ওয়ান প্লাস এইচ ২ভি (OnePlus Ace 2V) সেরা বাজেটে সেরা ফোন 2023!

TechPoth
5 Min Read

OnePlus Ace 2V (ওয়ান প্লাস এইচ ২ভি) বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রথম চাইনায় লঞ্চ করেছে। এবং সারাবিশ্বে আশা করা যাচ্ছে মার্চ মাসের মাঝের দিকে পাওয়া যেতে পারে। সেটটি যেহেতু ৫জি সাপোর্টেড এজন্য এর মেমোরি বা র‌্যাম দুটির পারফরমেন্সই খুব ভাল দেওয়ার চেষ্টা করেছে। তবে OnePlus কোম্পানি দাবি করছে যে সেটটি তাদের পূর্বের সকল মডেলের ডিজাইন থেকে আলাদা।

এছাড়াও সেটটির ডিসপ্লে সুরক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে AGC কোম্পানির নতুন প্রযুক্তি গ্লাস Asahi Glass, যারা মূলত বুলেটপ্রুফ গাড়ির গ্লাস নির্মান করে থাকে। ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 9000 যা 4 nm এর একটি শক্তিশালী ও উন্নত TSMC N4 শ্রেণীর উৎপাদন প্রক্রিয়া।

মেমোরি ও সিকিউরিটি

OnePlus Ace 2V -সেটে ব্যবহার করা হয়েছে ২৫৬জিবি ও ৫১২জিবির UFS 3.1 মেমোরি স্পেস। এবং সাথে থাকছে ১২জিবি ও ১৬জিবির দুটি মেমোরি ভ্যারিয়েন্ট… আপনি নিবেন কোনটা??

- Advertisement -

ফোনটি ৫জি কানেক্টেড হওয়ার কারনে আপনি অটোমেটিক কিছু ফাংশন বিল্ট-ইন পেয়ে যাবেন সিকিউরিটি হিসেবে। এছাড়াও ফোনটির সিকিউরিটি লকে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট যা অনায়াসে দুর্দান্ত কাজ করবে আপনার ফোন সিকিউরিটি সেকশনে।

ক্যামেরা ফিচারস্

OnePlus Ace 2V ফোনের পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এই গঠন একটি 64MP চওড়া, 8MP আল্ট্রাওয়াইড, এবং 2MP ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত৷ ডিসপ্লের নচের ভিতরে একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে। ভিডিও রেকর্ডিং ক্ষমতা হল 4K@30fps, 1080p@30/60/120fps, এবং gyro-EIS। সাপোর্টেড।

one plus Ace 2V
Image Source @OnePlusOfficialSite

অন্যদিকে, এটি একটি ডেডিকেটেড স্লট ব্যবহার করে মাইক্রোএসডিএক্সসি পর্যন্ত সমর্থন করতে পারে। অবশ্যই, Ace 2V-এ 80W দ্রুত চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। এতে ডুয়াল ন্যানো-সিম কার্ড স্লট রয়েছে। অর্থাৎ, Ace 2V 2G/3G/4G/5G সমর্থনযোগ্য। ডিসপ্লের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

OnePlus Ace 2V প্রাইস ইন বাংলাদেশ 💰 ৳38,999 12/16 GB RAM (আনুমানিক)
ব্রান্ড (Brand)OnePlus
মডেল (Model)OnePlus Ace 2V
ক্যাটাগরি (Category)Smartphone
নেটওয়ার্ক (Network)GSM / CDMA / HSPA / LTE / 5G
সিম (SIM)Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
মাপ (Dimensions)162.6 x 75.1 x 8.2 mm
ওজন (Weight)191.5 g
কালার (Colors)Black, Blue/Green
বাজারে মুক্তি (Released)Ex. March 15, 2023

