আজ আমরা হাজির হয়েছি গুগল এডসেন্স পাওয়ার উপায় নিয়ে কিছু সহজ কৌশল আপনাদের সাথে শেয়ার করতে। যারা আপনারা গুগল এডসেন্স এপ্রুভ করাতে ইচ্ছুক অথবা যারা অনেকবার গুগল এডসেন্স এর আবেদন করেও রিজেক্টেড হয়েছেন তাদের জন্য অনেক স্পেশাল হতে চলেছে আজকের এই অনুচ্ছেদটি।
কারন আজ আমি আপনাদের সাথে আমার লাইভ এক্সপেরিয়েন্স শেয়ার করবো। অনেকেই প্রশ্ন করে থাকে যে, কিভাবে আমি আমার সাইটের জন্য গুগল এডসেন্স এপ্রুভাল নিবো? আশাকরি আজকের পর থেকে আপনাদের আর কোন কৌতুহল থাকবে না এই গুগল এডসেন্স এপ্রুভ নেওয়ার ব্যাপারে।
দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায়, কিভাবে গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন, গুগল এডসেন্স এর নিয়ম, গুগল এডসেন্স এপ্রুভ, গুগল এডসেন্স একাউন্ট ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে আজকের পর্বটি।
পড়ুনঃ
- গুগল ইনডেক্সিং কি? একটি নতুন পোষ্ট ইনডেক্সিং করার শুরু থেকে শেষ?
- গুগল ইমেজ কি? সাইটের ইমেজ গুগল সার্চে কেন দেখাচ্ছে না?
7টি কৌশলে গুগল এডসেন্স পাওয়ার উপায়
গুগল এডসেন্স এপ্রুভ খুবই গুরুত্বপূর্ন একটি বিষয় যারা নতুন ব্লগিং শুরু করেছে এবং এখনো গুগল মনিটাইজেশন পায়নি। গুগল মনিটাইজেশন পেতে কিছু নিয়ম-নীতি মেনে কাজ করতে হয়। কারন দিন-দিন মনিটাইজেশন প্রাপ্ত সাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গুগলের নিয়ম ও কঠোর থেকে কঠোরতর হচ্ছে। তাই আপনি যদি ওয়েবসাইটে মনিটাইজেশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নীতি পালন করতে হবে। নিচে তার বিস্তারিত আলোচনা করা হলঃ
০১. ভাল মানের এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা
আপনি যদি আপনার সাইটের মনিটাইজেশন প্রথম আবেদনেই পেতে চান। তাহলে আপনাকে প্রথম থেকেই আপনার সাইটের প্রতিটা পোস্ট এসইও ফ্রেন্ডলি নীতি মেনে লিখতে হবে। এসইও কি এবং কিভাবে কাজ করে এর সম্পর্কে আমরা কমবেশি প্রায় সকলেই জানি। আপনি যদি এসইও সম্পর্কে জানতে চান তাহলে আমাদের পূর্বের এসইও পোষ্টটি পড়ে আসুন।
একটি সাইটের ভাল মানের কন্টেন্ট একটি সাইটকে গুগল এডসেন্স পেতে সাহায্য করে। এটি খুবই গুরুত্বপূর্ন একটি কৌশল।
এবং গুগল প্রতিনিয়ত তাদের বিভিন্ন প্রতিবেদনে উল্ল্যেখ করে যে ভাল মানের কন্টেন্ট খুব দ্রুত একটি সাইটকে গুগল সার্চে যায়গা করে দেয়। তাইতো মিলিয়ন মিলিয়ন ডাটার মধ্যে আপনাকে আলাদা করতে অবশ্যই আপনার লেখাটা বা অনুচ্ছেদটি ভিন্ন হতে হবে। এবং অবশ্যই অন্যের কোনো লেখা বা পোস্ট কপি পেস্ট করা থেকে সম্পূর্ন বিরত থাকতে হবে।
০২. ওয়েবসাইটের পোষ্ট সংখ্যা ও বয়স
