টেকনো স্পার্ক 20 প্রো (Tecno Spark 20 Pro) 15 ডিসেম্বর ঘোষনা দেওয়ার পর থেকেই এর চাহিদা বা যোগান বাড়তে শুরু করেছে। সেটটি ঘোষনা দেওয়া মাত্রই ভালই সাড়া ফেলে দিয়েছে। টেকনো স্পার্ক 20 প্রো মডেলের পেছনের ডিজাইনটি দেখতে অনেকটা আইফোন ১৪ প্রো এর মত।
সেটটিতে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপসেট Helio G99 এবং ক্যামেরা সেকশনেও অনেক ডেভেলপ করা হয়েছে পূর্বের তুলনায়। যাইহোক, চলুন আমরা সেটটির টেকনিক্যাল স্পেশিফিকেশন একবার দেখে নেই।
আমি একজন প্রযুক্তি প্রেমী। সবসময় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। এই সেক্টরে আমার অভিজ্ঞতা প্রায় ১০+ বছর। টেকপথ আমার একটি স্বপ্ন যাত্রার নাম। প্লাটফর্মটি প্রতিষ্ঠার মূল উদ্দ্যেশ্য সহজ ভাষায় প্রযুক্তি সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। এজন্য সকলের শুভকামনা আশা করি। ধন্যবাদ! নিজে পড়ুুন ও অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন।