শাওমি ১৩ চাইনা মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকেই ভালই সাড়া ফেলে দিয়েছে সারাবিশ্বব্যাপী ভোক্তাদের মাঝে। কারন আপনারা যারা আইফোন বেশি দামের জন্য ক্রয় করতে পাচ্ছেন না, তাদের জন্য এটা সুখবর যে শাওমি এখন আইফোন লুকে চলে এসেছে। যার চারিপাশে স্টিল বডি ও দেখতে প্রায় আইফোন ১৩ এর মত।
শাওমি বরাবরই চাই তাদের ভোক্তাদের মধ্যে কম দামে ভাল পন্যটা দিতে; তাইতো এবারও তারা তাদের নতুন মডেল শাওমি ১৩ ও শাওমি ১৩ প্রো মার্কেটে লঞ্চ করেছে। তবে এটি এখনো ইন্টারন্যাশনাল লঞ্চ হয়নি শুধুমাত্র চাইনা মার্কেটে পাওয়া যাচ্ছে। আশাকরা যায় ২০২৩ এর শুরুতেই শাওমি সারাবিশ্বে ফোনটি লঞ্চ করবে।
এই ফোনটি আপনাকে নিতে হলে শাওমি সেটের স্বাভাবিক দাম থেকে কিছুটা বাড়াতে হবে। কারন সেটটিতে সেরা কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ও সাথে থাকছে শাওমির নতুন ওএস ১৪। এখনো ফোনটির ইন্টারন্যাশনাল দাম ফিক্স হয়নি তবে আশাকরা যাচ্ছে সেটটি আপনি 70-80 হাজার টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন।
ফোনটির আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
পড়ুন:
- নোকিয়া জি ২১ দুর্দান্ত ব্যাটারি ও 50 MP ক্যামেরা-[টেকপথ.কম]
- আইফোন 14 প্রো বাংলাদেশ প্রাইস ও কনফিগারেশন-[টেকপথ.কম]
মেমোরি ও সিকিউরিটি
শাওমি ১৩ যেহেতু ৫জি সাপোর্টেড এজন্য এর মেমোরি বা র্যাম দুটির পারফরমেন্সই খুব ভাল দেওয়ার চেষ্টা করেছে। এবং এর পাশাপাশি শাওমি এই ফোনটিতে ৮জিবি ও ১২জিবি মেমোরি সুবিধা রেখেছে। এছাড়াও ছবি প্রেমিরা যাতে অনায়াসে ছবি স্টোর করতে পারে এজন্য রয়েছে ১২৮জিবি, ২৫৬জিবির ও ৫১২জিবির বিশাল স্টোরেজ স্পেস, যা আপনি চাইলে ১টেরাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন।
আর সিকিউরিটির দিক বিবেচনা করলে দেখা যাবে যে এটা সাধারনত ৫জি কানেক্টেড নেটওয়ার্ক সিকিউরিটি বিল্ট ইন। তবে ডিভাইসটির লক সিকিউরিটি জন্য আপনি সাইড ফিঙ্গার লক ব্যবহার করতে পারেন সাথে AI Face লকিং সিস্টেমতো থাকছেই।
শাওমি ১৩ প্রাইস ইন বাংলাদেশ 💰 ৳85,999 8/128 GB (আনুমানিক) |
---|
ব্রান্ড (Brand) | Xiaomi |
মডেল (Model) | Xiaomi 13 |
ক্যাটাগরি (Category) | Smartphone |
নেটওয়ার্ক (Network) | GSM / CDMA / HSPA / CDMA2000 / LTE / 5G |
সিম (SIM) | Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by) |
মাপ (Dimensions) | 152.8 x 71.5 x 8.0 mm |
ওজন (Weight) | 185 g |
কালার (Colors) | White, Black, Flora Green, Mountain Blue, Red, Blue, Yellow, Green, Gray |
বাজারে মুক্তি (Released) | December 14, 2022 |
📺 Hardware & Software
অপারেটিং সিস্টেম (OS) | Android 13, MIUI 14 |
চিপসেট (Chipset) | Qualcomm SM8550 Snapdragon 8 Gen 2 (4 nm) |
প্রসেসর (CPU) | Octa-core (1×3.2 GHz Cortex-X3 & 2×2.8 GHz Cortex-A715 & 2×2.8 GHz Cortex-A710 & 3×2.0 GHz Cortex-A510) |
গ্রাফিক্স (GPU) | Adreno 740 Graphics |
গঠন (Body Build) | Glass front, glass back or silicone polymer back, aluminum frame |
পুরুত্ব (Thickness) | 8.0 mm |
