১৫টি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট সম্পর্কে জেনে নিন!

TechPoth
10 Min Read

জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এর চাহিদা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে, কারন টেকনোলজির চাহিদা ও বিকাশ খুব দ্রুততার সাথে বেড়েই চলেছে। তাইতো, আমরা আজ আপনাদের সাথে এমন কিছু অনলাইন বাংলা ব্লগ সাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যা আপনারা অনুসরন করে জানতে পারবেন বিভিন্ন বিষয় সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

সারাবিশ্ব যেখানে দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে সেখানে আপনি যদি চুপটি করে বসে থাকেন তাহলে অনেক বিষয় সম্পর্কে অজানাই থেকে যাবে। তাইতো আপনাকে জানতে হবে। বিশ্বের বড় বড় যত সফল ব্যক্তিরা সকলেই কিন্তু বই পড়ার ক্ষেত্রে একমত এবং সকলেই বেশি বেশি বই পড়ার পরামর্শ দিয়ে থাকেন।

কারন আপনি যখন সফল হবেন বা সফল হওয়ার জন্য চেষ্টা করবেন, তখন আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য দরকার পড়বে কিছু প্রয়োজনীয় গাইডলাইন যা এই বই পড়েই অর্জন করতে পারবেন। তবে, ২০২৩-এ দাড়িয়ে অনেকেই হয়ত বই পড়ার ক্ষেত্রে অজুহাত খোজেন। দেখুন বিশ্ব এখন দ্রুত পরিবর্তনশীল তাই এর সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে অন্যথায় পিছিয়ে পরবেন।

- Advertisement -

আপনি চাইলে, অনলাইনেও কিছু ভাল ব্লগ সাইট অনুসারন করতে পারেন যেখানে প্রতিনিয়ত আপনি নতুন নতুন তথ্য জানতে পারবেন। এবং এর জন্য আপনাকে কিন্তু কোন বই কিনতে হবে না বা কোন প্রিপারেশনেরও প্রয়োজন নেই; যেখানেই থাকেন যেভাবে থাকেন পড়া শুরু করে দিতে পারবেন। নিচে আমরা আপনাদের জন্য এমন কিছু অনলাইন ব্লগ সাইট এর বর্ননা করবো যা আপনিও অনুসরন করে শিখতে পারবেন অনেক কিছু।

আরো পড়ুনঃ

১৫টি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

1. টেকপথ (TechPoth):

TechPoth-Logo - টেকপথ লোগো
  • Website URL: https://techpoth.com/
  • টেকপথ.কম বাংলাদেশের একটি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট। এই ব্লগটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে প্রতিনিয়ত টেকনলজিক্যাল তথ্য পাবলিশ করা হয়। এর মধ্যে আছে ফ্রিল্যান্সিং, ব্লগিং, বায়োগ্রাফি, অনলাইন টুলস ও সফটওয়্যার পরিচিতি ইত্যাদি। এখানে প্রযুক্তির বিভিন্ন বিষয়ে তথ্যপূর্ণ ও বিস্তারিত আলোচনা করা হয়।
  • টেকপথে আপনারা কম্পিউটার, মোবাইল, সফটওয়্যার, ইন্টারনেট, হার্ডওয়্যার, ডিজিটাল মার্কেটিং, ইত্যাদি বিষয়েও বিভিন্ন ধরনের লেখা পাবেন। এই ব্লগের প্রতিষ্ঠাতা ও সম্পাদক হলেন মোহাম্মদ আব্দুর রহমান।

2. প্রথমআলো টেক (ProthomAlo Tech):

  • Website URL: https://www.prothomalo.com/technology
  • প্রথম আলো বাংলাদেশের বা বাংলা নিউজ পেপারের মধ্যে অন্যতম একটি নাম। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগড়ির তথ্য পাবেন এবং এর একটি ক্যাটাগড়ি টেকনোলজি । এখানে প্রতিনিয়ত বিশ্বের সকল হাইলাইট আপডেট নিউজ প্রকাশ করা হয়। বিশেষভাবে টেকনোলজি, সফটওয়্যার, হার্ডওয়্যার, গেইমিং, মোবাইল এবং ইন্টারনেট সম্পর্কিত সংবাদ এবং প্রতিবেদন বেশি প্রকাশীত হয়।।

৩. টেনমিনিট স্কুল (10 Minute School):

- Advertisement -
  • Website URL: https://blog.10minuteschool.com/
  • টেনমিনিট ব্লগ বাংলাদেশের আরেকটি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট। এখানে মূলত বিভিন্ন বিষয়ের উপর প্রফেশনার ও ক্যারিয়ার রিলেটেড কোর্স করানো হয়। আইমান সাদিক ভাই আসলে করে দেখিয়েছেন যে, পড়াশোনা অনলাইনেও ভালভাবে করা সম্ভব। আমি নিজেও টেনমিনিট স্কুল এর ব্লগ সাইটটি অনুসরন করি। এখানে প্রতিটি লেখার মান অনেক উন্নত এবং আপনিও চাইলে একবার ভিজিট করে আসতে পারেন।
  • এখানে আপনি টেকনোলজি ছাড়াও জানতে পারবেন, কিভাবে ছাত্র জীবন থেকে উদ্যোগী হতে হয় এবং ক্যারিয়ার তৈরি করতে হয়।

