নতুন বছর আগমনের পূর্বেই অনেক কোম্পানি তাদের নতুন ফোনের উন্মোচন নিয়ে উৎসাহিত। এজন্যই বিভিন্ন মডেলের লঞ্চ হওয়ার পূর্বেই বাহিরে তথ্য লিক হয়ে যাচ্ছে। হনার তাদের Honor 50 বাজারে ছাড়ার পরেই X50 ও X50 GT নিয়ে কাজ শুরু করে এবং বর্তমানে এটি বাজারে ছাড়াও উপযোগী বলে আশা করা যায়।
হনার তাদের এই মডেলটি উন্মোচন করবে বলে গুজব রয়েছে, যা X50 প্রো হিসাবে বাজারে পাওয়া যাবে। এবং Honor X50 GT-এর সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে Weibo-এর প্রকাশিত একটি অফিসিয়াল পোষ্টে এই মডেল সম্পর্কে জানা যায় যে, Honor X50 Pro দেখতে কেমন হবে এবং কোন বিষয়ে তারা বেশি গুরুত্ব দিচ্ছে।
ছবিটিতে দেখা যায়, সবুজ এবং কালো রঙের Honor X50 Pro, তবে আরও কোন ডিজাইন আসে কিনা স্পষ্ট নয়। যাইহোক, এছাড়াও স্মার্টফোনটির পিছনের দিকে রয়েছে একটি বৃত্তাকার বড় ক্যামেরা আইল্যান্ড, যাতে ব্যবহার করা হয়েছে ২টি ফোন।
সেটটিরি ব্যাটারিসেকশনটি ব্যবহার করা হয়েছে 5,800 mAh একটি বিশাল ব্যাটারি, এবং এটি “Snapdragon 6 Gen 1” প্রসেসর দ্বারা নির্মিত।
Fast charging 100W wired, 75% in 20 min (advertised)
টাইপ (USB Type)
USB Type-C 2.0, OTG
⚙️ More Features
Sensors
Accelerometer, proximity, gyro, compass, color spectrum
Security
Fingerprint (under display, optical), color spectrum
Honor x50 Pro ডিসপ্লেঃ AMOLED OLED
Honor x50 Pro এর ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির AMOLED OLED, এজন্য সেটটি ব্যবহার করে আপনি স্বল্প আলোতেও স্বাভাবিক কাজ করতে পারবেন। এবং সেটটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস, যা আপনার সেটটিকে দিবে বাহিরের আঘাত থেকে সুরক্ষা।
তাহলে, আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন। সেটটি বাজারে লঞ্চ হওয়া মাত্রই আমরা সকল ফিচার নিয়ে আপনাদের সামনে হাজির করবো। ধন্যবাদ!
আমি একজন প্রযুক্তি প্রেমী। সবসময় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। এই সেক্টরে আমার অভিজ্ঞতা প্রায় ১০+ বছর। টেকপথ আমার একটি স্বপ্ন যাত্রার নাম। প্লাটফর্মটি প্রতিষ্ঠার মূল উদ্দ্যেশ্য সহজ ভাষায় প্রযুক্তি সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। এজন্য সকলের শুভকামনা আশা করি। ধন্যবাদ! নিজে পড়ুুন ও অন্যকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন।