ওয়ান প্লাস টেন প্রো ৫জি (OnePlus 10 pro 5G) এখন নতুন রুপে!

Noor Mohammad
6 Min Read
ওয়ান প্লাস টেন প্রো ৫জি

ওয়ান প্লাস চায় বর্তমান বিশ্বে নতুন্ত্য দিয়ে বাজার ধরে রাখাতে। তারি ধারাবাহিকতা এবার নিয়ে এল ওয়ান প্লাস টেন প্রো 5G যা ওয়ান প্লাসকে নিয়ে গেছে নতুন সম্ভাবনায়। স্নাপড্রাগন এইট প্রসেসর সাথে ব্যাক ক্যামেরা 48 এমপি মেইন, 50 এমপি আল্টা ওয়াইড এবং ২ এমপি মাইক্র সেস্নর, ফ্রোন্ড ক্যামেরায় থাকচ্ছে ৩২ এমপির ইনপানচুয়াল ডিসপ্লে সেনসর, সাথে থাকচ্ছে ৮০ ওয়ার্ডে ‍সুপার ফাস্ট চ্যার্জার যা ৫০০০ এমপিআর ব্যাটারি চার্জ নিতে সময় নেয় মাত্র ৩০ মিনিট।

One Plus 10 pro 5G নতুন নতুন ফিচার সংযোগ করায় ওয়ান প্লাস ক্রেতাদের কাছে যেমন ভালো সারা পাচ্ছে তেমনি নতুন ক্রেতায় আগ্রহ বারাচ্ছে।তাই আজ ‍আমরা আলোচনা করবো ওয়ান প্লাস ৫জি বর্তমান বাজার ব্যবস্থা ও ফোনের নতুন ফিচার নিয়ে।

আরো মোবাইল দেখুনঃ

মেমোরি ও সিকিউরিটি [ওয়ান প্লাস টেন প্রো]

ওয়ান প্লাস টেন প্রো (OnePlus 10 pro) -সেটটিতে ব্যবহার করা হয়েছে ২৫৬জিবি UFS 3.1 মেমোরি স্পেস। এবং সাথে থাকছে ৮জিবি ও ১২জিবির দুটি মেমোরি ভ্যারিয়েন্ট… আপনি আপনার পছন্দ অনুযায়ি বাজার থেকে নিতে পারেন।

ওয়ান প্লাস ১০ প্রো ৫জি থাকছে আন্ডার ডিসপ্লে ওপটিকাল ফিঙ্গারপ্রিন্ট , সাথে থাকছে ৫জি ‍সিম সাপোর্ট, এছারাও মোবাইলটিতে যুক্ত করা হয়েছে স্নাপড্রাগোন এর শক্তিশালী প্রোসেসর যার ফলে এই ফোনের ব্যবহার কারি পাবে সুপার প্রিমিয়াম ইউজারের ফিল।

ক্যামেরা ফিচারস্ [ওয়ান প্লাস টেন প্রো]

OnePlus 10 pro 5G ফোনের পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এই গঠন একটি 48MP চওড়া, 50MP আল্ট্রাওয়াইড, এবং 2MP ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত৷ ডিসপ্লের নচের ভিতরে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে। ভিডিও রেকর্ডিং ক্ষমতা হল 8K@24fps, 1080p@30/60/120fps, এবং gyro-EIS। সাপোর্টেড।

অন্যদিকে, এটি একটি ডেডিকেটেড স্লট ব্যবহার করে মাইক্রোএসডিএক্সসি পর্যন্ত সমর্থন করতে পারে।

ব্যাটারি পারফরমেন্স

ওয়ান প্লাস ১০ প্রো সেটটিতে ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও দেওয়া হয়েছে। তবে ক্যাবল এর তুলনায় ওয়্যারলেসে চার্জিং করতে কিছুটা সময় বেশি লাগবে। OnePlus ঘোষনা করেছে সেটটিতে ১০০% চার্জ 80W ক্যাবল ব্যবহার করে দিতে সর্বোচ্চ ৩২ মিনিট সময় লাগবে যা ওয়্যারলেসে প্রায় ৫০মিনিট এর মত সময় লাগবে।

এছাড়াও আপনি মাত্র ১৫ মিনিট চার্জ দিয়ে সারাদিন পার করে দিতে পারবেন কারন সেটটিতে রয়েছে পাওয়ালফুল উন্নত চার্জিং সুবিধা ও 5000mAh ব্যাটারি। ওয়্যারলেস চার্জি এর ওয়াট 60W ।

সেটটিতে অপারিটিং সিস্টেম রয়েছে Android 12 এর সাথে ওয়ান প্লাসের OxygenOS 12। যেটা সর্বশেষ আপডেট ভার্শন।

