Twitter Logo Change To X: ইলন মাস্কেরে নির্দেশনায় অবশেষে বিশ্বের সবথেকে জনপ্রিয় সেলিব্রেটি সোশ্যাল প্লাটফর্ম টুইটারের লোগো পরিবর্তন করা হল। অনেকদিন ধরেই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছিলো যে টুইটার তার লোগো ও নাম পরিবর্তন করতে যাচ্ছে।
সেই অনুসারে লোগো ও নাম পরিবর্তন করা হল নতুন নাম নির্ধারন করা হয়েছে “X” । অবশ্য এই নাম নিয়ে সোশ্যাল মিডিয়া মহলে এখনো ধোয়াশা কাটেনি।
এই বছরের প্রথম দিকে আরো একবার পরিবর্তিত হয়েছিল টুইটারের লোগো। যা কিনা Dogecoin এর লোগো ছিল, নীল পাখির জায়গায় Dogecoin । তবে, টুইটার থেকে নীল পাখির লোগো আকস্মিকভাবে অপসারণের সঠিক কারণ সকলের অজানা। যাইহোক, এর মুগ্ধতা ছিল স্বল্পস্থায়ী। দ্রুত, পূর্ববর্তী লোগোটি পুনরায় আবির্ভূত হয়। এর আগে ইলন মাস্ক কুকুরছানার একটি ছবিও প্রকাশ করেছিলেন। ভারিক্কি টুইটারের রেকর্ডিংয়ের আগে একটি চেয়ারে বসে থাকা অবস্থায় তার পোষা ফ্লোকির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে টুইটার লোগো সহ নথিতে আচ্ছাদিত একটি টেবিল প্রদর্শন করা হয়েছে।
র্টুইটারের লোগো পরিবর্তন ”নিল পাখি” থেকে ”X”
ইলন মাস্ক বর্তমান বিশ্বের সেরা ধনীদের মধ্যে একজন, অবশ্যই সে বিজনেস সেক্টরে বসদের ও বস। সেই অনুপাতে যেহেতু টুইটারের নতুন লোগোটি পরিবর্তিত হয়েছে, অবশ্যই তার বিশেষ কোন কারন রয়েছে।
যাইহোক, লোগোটি খুব সিম্পল X, তবে কোন কোম্পানী বা ব্রান্ড একবার জনপ্রিয় হয়ে গেলে তার এই পরিবর্তনে তেমন কোন সমস্যা করবে না বলে আশা করা যায়।
টুইটার ক্রিয়েটর আপডেট (Twitter Creator Ads Revenue Program)
টুইটার লোগো পরিবর্তন করার সাথে সাথে আরেকটি বড় সুঃসংবাদ ঘোষনা দিল। টুইটার ক্রিয়েটর অ্যাড রিভেনিউ প্রগাম (Twitter Creator Ads Revenue Program), যার মাধ্যমে ক্রিয়েটরেরা এখন থেকে টাকা ইনকাম করতে পারবে টুইটারের এই অ্যাড রিভিনিউ প্লাটফর্মের মাধ্যমে।