমান ৮/১২৮ জিবি পাওয়া যাচ্ছে ৮৪০০০ এবং ১২/২৫৬ জিবি ৯৬০০০ টাকায় । যদিও এই ফোনটি একটি বিগ রেন্জ ফোনে যা থাকা দরকার মটোরোলা তা দিতে পেরেছে আমার কাছে তাই মনে হয় । আপনার কাছে অন্য আর কি পরিবর্তন হলে আরো বেটার হত কমেন করে যানাবেন????

মূল্যবান গাইডলাইন???

বন্ধুরা, আমাদের উপরের তথ্যের ভিত্তিতে আশা করি আপনি কিছুটা হলেও এই ডিভাইসটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী।

তবে, অবশ্যই যেকোন ফোন ডিভাইস ক্রয় করার পূর্বে তার ডিসপ্লে, র‌্যাম, প্রসেসর এই ৩টি বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ধন্যবাদ!!!

Share This Article
1 Comment
  • – Thanks so much Marcus! And, great to hear from you. How is the creative life in Atlanta? I would love to see some of your new work. Warmest regards, Genevieve

Leave a Reply