৪. বাংলা টেকস্পট (Bangla Techspot):

  • Website URL: https://banglatechspot.com/
  • বাংলা টেকস্পটও বাংলাদেশের একটি জনপ্রিয় প্রযুক্তি ব্লগ। এই ব্লগে নিয়মিত প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ বিনিময় করেন। এই বাংলা ব্লগ থেকে আপনারা মোবাইল সম্পর্কিত খুটিনাটি এবং কিভাবে অনলাইনে আয় করবেন তার অনেক পরামর্শ ও গাইডলাইন দেওয়া আছে।

৫. সামহোয়ার ইন ব্লগ (Some Where In Blog):

  • Website URL: https://somewhereinblog.net
  • সামহোয়ার ইন ব্লগ সাইটটি খুব সুন্দর একটি বিশ্ব সম্পর্কিত তথ্য নির্ভর প্লাটফর্ম। এখানে আপনি বিশ্বের অনেক খুটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। আমরা অনেক সময় ছোট-ছোট বিষয় সম্পর্কে জানতে আগ্রহী থাকি কিন্তু পারি না। তাই আপনি যদি চান এই ব্লগ সাইটটি অনুসরন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এখানে আপনার নিজের মতামতও প্রকাশ করতে পারবেন।

৬. লেখাপড়া বিডি (Lekha Pora BD):

  • Website URL: https://lekhaporabd.net/
  • লেখাপড়া বিডি বাংলাদেশের একটি শিক্ষা সম্পর্কিত নিউজ বা ব্লগ সাইট। যেখানে আপনি বাংলাদেশ বা বিশ্বের একাডেমিক সম্পর্কিত আপডেট তথ্য পাবেন। যেমন- কোন ভার্সিটির রিজাল্ট কবে, কোথায় রিজাল্ট পাবেন বা কিভাবে অনলাইনে আবেদন করবেন ইত্যাদি।

৭. বাংলা টেক২৪ (Bangla Tech 24):

  • Website URL: https://banglatech24.com
  • বাংলা টেক২৪ খুবই জনপ্রিয় একটি টেক ব্লগ সাইট। যেখানে প্রতিমাসে লাখেরও বেশি মানুষ ভিজিট করে এবং টেক সম্পর্কিত তথ্য পড়ে। এই সাইট থেকে আপনি মোবাইল, সফটওয়্যার, প্রযুক্তি ও অনলাইন আয়ের বিভিন্ন ধরনের গাইডলাইন পাবেন। এই সাইটটিও অনেক পছন্দের একটি প্লাটফর্ম।

৮. বিডি ফুড রেসিপি (BD Food Recipe):

  • Website URL: https://bdfoodrecipe.com/
  • খেতে কেনা ভালবাসে, আপনি যদি নতুন নতুন রান্নার রেসিপি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এই ব্লগটি আপনার জন্য। যেখানে আপনি বিভিন্ন ধরনের মজাদার রান্না সম্পর্কে জানতে পারবেন। বিডি ফুড রেসিপি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি সাইট। বর্তমানে দেখবেন অনলাইনে ফুড সম্পর্কিত ভিডিও সবথেকে বেশি পাওয়া যায়।

৯. টিউনার পেজ (Tuner Page):

- Advertisement -
  • Website URL: https://tunerpage.com/
  • টিউনার পেজ একটি এআই, গেমিং, সাইন্স ও মেটা সম্পর্কিত তথ্য প্রদান করে থাকে। সাইটটি ইংলিশে লিখা তবে সাইটটি বাংলাদেশি একটি সাইট এবং খুব সহজভাবে লেখা। এজন্যই আপনাদেরকেও সাজেস্ট করছি যারা এআই বা গেমিং সম্পর্কিত তথ্য বেশি জানতে আগ্রহী। সাইটটি ভিজিট করুন এবং পছন্দ হলে বুকমার্ক করে রাখুন।

১০. ইয়াপ্প বিডি (Yappo BD):

yappobd-logo
  • Website URL: https://yappobd.com/blog/
  • ইয়াপ্প বিডি খুবই সুন্দর একটি ওয়েব প্লাটফর্ম। যেখানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং এর উপর অনেক গাইডলাইন ও টিপস পেয়ে যাবেন। সাইটটি আমার কাছে খুবই সুন্দর লাগে। সাইটটিতে কোন ধরনের গুগল অ্যাড নেই এবং খুবই সুন্দর ডিজাইনে নির্মিত। আপনার এক দেখাতেই ভাল লাগবে আশা করি। যারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য মূলত এই সাইটটি।

১১. প্রযুক্তি অভিযাত্রি (Projuktir Avijatri): জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

