বর্তমান সময়ের সবথেকে সাড়া জাগানো কিছু মোবাইল ফোনের মধ্যে রিয়েলমি ৯ প্রো একটি। এটি স্বল্প মূল্যের একটি আদর্শ হ্যান্ডসেট। কারন আপনি সেটটি বাংলাদেশ মার্কেটে প্রায় ২৮ হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারবেন, যেটাতে থাকছে ৮জিবি র্যাম ও ১২৮ জিবি মেমোরি স্টোরেজ সুবিধা।
এছাড়াও সেটটিতে ব্যবহার করা হয়েছে ৫জি সাপোর্টেড 6 nm এর একটি স্নাপড্রাগনের চিপসেট যা খুবই শক্তিশালী পারফরমেন্স প্রদান করতে সক্ষম। এই ফোনটির আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
চিপসেট ও অপারেটিং সিস্টেম
রিয়েলমি ৯ প্রো-তে ব্যবহার করা হয়েছে ৫জি সাপোর্টেড Snapdragon 695 চিপসেট। যা অনায়াসে বলা যায় আপনার ডিভাইসটিকে দ্রুতগতি সম্পন্ন ও স্বাচ্ছান্দে ব্যবহার করতে সাহায্য করবে। এছাড়াও এতে রয়েছে Octa-core এর প্রসেসর।
রিয়েলমি ৯ প্রো Android 12 প্লাটফর্মে বাজারে এসেছে। এবং সবথেকে রিয়েলমি প্রেমিদের জন্য বড় আকর্ষন হচ্ছে এটি Realme UI 3.0 এর সাথে পাওয়া যাচ্ছে। যা নতুন নতুন ডিজাইন, থিম ও নান্দনিক সব ফিচার নিয়ে গড়া হয়েছে। আসলে আমি নিজেও একটি রিয়েলমি ফোন ব্যবহার করি ১-২ বছর ধরে। কিন্তু সত্যি কথা বলতে কি আমি এই কয় বছরের মধ্যে সেটটিতে তেমন কোনই সমস্যা ফেস করিনি। তাই নিঃসন্দেহে বলতে পারি রিয়েলমি বরাবরই সেরা পারফরমেন্স সম্বলিত ফোনই বাজারে ছাড়ে।
ক্যামেরা ফিচারস্
রিয়েলমি সাধারনত অন্যন্য ডিভাইসের থেকে ভাল ক্যামেরাই প্রদান করে। আপনারা এই রিয়েলমি ৯ প্রো সেটটির সাথে প্রধান ক্যামেরা হিসেবে পাবেন ৬৪ মেগাপিক্সেল সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স। যা বলা চলে একজন ট্রাভেল বা ফটো প্রেমিদের জন্য যথেষ্ঠ।
এছাড়াও আপনি ফোনটির মাধ্যমে ১০৮০পি এর ভিডিও করতে পারবেন এবং অন্যন্য ফিচারস্ এর মধ্যে Rear LED flash, HDR, Panorama ইত্যাদি তো থাকছেই।
এখন, আমরা যদি সেলফির দিকটা খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে ১৬ মেগাপিক্সেল এর লেন্স ব্যবহার করা হয়েছে যা 1080p ভিডিও করতে সক্ষম ও HDR, Panorama ইত্যাদি সহ।
ডিসপ্লে ও হার্ডওয়্যার
রিয়েলমি ৯ প্রোতে সামনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গড়িলা গ্লাস ও পেছনে ক্রাচ প্রুফ প্লাসটিক বডি। তবে আমি এই দামের ফোনে ডিসপ্লে IPS LCD ব্যবহার করাতে তেমন সন্তুষ্ট হতে পারিনি। কারন বর্তমানে এই রেঞ্জের সেটে অনেক ভাল ফুল এইচডি ডিসপ্লে পাওয়া যায়।
সেটটি সাইজ ৬.৬ ইঞ্জি ও ডাইমেনশন 164.3 x 75.6 x 8.5 mm । সেটটির ওজন বলতে গেলে কিছুটা বেশিই ১৯৫ গ্রাম। যা এক হাতে ব্যবহার করতে গেলে ইউজারদের মাঝে মধ্যে বেগ পেতে হবে। তবে ডিসপ্লেতে 120Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এজন্য আপনার গেমিং বা নরমাল ব্যবহারের ক্ষেত্রে কোন ঝামেলাই পড়তে হবে না।
ব্যাটারি ও চার্জিং টাইপ
৬এনএম এর চিপসেট হিসেবে আপনি ব্যাটারি ব্যাকআপ ভালই পাবেন। তারপরও এখানে 5000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং সাথে ৩৩ওয়াট এর ক্যাবল ফার্স্ট চার্জিং থাকছে।
