৬০দিন ফ্রি: গুগল অ্যাডভান্সড এআই জেমিনি । সাবস্ক্রিপশন মাত্র $20/মাসে

Md. Abdur Rahman
2 Min Read
Image by iuriimotov on Freepik

গুগল অ্যাডভান্সড এআই মডেল জেমিনি (Gemini), যেটা প্রথমে বার্ড নামে পরিচিত ছিল। কিন্তু এই মাসেই গুগল জানিয়েছে যে গুগল বার্ডের বিদায়। এবং গুগল বার্ডের পরিবর্তে আসছে জেমিনি যা অনেক শক্তিশালী এবং বার্ডের থেকে আরো বেশি উন্নত।

তবে, গুগল জানিয়েছে জেমিনি প্রিমিয়াম বা অ্যাডভান্সড জেমিনি ব্যবহার করতে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে। যারা সম্পূর্ন ফ্রি ব্যবহার করতে চান তাদের জন্যও অপশন রেখেছে হতাশ হওয়ার কোন কারন নেই। বর্তমানে তারা জেমিনি বেসিকটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ন ফ্রি।

গুগল জেমিনি ৬০দিন ফ্রি সাথে ২টেরাবাইট স্টোরেজ

এছাড়াও আরেকটি সুযোগ করে দিয়েছে, আপনার যদি কোন ইন্টারন্যাশনাল কার্ড থাকে তাহলে আপনি খুব সহজেই গুগলের অ্যাডভান্সড এই জেমিনি এর প্রিমিয়াম ভার্শনটি প্রথম ৬০দিন সম্পূর্ন ফ্রি ব্যবহার করতে পারবেন সাথে ২টেরাবাইট স্টোরেজ সুবিধা। এবং ফ্রি মেয়াদ শেষ হলে $20/মাসে সাবস্ক্রাইব চার্জ দিতে হবে।

- Advertisement -

তবে, এই ৬০দিনের যেকোন সময় আপনি চাইলে প্লানটি বন্ধ করে দিতে পারবেন।

Google Gemini Subscription Fees
Google Gemini Subscription Fees

আপনাদের দেখানোর জন্য আমরা সাবস্ক্রাইব করে দেখলাম এর ক্ষমতা। আসলেই গুগল জেমিনি অন্যান্য এআই থেকে অনেক বেশি উন্নত ও কম খরচ। কারন গুগল বিশ্বের নাম্বার ওয়ান ইন্টারনেট সার্ভিস প্রভাইডার কোম্পানি। সেখান থেকে আমি গুগল জেমিনিকে ১০ এর মধ্যে ১০ ই দিতে চাই।

Google Gemini Advanced with Coding
Google Gemini Advanced with Coding

গুগল জেমিনি টু জিপিটি ৪

আপনি এই অ্যাডভান্সড গুগল এআই এর মাধ্যমে অনেক কিছুই করতে পারবেন, আপনার কোডিং জ্ঞানের ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন সেটা হোক এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এছাড়াও এর মাধ্যমে আপনি যেকোন মডেল প্রশ্ন জিজ্ঞেস করে এর যথাযথ উত্তর গ্রহন করতে পারবেন।

আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যেকোন এআই পিকচার জেনারেট করতে পারবেন। গুগল জেমিনি বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী ও ক্যাপাবল এআই মডেল নিচে তার একটি চিত্র দেওয়া হল:

Google to GPT-4 Comparison of Power
Google to GPT-4 Comparison of Power

আশাকরি, গুগল অ্যাডভান্সড এআ জেমিনি আমাদের সকলের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করতে এবং আমাদের প্রতিদিনের জীবন ব্যবস্থ্যায় আরো বেশি সহযোগী হয়ে উঠবে।

- Advertisement -

বর্তমানে আমরা সফটওয়্যার নির্ভর হয়ে পড়ছি কিন্ত কি করা। আপনি চাইলে এর বাহিরেও থাকতে পারবেন না। কারন প্রযুক্তির বাহিরে থাকলে আপনার গ্রথ হবে খুবই সামান্য যা বর্তমান বিশ্বের সাথে তাল মেলানোটা একটি চ্যালেঞ্চ হয়ে দারিয়েছে। ধন্যবাদ সবাইকে!

Share This Article
Md. Abdur Rahman
By Md. Abdur Rahman Founder & Editor
Follow:
আমি একজন প্রযুক্তি প্রেমী। সবসময় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। এই সেক্টরে আমার অভিজ্ঞতা প্রায় ১০+ বছর। টেকপথ আমার একটি স্বপ্ন যাত্রার নাম। প্লাটফর্মটি প্রতিষ্ঠার মূল উদ্দ্যেশ্য সহজ ভাষায় প্রযুক্তি সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। এজন্য সকলের শুভকামনা আশা করি। ধন্যবাদ! নিজে পড়ুুন ও অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন।
Leave a comment

Leave a Reply