ওয়েবসাইটের পোষ্ট সংখ্যা ও বয়সসীমা নিয়ে অনেক মানুষের মধ্যে ভ্রান্ত ধারনা রয়েছে। আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো।
প্রথমত, একটি সাইটের গুগল এডসেন্স পাওয়ার জন্য নির্দিষ্ট কোন পোস্ট সংখ্যার উল্ল্যেখ গুগল থেকে করা হয়নি। তবে হ্যা, আপনি যদি কম সংখ্যাক পোষ্ট করে গুগল এডসেন্স এর জন্য অ্যাপ্লাই করেন। তাহলে গুগল থেকে কিছু মেসেজ প্রদান করে যেমন- Low Value Content, Thin Content ইত্যাদি।
তাই বিভিন্ন ব্লগার স্পেশালিস্টরা তাদের নিজস্ব অ্যানালাইসিস এর মাধ্যমে কিছু সূত্র বেড় করেছে। যার মাধ্যমে একটি নতুন সাইটের এডসেন্স পেতে সাইটটিতে সর্বনিম্ন ২০-২৫টি পোস্ট ইনডেক্স করতে হবে এবং প্রতিটি পোষ্ট অবশ্যই ৫০০-৬০০ ওয়ার্ড এর উপর লিখা হলে ভাল হয়। এর মানে শুধুমাত্র আপনার সাইটের ২০-২৫টি পোষ্ট থাকলেই হবে না, সেগুলো সফলভাবে গুগলে ইনডেক্স হতে হবে। এছাড়াও আপনার পোষ্টের মধ্যে ২-৩টি পিলার কন্টেন্ট থাকা জরুরি যা কিনা ১৫০০+ ওয়ার্ড এর উপর লিখা থাকবে।
দ্বিতীয়ত, এখন আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট ওয়েবসাইটের বসয়সীমা নিয়ে আলোচনা করবো। আসলে একটি সাইটের বয়স কতদিন হলে গুগল এডসেন্সে অ্যাপ্লাই করা যাবে তার কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। অনেকে বলে, অন্তত ছয় মাস পরে অ্যাপ্লাই করতে হয়। তবে আমার মতে, সঠিক সময়সীমা বলে কিছু নেই। আপনার সাইটের পূর্নাঙ্গ অবকাঠামো ও পোষ্ট সংখ্যা যদি সঠিক থাকে, তাহলে আপনি একটি সাইট খোলার ১৫দিন পরেও গুগল এডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে পারেন।
আরো বিস্তারিত জানতে আমাদের পূর্বের ২১ দিনে গুগল এডসেন্স মনিটাইজেশন পোষ্টটি একবার পড়ে আসুন।
০৩. কোম্পানি সম্পর্কে পেজ তৈরি করা
আমরা এখন যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো এটা আমরা অনেকেই মিস করে যায়। গুগল সাধারনত একটি সাইটে মনিটাইজেশন দেওয়ার পূর্বে বোঝার চেষ্টা করে যে সাইটটি কি, কোথায় তৈরি হয়েছে এবং কোন উদ্দেশ্যে তৈরি হয়েছে। তাই একটি সাইটের জন্য ’About Us, Contact Us, Privacy Policy’ ইত্যাদি পেজগুলো থাকা জরুরি।
তাই এই পেজগুলো তৈরি করার মাধ্যমে আপনি আপনার বৈধতা সকলের মাঝে প্রকাশ করতে পারেন। এছাড়াও এই পেজগুলো থেকে আপনার কোন দর্শক চাইলেই আপনার সাথে সহজেই যোগাযোগ করতে পারবে। তাই পেজগুলো যদি আপনার সাইটে থেকে না থাকে। তাহলে অবশ্যই পেজগুলো তৈরি করুন।
আরো পড়ুনঃ
- পেনড্রাইভ বুটেবল করার পদ্ধতি শুরু থেকে শেষ [Windows 10]
- মাত্র ২ মিনিটে সাদাকালো ছবি কালার করার সম্পূর্ন নিয়ম!