  • Website URL: https://www.projuktiravijatri.com/
  • প্রযুক্তি অভিযাত্রি বাংলা টেক ব্লগের মধ্যে আরেকটি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট। সাইট থেকে আপনি নতুন নতুন প্রযুক্তি সম্পর্কিত তথ্য জানতে পারবেন। এছাড়াও জানতে পারবেন ক্রিপ্টকারেন্সি কি বা কিভাবে ব্যবহার করে। জানতে হলে বেশি বেশি অনলাইন ব্লগ সাইটগুলো ভিজিট করুন এবং নিজের স্কিল আপ করুন।

১২. আইটি ব্লগ বিডি (IT Blog BD):

- Advertisement -
  • Website URL: https://www.itblogbd.com/
  • আইটি ব্লগ বিডি টেক প্রযুক্তির উপর এবং বিষেশ করে মোবাইল সম্পর্কিত যেমন- মোবাইল রিচার্জ অফার ও এ্যাক্টিভেশন, একাউন্ট ওপেন করা ইত্যাদি সম্পর্কে বেশি হাইলাইট করে থাকে।

১৩. বঙ্গ কোটস্ (Bong Quotes):

  • Website URL: https://bongquotes.com
  • আপনার যদি বাংলা ডাইলগ বা উক্তি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে সাইটটি আপনার জন্য। সাইটটিতে বিভিন্ন বড় বড় ব্যক্তিদের উক্তি ও বিভিন্ন সিনেমার ডাইলগ এর আলোচনা আছে। এছাড়াও টেক সম্পর্কিত অনেক কিছুই এই সাইটে আছে। একবার ভিজিট করে আসতে পারেন।

১৪. ফ্রিল্যান্স থেরাপি (Freelancing Therapy):

  • Website URL: https://freelancingtherapy.com
  • ফ্রিল্যান্স থেরাপি হল ফ্রিল্যান্সিং সম্পর্কিত একটি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট। যেখানে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে খুটিনাটি সবকিছুই শিখতে পারবেন ও জানতে পারবেন। সাইটটি একবার ঘুরে দেখুন।

১৫. গো আরিফ (Go Arif):

  • Website URL: https://www.goarif.com
  • আরিফ ভাই একজন ভ্রমন পিপাসু মানুষ। সে ঘুরতে ভালবাসে সেখান থেকেই এই ব্লগ সাইটের জন্ম। যেহেতু সে খুব ভ্রমন করতে পারে এজন্য প্রতিটি স্থানের চিত্র ও রিয়েল এক্সপেরিয়েন্সও শেয়ার করতে পারে। যে কিভাবে আপনারা সেই যায়গাতে যাবেন এবং ভ্রমন করবেন।
  • আপনি চাইলে তার গ্রুপেও জয়েন করে যেতে পারেন। তাদের কিছু ট্রাভেল প্যাকেজ আছে যার মাধ্যমে আপনাদের নিরাপদভাবে ঘুরিয়ে নিযে আসবে দেশের যেকোন যায়গায়। বিস্তারিত জানতে সাইটটি ভিজিট করুন।

১৬. কোয়ারা (Quora):

  • Website URL: https://www.quora.com/
  • এখন আমরা যে সাইটটি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে কোয়ারা । এটা বিশ্বের মধ্যে সবথেকে বড় অনলাইন প্রশ্ন-উত্তর কমিউনিটি প্লাটফর্ম। যেখানে প্রতিমাসে ২০ কোটিরও বেশি মানুষ ভিজিট করে সারাবিশ্ব থেকে। এই সাইটটি আমাদের উপরের আলোচনার সব কয়টিকে মিলিয়ে তৈরি। আপনি এখানে যেকোন বিষয়ে প্রশ্ন করে এর উত্তর পাবেন এবং আপনি চাইলে আপনার পোষ্টের বা আর্টিকেলের মার্কেটিংও করতে পারবেন সম্পূর্ন ফ্রি।

পরিশেষে বলতে গেলে একটি কথায় আবারো রিপিট করবো, আপনি যদি বর্তমান বিশ্বটাকে আরো ভালভাবে জানতে চান তবে আপনাকে কোন না কোন প্লাটফর্ম অনুসরন করতেই হবে। কারন, সারাবিশ্বে প্রতিদিন লাখ লাখ তথ্য অনলাইনে পাবিলিশ হচ্ছে এবং এর মধ্যে হাইলাইট টপিকগুলো এই জনপ্রিয় বাংলা ব্লগ সাইটগুলো পাবলিশ করে থাকে।

- Advertisement -

আমি, উপরের সাইটগুলো দিয়ে আপনাদের শুধুমাত্র সাহায্য করার চেষ্টা করেছি। যদি এর মাধ্যমে আপনাকে কোন নতুন তথ্য জানাতে পারি এটাই আমাদের স্বার্থকতা।

আমাদের সাইটের প্রতিনিয়ত আপডেট পেতে সাইটটিকে বুকমার্ক ও নোটিফিকেশন অ্যাকটিভ করে রাখুন। আজকে এখানেই শেষ করছি জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এর আলোচনা। ধন্যবাদ!

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
3 Comments

Leave a Reply