ওয়ান প্লাস টেন প্রো বাংলাদেশ প্রাইস 💰 ৳84,990 8/12 GB RAM
ব্রান্ড (Brand)OnePlus
মডেল (Model)OnePlus 10 pro 5G
ক্যাটাগরি (Category)Smartphone
নেটওয়ার্ক (Network)GSM / CDMA / HSPA / LTE / 5G
সিম (SIM)Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
মাপ (Dimensions)163 x 73.9 x 8.55 mm
ওজন (Weight)200.5 g
কালার (Colors)Volcanic Black, Emerald Forest
বাজারে মুক্তি (Released)April 06, 2022

📺 Hardware & Software

অপারেটিং সিস্টেম (OS)Android 12, OxygenOS 12
চিপসেট (Chipset)Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4 nm)
প্রসেসর (CPU)Octa-core (1×3.00 GHz Cortex-X2 & 3×2.50 GHz Cortex-A710 & 4×1.80 GHz Cortex-A510)
গ্রাফিক্স (GPU)Adreno 730 – 64 bit
গঠন (Body Build)Glass Front (Gorilla Glass Victus), Glass Back (Gorilla Glass 5), Aluminum Frame
পুরুত্ব (Thickness)8.55 mm
সার্টিফিকেট (Certification)Not specified

📱 Display

টেকনোলজি (Technology)LTPO2 Fluid AMOLED capacitive touchscreen
ডিসপ্লে সাইজ (Screen Size)6.7 inches
স্ক্রীন রেজল্যুশন (Resolution)1440 x 3216 pixels
রিফ্রেশ হার (Refresh Rate)Up to 120Hz
সুরক্ষা (Protection)Corning Gorilla Glass Victus

💾 Storage

মেমোরী (RAM+Storage)256GB+8GB RAM, 256GB+12GB RAM, 512GB+12GB RAM
টাইপ (Type)UFS 3.1
সম্প্রসারণযোগ্য (Expandable)Expandable up to 512GB
স্লট টাইপ (Slot Type)No

📷 Camera

প্রধান ক্যামেরা (Main Camera)50 MP (wide) + 48 MP (Main) + 2 MP (Macro)
বৈশিষ্ট্য (Features)Hasselblad Color Calibration, Dual-LED dual-tone flash, Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus, panorama
ভিডিও (Video)8K@24fps, 4K@30/60/120fps, 1080p@30/60/240fps, Auto HDR, gyro-EIS
সেলফি ক্যামেরা (Selfie Camera)16 Megapixels (wide)
বৈশিষ্ট্য (Features)HDR, Panorama
ভিডিও (Video)1080p@30fps

🎧 Sound

অডিও (Audio)Dual Stereo Speakers
লাউডস্পিকার (Loudspeaker)Yes
হেডফোন (Jack 3.5mm)Support standard Type-C earphone.

📡 Network Connectivity

ওয়্যারলেস (WLAN)Wi-Fi 802.11 a/b/g/n/ac/6
ব্লুটুথ (Bluetooth)5.2, A2DP, LE, aptX HD
জিপিএস (GPS)HSPA 42.2/5.76 Mbps, LTE-A (4CA) Cat18 1200/200 Mbps, 5G
এনএফসি (NFC)Yes
রেডিও (Radio)No
ইনফ্রারেড (Infrared port)Yes

🔋 Battery & Charging

ব্যাটারি (Battery Type)Non-removable Li-Po
ধারনক্ষমতা (Capacity)5000 mAh
চার্জার (Charging Mode)100% Charge Up to 32 minutes with 80W Fast charging (International)
টাইপ (USB Type)USB Type-C 3.1, USB On-The-Go

⚙️ Security & More Features

SensorsYes, with dual-band A-GPS, GLONASS, BDS, GALILEO
SecurityFingerprint (under display, optical)

বর্তমানে মার্কেট প্রাইজ অনুযায়ী বললে ওয়ান প্লাস ১০ প্রো ৫জি (OnePlus 10 Pro 5G) হবে ৮০,০০০ হাজার থেকে ৮৫,০০০ হাজার টাকার মধ্যে। সেটটি আপনারা দুটি র‌্যাম ভেরিয়েন্টে পাবেন 8জিবি ও ১2জিবি এবং সাথে থাকছে ২৫৬জিবি ও ৫১২জিবি এর মেমোরি ক্যাপাসিটি।

মূল্যবান গাইডলাইন???

বন্ধুরা, আমাদের উপরের তথ্যের ভিত্তিতে আশা করি আপনি কিছুটা হলেও এই ডিভাইসটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী।

তবে, অবশ্যই যেকোন ফোন ডিভাইস ক্রয় করার পূর্বে তার ডিসপ্লে, র‌্যাম, প্রসেসর এই ৩টি বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ধন্যবাদ!!!

Share This Article
Leave a comment

Leave a Reply