- সেরা 5টি কপিরাইট ফ্রি ইমেজ ওয়েবসাইট 2022
০৪. গুগল এডসেন্স এর নীতি মেনে কাজ করা
আসলে গুগল এডসেন্স এর নীতি মেনে যদি আপনি আপনার সাইটটিকে সাজান। তাহলে আপনাকে মনিটাইজেশন পেতে আর বেগ পেতে হবে না। তবে আপনার সাইটটি যদি গুগল এডসেন্স এর কোন নীতিমালা ভঙ্গন করে থাকে। তাহলে আপনি শত চেষ্টা করেও গুগল এডসেন্স পাবেন না। তাইতো শুরু করার পূর্বে গুগল এডসেন্স নীতিমালা সম্পর্কে কিছুটা জেনে নিন।
Google AdSense এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন- আপনার সাইটে যদি কোন যৌনতা, হত্যা, সন্ত্রাস, বিস্ফোরক, বন্দুক, তামাক, বিনোদনমূলক ওষুধ, অ্যালকোহল বিক্রি, অনলাইন জুয়া, প্রেসক্রিপশনের ওষুধ এবং অননুমোদিত ফার্মাসিউটিক্যালস বা সম্পূরকগুলির মতো জঘন্য বিষয় থেকে থাকে। তাহলে আপনার সাইটটি মনিটাইজেশন এর আওতায় কখনই পড়বে না।
এছাড়াও শিশুদের জন্য ক্ষতিকার এমন কোন বিষয় সম্পর্কিত ভিডিও বা বিষয়বস্তুর আলোচনা যদি আপনার সাইটে থেকে থাকে তাহলেও আপনি মনিটাইজেশন পাবেন না। দিন-দিন গুগল এডসেন্স এর নীতিমালা অনেক বেশি কঠোর হয়ে যাচ্ছে। কারন সারা বিশ্বব্যাপি প্রায় ২০ লক্ষেরও অধিক গুগল এডসেন্স ব্যবহারকারী।
০৫. কপিরাইট ছবি ব্যবহার থেকে বিরত থাকা
এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ন একটি সাইটের দীর্ঘায়ু পাওয়ার জন্য। কপিরাইট ছবি একটি সাইটকে ধ্বংস করে দিতে পারে। আপনারা যারা নতুন সাইট তৈরি করেছেন বা পুরাতন সকলের জন্য এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ন। আপনারা যারা গুগল থেকে ছবি ডাউনলোড করে সরাসরি ব্যবহার করেন, তাদের জন্য আজকের এই পোষ্টটি।
আপনার সাইটে কপিরাইটযুক্ত ছবি ব্যবহার থেকে বিরত থাকুন। এবং প্রয়োজনে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করে ব্যবহার করুন। কপিরাইট ছবি অনুমতি ছাড়া ব্যবহার করলে ছবির মালিক বা ফটোগ্রাফার সেই ছবির বিপরিতে রিপোর্ট বা ক্লেইম করে থাকে। যার ফলে আপনার সাইটটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
আমাকে অনেকেই বলে থাকে যে ভাই, আপনার সাইটের সুন্দর সুন্দর ছবি কি প্রিমিয়াম বা ক্রয় করা ছবি? উত্তর টা হল একদমই নয় সকল ছবিগুলো ফ্রি স্টক ইমেজ সাইট থেকে ডাউনলোড করা ছবি। তবে হ্যা কিছু ছবি আছে যা ব্যবহার করার জন্য অবশ্যই অথোরকে ক্রেডিট প্রদান করতে হয় অন্যথায় সে রিপোট করতে পারে। কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার কিছু ওয়েবসাইট pexels, pixabay, freepik ইত্যাদি।
০৬. ওয়েবসাইটের বিষয় সম্পর্কিত পোষ্ট করা