📺 Hardware & Software

অপারেটিং সিস্টেম (OS)Android 13, ColorOS 13
চিপসেট (Chipset)Mediatek Dimensity 9000 (4 nm)
প্রসেসর (CPU)Octa-core (1×3.05 GHz Cortex-X2 & 3×2.85 GHz Cortex-A710 & 4×1.80 GHz Cortex-A510)
গ্রাফিক্স (GPU)Mali-G710 MC10
গঠন (Body Build)Glass front (Asahi Glass), aluminum frame, glass back (Gorilla Glass 5)
পুরুত্ব (Thickness)8.2 mm
সার্টিফিকেট (Certification)Not specified

📱 Display

টেকনোলজি (Technology)AMOLED, 1B colors, 120Hz, HDR10+
ডিসপ্লে সাইজ (Screen Size)6.74 inches
স্ক্রীন রেজল্যুশন (Resolution)1240 x 2772 pixels
রিফ্রেশ হার (Refresh Rate)Up to 90Hz
সুরক্ষা (Protection)Asahi Glass

💾 Storage

মেমোরী (RAM+Storage)256GB+12GB RAM, 256GB+16GB RAM, 512GB+16GB RAM
টাইপ (Type)UFS 3.1
সম্প্রসারণযোগ্য (Expandable)Expandable up to 512GB
স্লট টাইপ (Slot Type)No

📷 Camera

প্রধান ক্যামেরা (Main Camera)64 MP (wide) + 8 MP (telephoto) + 2 MP (ultrawide)
বৈশিষ্ট্য (Features)Dual-LED dual-tone flash, HDR, panorama
ভিডিও (Video)4K@30/60fps, 1080p@30/60/120fps, gyro-EIS
সেলফি ক্যামেরা (Selfie Camera)16 Megapixels (wide)
বৈশিষ্ট্য (Features)HDR, Panorama
ভিডিও (Video)1080p@30fps

🎧 Sound

অডিও (Audio)Stereo Speaker
লাউডস্পিকার (Loudspeaker)Yes
হেডফোন (Jack 3.5mm)No

📡 Network Connectivity

ওয়্যারলেস (WLAN) Wi-Fi 802.11, 2.4/5G dual band
ব্লুটুথ (Bluetooth)5.3, A2DP, LE, aptX HD
জিপিএস (GPS)GPS (L1+L5), GLONASS (G1), BDS (B1I+B1c+B2a), GALILEO (E1+E5a), QZSS (L1+L5)
এনএফসি (NFC)Yes, NFC-SIM
রেডিও (Radio)No
ইনফ্রারেড (Infrared port)Yes

🔋 Battery & Charging

ব্যাটারি (Battery Type)Li-Ion, non-removable
ধারনক্ষমতা (Capacity)4500 mAh
চার্জার (Charging Mode)80W wired Fast charging, 100% in 30 min (advertised)
টাইপ (USB Type)USB Type-C 2.0, OTG

⚙️ Security & More Features

SensorsAccelerometer, proximity, gyro, compass, color spectrum
SecurityFingerprint (under display, optical)

এই সেটটি বর্তমানে এখনো মার্কেটে লঞ্চ হয়নি তবে আশা করা যাচ্ছে, অনপ্লাস ২০২৩ মার্চ মাসেই সেটটি বাজারে উন্মুক্ত করবে। তবে সেটটির দামের কথা যদি চিন্তা করি তাহলে বলা যায় অনপ্লাস এইচ ২ভি (OnePlus Ace 2V) আনুমানিক প্রাইস হবে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে।

সেটটি আপনারা দুটি র‌্যাম ভেরিয়েন্টে পাবেন ১২জিবি ও ১৬জিবি এবং সাথে থাকছে ২৫৬জিবি ও ৫১২জিবি এর মেমোরি ক্যাপাসিটি।

- Advertisement -

মূল্যবান গাইডলাইন???

বন্ধুরা, আমাদের উপরের তথ্যের ভিত্তিতে আপনার কিছুটা হলেও এই ডিভাইসটি সম্পর্কে ধারনা হলো। তবে যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী।

তবে অবশ্যই যেকোন ফোন ডিভাইস ক্রয় করার পূর্বে তার ডিসপ্লে, র‌্যাম, প্রসেসর এই ৩টি বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ধন্যবাদ!!!

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
Leave a comment

Leave a Reply