আর সিকিউরিটির দিক বিবেচনা করলে দেখা যাবে যে এটা সাধারনত ৫জি কানেক্টেড নেটওয়ার্ক সিকিউরিটি বিল্ট ইন। তবে ডিভাইসটির লক সিকিউরিটি জন্য আপনি সাইড ফিঙ্গার লক ব্যবহার করতে পারেন সাথে AI Face লকিং সিস্টেমতো থাকছেই।
রিয়েলমি ৯ প্রো ৫জি প্রাইস ইন বাংলাদেশ 💰 ৳27,999 8/128 GB (approx.) |
---|
ব্রান্ড (Brand) | Realme |
মডেল (Model) | Realme 9 Pro 5G |
ক্যাটাগরি (Category) | Smartphone |
নেটওয়ার্ক (Network) | GSM / HSPA / LTE / 5G |
সিম (SIM) | Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by) |
মাপ (Dimensions) | 164.3 x 75.6 x 8.5 mm |
ওজন (Weight) | 195 g |
কালার (Colors) | Midnight Black, Aurora Green, Sunrise Blue |
বাজারে মুক্তি (Released) | February 23, 2022 |
📺 Hardware & Software
অপারেটিং সিস্টেম (OS) | Android 12, Realme UI 3.0 |
চিপসেট (Chipset) | Qualcomm Snapdragon 695 5G (6 nm) |
প্রসেসর (CPU) | Octa-core (2×2.2 GHz Kryo 660 Gold & 6×1.7 GHz Kryo 660 Silver) |
গ্রাফিক্স (GPU) | Adreno 619 GPU |
গঠন (Body Build) | Gorilla Glass, Plastic body |
পুরুত্ব (Thickness) | 8.5mm |
সার্টিফিকেট (Certification) | No Certificate declare. |
📱 Display
টেকনোলজি (Technology) | IPS LCD |
ডিসপ্লে সাইজ (Screen Size) | 6.6 inches |
স্ক্রীন রেজল্যুশন (Resolution) | 1080 x 2412 pixels |
রিফ্রেশ হার (Refresh Rate) | Up to 120Hz |
💾 Storage
মেমোরী (RAM+Storage) | 128GB+6GB RAM, 128GB+8GB RAM |
টাইপ (Type) | UFS 2.2 |
সম্প্রসারণযোগ্য (Expandable) | Expandable up to 1TB |
স্লট টাইপ (Slot Type) | microSDXC (uses shared SIM slot) |
📷 Camera
প্রধান ক্যামেরা (Main Camera) | 64 MP (wide) + 8 MP (ultrawide) + 2 MP (macro) |
বৈশিষ্ট্য (Features) | Rear LED flash, HDR, Panorama |
ভিডিও (Video) | 1080p@30/60/120fps, 720p@960fps |
সেলফি ক্যামেরা (Selfie Camera) | 16 MP |
বৈশিষ্ট্য (Features) | HDR |
ভিডিও (Video) | 1080p@30/60fps |
🎧 Sound
অডিও (Audio) | Stereo Sound |
লাউডস্পিকার (Loudspeaker) | Yes |
হেডফোন (Jack 3.5mm) | Yes |
📡 Network Connectivity
ওয়্যারলেস (WLAN) | Wi-Fi 802.11, 2.4/5G dual band |
ব্লুটুথ (Bluetooth) | 5.1, A2DP, LE, aptX HD |
জিপিএস (GPS) | Yes, with GPS/AGPS+GLONASS+GALILEO |
এনএফসি (NFC) | Yes |
রেডিও (Radio) | No |
ইনফ্রারেড (Infrared port) | No |
🔋 Battery & Charging
ব্যাটারি (Battery Type) | Li-Ion, non-removable |
ধারনক্ষমতা (Capacity) | 5000 mAh |
চার্জার (Charging Mode) | Fast charging 33W wired |
টাইপ (USB Type) | USB Type-C 2.0 |
⚙️ More Features
Sensors | Proximity sensor | Ambient light sensor | Accelerometer | Electronic compass | IR blaster |Gyroscope, proximity, compass |
Security | Fingerprint (side-mounted), AI Face Unlock |
এই সেটটি দুই ভার্শনে পাওয়া যায় একটি গ্লোবাল ভার্শন ও আরেকটি ইন্ডিয়ান ভার্শন।
I think the admin of this web site is genuinely working hard for his website, because
here every information is quality based data.
Thanks for your comment.