একটি ওয়েবসাইটের মনিটাইজেশন বা গুগল এডসেন্স পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ন বিষয় হল নিয়ম মেনে ওয়েবসাইটের বিষয় সম্পর্কিত পোষ্ট করা। তারমানে আপনার সাইটটি যে বিষয়ের উপর নির্মিত হয়েছে সেই সম্পর্কিত পোষ্ট করা। এমন অনেকে আছে যে একটি সাইট তৈরি করার সময় একটি বিষয় নির্বাচন করে। তবে আস্তে আস্তে বিষয়টি পরিবর্তন হয়ে যায় এবং বিভিন্ন ধরনের পোষ্ট করে থাকে।
এর ফলে আমরা যখন গুগল এডসেন্স এর জন্য অ্যাপ্লাই করি, তখন গুগল সাইটটিতে ভিজিট করে। এবং বোঝার চেষ্টা করে যে সাইটটি আসলে কোন বিষয়ের উপর নির্মিত। তবে আপনার সাইটটি যদি বিভিন্ন বিষয়ের উপর হয়ে থাকে। তাহলে গুগল মনিটাইজেশন পেতে বেগ পেতে হবে।
তাই আপনারা যারা ব্লগিং করছেন বা নতুন সাইট তৈরি করার কথা ভাবছেন তাদের জন্য বলি, সাইটটি তৈরি করার পূর্বে অবশ্যই আপনি সাইটের বিষয় সম্পর্কে আগে ভেবে নিন। ব্লগিং সাইটের মধ্যে বর্তমানে কয়েকটি বিষয় খুব জনপ্রিয় যেমন- টেকনোলজি, ফুড, ট্রাভেল গাইড, হেলথ টিপস, বিউটি টিপস, এছাড়াও বিভিন্ন তথ্য সম্পর্কিত সাইট।
০৭. এডসেন্স আবেদন করার সময় অন্যান্য বিজ্ঞাপনগুলি সরান
এখন আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল গুগল ছাড়া অন্যান্য বিজ্ঞাপন সাইটে প্রদর্শন না করা। আসলে আপনি যদি গুগল এডসেন্স-এ অ্যাপ্লাই করতে চান তাহলে নিশ্চিত করুন যে আপনার সাইটে অন্য কোন কোম্পানির বিজ্ঞাপন নেই। কারন Google তার পরিষেবার শর্তাবলীতে বলে যে Google AdSense-এর সাথে অন্য বিজ্ঞাপন নেটওয়ার্কগুলি ব্যবহার করা 100% জরিমানা।
আপনি যখন এডসেন্স এর আবেদন করে থাকেন, তখন আপনার সাইটটি একজন গুগল কর্মী ভিজিট করে থাকে। ভিজিট করার সময় যদি দেখে যে আপনার সাইটে বিভিন্ন যায়গায় অন্য বিজ্ঞাপনদাতার এড প্রদর্শন করছে। তখন গুগল সাইটটিকে মনিটাইজেশন দেয় না। এজন্য সবসময় খেয়াল করবেন যে অন্তত, যখন মনিটাইজেশন এর অ্যাপ্লাই করবেন তখন সকল ধরনের এড সাইট থেকে মুছে ফেলবেন।
একটি সাইট আবেদন করার প্রায় ৭-১৫ কার্যদিবসের মধ্যে মনিটািইজেশন অন হয়ে যায়। আর যদি কোন সমস্যা থাকে তাহলে আরো সময় নিতে পারে। অন্যথায় সাইটটিকে প্রাথমিকভাবে রিজেক্ট করে পুনরায় কিছু সংশোধন এর নোটিশ দিয়ে অ্যাপ্লাই করার জন্য বলবে।
পরিশেষেঃ
গুগল এডসেন্স বিশ্বের সর্ববৃহত্ত ও জনপ্রিয় অনলাইট এডভার্টাইজমেন্ট প্লাটফর্ম। তাই আপনি যদি মনে করেন যে আপনার সাইটের জন্য গুগল এডসেন্স এপ্রুভাল দরকার। তাহলে আমাদের উপরের গাইডলাইনগুলো মেনে কাজ করুন। আশাকরি আপনার সাইটটি মনিটাইজেশন পেতে কোন বেগ পেতে হবে না।
আমরা যারা প্রতিনিয়ত ব্লগিং করে থাকি। তাদের অনেকের একটি টার্গেট থাকে যে সাইটটির মনিটাইজেশন এপ্রুভ করা। কারন এই মনিটাইজেশন এর মাধ্যমে আমরা আমাদের আর্থিক সাপোর্টটি পেতে পারি।