সার্টিফিকেট (Certification) | IP68 dust/water resistant (up to 1.5m for 30 mins) |
📱 Display
টেকনোলজি (Technology) | OLED, Dolby Vision, HDR10+ |
ডিসপ্লে সাইজ (Screen Size) | 6.36 inches |
স্ক্রীন রেজল্যুশন (Resolution) | 1080 x 2400 pixels |
রিফ্রেশ হার (Refresh Rate) | Up to 120Hz |
💾 Storage
মেমোরী (RAM+Storage) | 128GB+8GB RAM, 256GB+8GB RAM, 256GB+12GB RAM, 512GB+12GB RAM |
টাইপ (Type) | UFS 3.1/UFS 4.0 |
সম্প্রসারণযোগ্য (Expandable) | Expandable up to 512GB |
স্লট টাইপ (Slot Type) | microSDXC (uses shared SIM slot) |
📷 Camera
প্রধান ক্যামেরা (Main Camera) | 50 MP (wide) + 10 MP (telephoto) 3.2x optical zoom + 12 MP (ultrawide) |
বৈশিষ্ট্য (Features) | Leica lens, Dual-LED dual-tone flash, HDR, panorama |
ভিডিও (Video) | 8K@24fps, 4K@24/30/60fps, 1080p@30/120/240/960fps, 1080p@1920fps |
সেলফি ক্যামেরা (Selfie Camera) | 32 MP Wide |
বৈশিষ্ট্য (Features) | HDR, Panorama |
ভিডিও (Video) | 1080p@30/60fps |
🎧 Sound
অডিও (Audio) | Stereo Speaker |
লাউডস্পিকার (Loudspeaker) | Yes |
হেডফোন (Jack 3.5mm) | No |
📡 Network Connectivity
ওয়্যারলেস (WLAN) | Wi-Fi 802.11, 2.4/5G dual band |
ব্লুটুথ (Bluetooth) | 5.3, A2DP, LE |
জিপিএস (GPS) | GPS (L1+L5), GLONASS (G1), BDS (B1I+B1c+B2a), GALILEO (E1+E5a), QZSS (L1+L5), NavIC (L5) |
এনএফসি (NFC) | Yes |
রেডিও (Radio) | No |
ইনফ্রারেড (Infrared port) | Yes |
🔋 Battery & Charging
ব্যাটারি (Battery Type) | Li-Ion, non-removable |
ধারনক্ষমতা (Capacity) | 4500 mAh |
চার্জার (Charging Mode) | Fast charging 50W, 100% in 48 min (advertised) |
টাইপ (USB Type) | USB Type-C 2.0, OTG |
⚙️ More Features
Sensors | Accelerometer, proximity, gyro, compass, color spectrum |
Security | Fingerprint (under display, optical) |
শাওমি ১৩ হার্ডওয়্যার ও বডি ফ্রেম
শাওমি ১৩ এর যে বিষয় নিয়ে বেশি কথা হয়েছে তা হল এর বডি। সেটটির বডিতে বা চারিপাশে ব্যবহার করা হয়েছে aluminum frame যেটা অনেক মজবুত অনেকটা আইফোন এর মত দেখতে। এছাড়াও সেটটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গরিলা Glass ও ব্যাক সাইডেও Glass এবং কিছু মডেলে ব্যবহার করা হয়েছে ব্যকসাইডে silicone polymer যা অনায়েশে কোন দাগ পড়া থেকে রক্ষা করবে।
সবমিলেয়ে বলতে গেলে সেটটি আসলেই অনেক হার্ড পারফরমেন্স প্রদান করবে।
এছাড়াও সেটটিতে 4 nm এর Qualcomm Snapdragon 8 Gen 2 ব্যবহার করা হয়েছে যা এককথায় দুর্দান্ত। ফোনটির প্রতিটা অংশ খুব যত্ন সহকারে ফিক্স করা হয়েছে যাতে সেটটি একজন গ্যামার বা একজন প্রফেশনার ব্যক্তি খুব সহজেই তাদের চাহিদা পূরন করতে পারে।
শাওমি ১৩ ব্যাটারি ও চার্জিং
