আজ আমরা বিভিন্ন বিশ্লেষনের মাধ্যমে জানবো একটি ওয়েবসাইট তৈরি করতে খরচ কত টাকা পরে। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে একটি বিজনেস করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন তা হলো একটি মানসম্মত ওয়েবসাইট। একটি ওয়েবসাইট ছাড়া আপনি বিজনেস পরিচালনা করতে পারবেনই না।
কিন্তু মাত্র ৪/৫ বছর পেছনে ফিরে যদি তাকানো হয়, তাহলে দেখবেন এই ওয়েবসাইটটি কি এবং কেন এর পেছনে টাকা খরচ করতে হবে, এমন নানা কথা শুনতে হতো…ব্যবসায়ীদের কাছ থেকে। আর এখন তারা নিজেরাই এর জন্য একটি বাজেট রাখেন।
এই সবকিছু সম্ভব হয়েছে প্রযুক্তির উন্নয়নের জন্য। সারাবিশ্ব এখন অনলাইনে তারের জালের মত ঝুলছে। আপনি শুধুমাত্র একটি সার্চ করেই সারাবিশ্বের যেকোন তথ্য আপনার সামনে নিয়ে হাজির করতে পারবেন।
যাইহোক….. আমরা আজ জানবো একটি সাইট তৈরি করতে আসলে কেমন খরচ পরে। চলুন দেখে নেয়া যাক।
Read: একটি ওয়েবসাইট তৈরির ধাপসমূহ কি কি?
একটি ওয়েবসাইট তৈরি করতে খরচ কত টাকা লাগে?
সাধারনত একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট খরচ নির্ভর করে, আপনি কোন প্লাটফর্মে সাইটটি ডেভেলপমেন্ট করাতে চান। এবং আপনার কোন প্লাটফর্ম চয়েস আছে কিনা বা আপনি এই বিষয়ে জানেন কতটুকু?
নিচে আমরা সাধারন একটি সাইট ডেভলপমেন্ট খরচ বিভিন্ন প্লাটফর্মে বর্ননা করছিঃ
- ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট খরচ – ৫,০০০ টাকা – ১০,০০০০টাকা (প্রিমিয়াম থিম), তবে ইকমার্স, পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য কাস্টমাইজেশন থাকলে সাইটের খরচ লাখ টাকাও ছাড়াতে পারে।
- লারাভেল ও পিএইচপি ডেভেলপমেন্ট খরচ – প্রায় ১৫,০০০ টাকা থেকে শুরু… তবে বড় কোন ফাংশনাল সাইটের জন্য খরচ ১-২ লাখ টাকা।
- পাইথন সাইট ডেভেলপমেন্ট খরচ – যেহেতু পাইথন অনেক ফাংশনাল সাইট ও বড় প্রজেক্টের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, তাই এর খরচ তুলনামূলক অনেক বেশি প্রায় – ৫০,০০০ টাকা থেকে শুরু করে ১৫-২০ লাখ টাকার প্রজেক্টও পাইথনে করা যায়।
- ASP.net সাইট ডেভেলপমেন্ট খরচ – মাইক্রোসফট এর এএসপি বা সিশার্প এ সাইট ডেভেলপমেন্ট করতে প্রায় লাখ টাকার উপরে বাজেট রাখতে হবে। এবং প্রজেক্ট অনুসারে দাম বেশি। কারন এর ডেভেলপার তেমন পাওয়া যায় না।
- এছাড়াও আরো অনেক ধরনের প্লাটফর্ম আছে যার মাধ্যমে আপনি আপনার সাইট ডেভেলপমেন্ট করাতে পারবেন, যেমন – Angular, Bootstrap, Django, React, তবে তুলনামূলকভাবে এসকল প্লাটফর্মের খরচ অনেক বেশি। লাখের উপরে বাজেট রাখতে হবে, ভাল একটি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করাতে।
আরো পড়ুনঃ মাত্র ৫০০০ টাকায় শুরু করুন ব্লগিং ক্যারিয়ার সাথে লাইফটাইম সাপোর্ট!
এখানে কিছু সাধারণ ওয়েবসাইটের ধরণ এবং তাদের আনুমানিক খরচ দেওয়া হল:
- ব্যক্তিগত ওয়েবসাইট: 10,000 টাকা থেকে 20,000 টাকা
- ব্যবসায়িক ওয়েবসাইট: 20,000 টাকা থেকে 50,000 টাকা
- ই-কমার্স ওয়েবসাইট: 30,000 টাকা থেকে 1,00,000 টাকা
- পোর্টফোলিও ওয়েবসাইট: 5,000 টাকা থেকে 20,000 টাকা
- ব্লগ ওয়েবসাইট: 5,000 টাকা থেকে 20,000 টাকা
তবে, যতো যায় বলেন। আপনি যদি একজন নতুন উদ্দোক্তা হন এবং আপনি যদি কোডিং না জানেন তাহলে বলবো আপনি সহজেই একটি সাইট ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করতে পারবেন। এবং এর খরচও অনেক কম আসবে। এছাড়াও এর সাইট মেনেজমেন্টও অনেক সহজ।
উপসংহারঃ
পরিশেষে, আশাকরি উপরের আলোচনা থেকে আপনার একটি সাইট তৈরির খরচ নিয়ে কৌতুহল কেটেছে। কিভাবে তৈরি করবেন এবং কত টাকা খরচ পরবে এটা খুব জরুরী একটি বিজনেস শুরু করার জন্য। আর কোন প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আমরা আপনাদের সহযোগীতা করার জন্য সবসময় উন্মূক্ত।