ওয়েবসাইট তৈরির প্রথম থেকে শেষ ধাপসহ বাংলাদেশের জনপ্রিয় ১০টি ওয়েবসাইট তৈরির প্রতিষ্ঠান সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আজ ইন্টারনেটের আবির্ভাবের সাথে, পৃথিবী একটি ছোট জায়গায় পরিণত হয়েছে। যেখানে বিশ্বের যেকোনো দেশের তথ্য খুব সহজেই আমরা অনলাইনে একটি সার্চের মাধ্যমে পেয়ে থাকি।
আজ অনেক মানুষ ইন্টারনেটে তাদের বেশিরভাগ সময় ব্যয় করছে, এটি হয় পণ্য কেনার জন্য বা খবর পড়ার জন্য বা সিনেমা দেখার জন্য বা একটি পরিষেবা ব্যবহার করার জন্য। প্রতিটি প্লাটফর্মই একেকটি আলাদা ওয়েবসাইট, যারা আলাদা আলাদা পরিষেবা প্রদান করে।
আজ আমরা জানবো এমন পরিষেবা বা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এবং একটি ওয়েবসাইট তৈরি করতে খরচ কেমন লাগে। তাহলে চলুন শুরু করা যাক –
একটি ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ কি?
একটি ওয়েবসাইট তৈরির প্রথম ধাপে আপনার লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিকল্পনা সম্পূর্ন ক্লিয়ার থাকতে হবে। এই প্রাথমিক পর্যায়টি আপনাকে আপনার বিজনেসের সফলতা অর্জন করতে ৬০% সামনে এগিয়ে নিয়ে যাবে। কারন লক্ষ্য-উদ্দেশ্য ছাড়া কোন উদ্যোগ গ্রহন করলে সেটা সফলকাম হওয়ার সুযোগ খুব কম থাকে।
নিচে একটি ওয়েবসাইট তৈরির প্রথম ধাপসহ মূলবিষয়গুলো আলোচনা করা হলঃ
- আপনার লক্ষ্য ও উদ্দেশ্য ডকুমেন্টে লিখুন
- আপনার লক্ষ্য শ্রোতাদের সনাক্ত করুন
- একটি বাজেট সেট করুন
- একটি ডোমেইন এর নাম নির্বাচন করুন
- ভালমানের হোস্টিং সার্ভার বাছাই করুন
- আপনার বিষয়বস্তু নিয়ে একটি ছক তৈরি করুন
- ওয়েবসাইট তৈরির প্লাটফর্ম বা CMS নির্ধারন করুন
- ওয়েবসাইট এসইও করার রোডম্যাপ তৈরি করুন
একটি ফ্রি সাইট তৈরি করবেন কিভাবে?
প্রথমেই বলে রাখি, আপনি যদি এখনো আপনার কোন বিজনেস আইডিয়া বা লক্ষ্য ঠিক না করে থাকেন, তাহলে আপনার ওয়েবসাইট তৈরি করতে খরচ না করা উচিত। কারন প্রাথমিকভাবে একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে ভালই খরচ পরে। এজন্য আপনি ফ্রি গুগলের ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে প্রথমে শুরু করতে পারেন।
আর যদি আপনি কনফিডেন্স থাকেন যে না আমি একটি ওয়েবসাইট তৈরি করবো। তাহলে বলবো ঝাপিয়ে পড়ুন। শুরু করে দিন।
একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে আনুমানিক খরচ – ৫,০০০ টাকা – ১০,০০০০টাকা (প্রিমিয়াম থিম)। তবে আপনি যদি কিছুটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট পারেন তাহলে এলিমেন্ট বা ফ্রি থিম দিয়ে নিজেই একটি সাইট তৈরি করতে পারবেন।
পরিশেষে, আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করে নতুন বিজনেস শুরু করতে চান। তাহলে আমাদের উপরের আইডিয়াগুলো এবং ধাপসমূহ সঠিকভাবে অনুসরন করুন। ধন্যবাদ!