সাধারনত একটি ডিভাইস ক্রয় করার পূর্বে কয়েকটি বিষয় না দেখলেই নয় তার মধ্যে ব্যাটারি পারফরমেন্স অন্যতম। তাই এই সেটটিতে এই বিষয়টিও শাওমি খুব ভাল নজরেই রেখেছে। তাইতো এই সেটটিতে ৪৫০০ mAh Li-Polymer ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেহেতু সেটটি 4 nm এর চিপসেট দিয়ে তৈরি এজন্য এর ব্যাটারি ব্যাক-আপ অনায়াসে ১-২ দিন চলে যাবে এবং গ্যামারদের একদিন। এছাড়াও সেটটিতে ফার্স্ট চার্জি ক্যাপাসিটি আছে যা মাত্র ৩০ মিনিটেই আপনার সেটের ৭৫% চার্জ করতে সক্ষম।
এছাড়াও আরেকটি বড় আকর্ষন, সেটটি ওয়্যারল্যাস চার্জ সাপোর্টেড। আপনি শাওমির ওয়্যারল্যাস চার্জার কিনে এতে চার্জ দিতে পারবেন। সেটটিতে ব্যবহার করা হয়েছে Type-C 2.0 এবং সাথে থাকছে OTG সাপোর্টেড সিস্টেম।
ক্যামেরা ও ডিসপ্লেে
এখন আমরা আলোচনা করবো এই সেটটির ক্যামেরা সেকশন নিয়ে। শাওমি তাদের এই সেটটির ক্যামেরা সেকশনেও ভাল পরিবর্তন এনেছে। সেটটির লেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে জার্মানির জনপ্রিয় ক্যামের ও লেন্স ম্যানুফ্যাকচার কোম্পানির লেন্স Leica । যা আপনাকে দিবে ছবি তোলার ক্ষেত্রে একটি আলাদা পারফরমেন্স।
ফোনটির ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ৩টি লেন্স ৫০+১০+১২ মেগাপিক্সেল; যা ওয়াইড, টেলিফটো ও আল্ট্রাওয়াইড ভিউ সম্পন্ন। আশা করি শাওমি তাদের ইউজারদের এই ক্যামেরা সেকশনেও হতাশ করেনি।
এছাড়াও সেটটির ডিসপ্লে সিস্টেমে আছে Dolby Vision এর OLED ডিসপ্লে যা অল্প আলোতেও পরিপূর্ন কাজের পারফরমেন্স প্রদান করতে সক্ষম। এই ডিসপ্লেতে আপনি ভিডিও দেখার সময় আলাদা একটি তারন্য খুজে পাবেন।
পড়ুন:
- নোকিয়া জি ২১ দুর্দান্ত ব্যাটারি ও 50 MP ক্যামেরা-[টেকপথ.কম]
- আইফোন 14 প্রো বাংলাদেশ প্রাইস ও কনফিগারেশন-[টেকপথ.কম]
শাওমি ১৩ ৫জি চিপসেট
নতুন এই শাওমি ১৩ হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে সর্বগতি সম্পন্ন ৫জি চিপসেট যা খুবই দ্রুতগতীতে যেকোন কাজ করতে সক্ষম। এটি 4 nm এর Qualcomm Snapdragon 8 Gen 2 এবং সাথে থাকছে Octa-core প্রসেসর যার একিটি আছে 3.2 GHz Cortex-X3, দুটি আছে 2.8 GHz Cortex-A715, দুটি 2.8 GHz Cortex-A710 এবং তিনটি প্রসেসর আছে যা 2.0 GHz Cortex-A510 সম্পন্ন।
ডিভাইসটি IP53 সার্টিফাইড যা dust and splash থেকে সেটটিকে প্রতিরোধ করতে সক্ষম। এছাড়াও সেটটিতে রয়েছে পানি নিরোধ ব্যবস্থা যার কারনে সেটটি ১০মিটার পানির নিচে ১৫মিনিট পানি থেকে ডিভাইসটিকে রক্ষা করবে।
এই সেটটি বর্তমানে শুধুমাত্র চাইনা মার্কেটে লঞ্চ হয়েছে। তবে ২০২৩ এর শুরুতে আশা করা যায় সারা বিশ্বে এই ফোনটি পাওয়া যাবে। সেটটি আপনারা দুটি র্যাম ভেরিয়েন্টে পাবেন ৮জিবি ও ১২জিবি ও সাথে থাকছে ১২৮জিবি, ২৫৬জিবি এবং ৫১২জিবি এর মেমোরি ক্যাপাসিটি।
আপনার কোনটি পছন্দ???
আশা করি বন্ধুরা উপরের তথ্যের ভিত্তিতে আপনার কিছুটা হলেও এই ডিভাইসটি সম্পর্কে ধারনা হলো। তবে যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ!!!
2 Responses
Hi! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest authoring a blog post or vice-versa? My site covers a lot of the same topics as yours and I believe we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Fantastic blog by the way!