গুগল ইমেজ সার্চ কি? সাইটের ইমেজ গুগল সার্চে কেন দেখাচ্ছে না?

TechPoth
9 Min Read

গুগল ইমেজ সার্চ কি এবং কেন গুগল একটি সাইটের ইমেজ ফাইল অনলাইনে প্রদর্শন করছে না এই সকল প্রশ্নের বিশদ বিবরন নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্ব। এছাড়াও জানতে পারবেন গুগল ইমেজ কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুচ্ছেদটি।

পড়ুনঃ

গুগল ইমেজ সার্চ কি

গুগল ইমেজ সার্চ হল গুগল সার্চ ইঞ্জিনের একটি অংশ যা গুগল ইমেজ সার্চ নামে পরিচিত। যার মাধ্যমে আপনারা চাইলে কোন ছবি আপলোড করে গুগলে অনুসন্ধান বা সার্চ চালাতে পারবেন। আপনারা হয়তবা অনেকেই মনে করেন যে গুগলে শুধুমাত্র টেক্স লিখে অনুসন্ধান চালোতে হয়, কিন্তু না আপনি ভুল জানেন।

- Advertisement -

আপনি চাইলে গুগল ইমেজ সার্চ ব্যবহার করে খুব সহজেই আপনার ছবির মত ছবি খুজে নিতে পারেন।

গুগল ইমেজ সার্চ
গুগল ইমেজ সার্চ

আরো একটু সহজ করে বলি, মনে করুন আপনি একটি সাউন্ডবক্স অনলাইনে কিনতে চান কিন্তু আপনি জানেন না যে স্পিকারটির মডেল বা নাম কি? অথবা কোথায় এটি পাওয়া যায়? এখন আপনার কাছে যদি সেই স্পিকারের কোন ছবি থেকে থাকে তাহলে আর কোন চিন্তা নেয়। আপনি খুব সহজেই গুগল ইমেজ সার্চ আপলোড করে আপনার স্পিকারটি খুজে নিতে পারবেন অনলাইনের মাধ্যমেই। নিচের চিত্রটি দেখে নিন-

গুগল ইমেজ সার্চ রিজাল্ট
ছবির মাধ্যমে গুগল ইমেজ সার্চ রিজাল্ট

উপরের চিত্রটি দেখলে বুঝতে পারবেন, আমরা বামপাশের চিত্রটি আপলোড করেছি এবং গুগল ইমেজ সার্চ তার কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনুরূপ ছবি গুগলের কাছে যা আছে তাই গুগল ইমেজ রিজাল্ট-এ প্রকাশ করেছে। এবং গুগল বট এই প্রক্রিয়াটি ভিজুয়্যাল ম্যাচ এর মাধ্যমে করে থাকে। এখন আপনি চাইলেই কোন একটি ইমেজে ক্লিক করে তার সম্পূর্ন বিবরনী দেখে নিতে পারবেন।

মোবাইলে এই অপশনটিকে গুগল লেন্স বলা হয়। যার সাহায্যে আপনি মোবাইলেও কোন ছবির মাধ্যমে অনুরূপ ছবি সার্চ করতে পারেন। তবে অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে। এছাড়াও আপনি গুগল ইমেজে কোন কিছু লিখেও সার্চ করতে পারবেন সাধারন নিয়মে।

গুগল সার্চ কেন ওয়েবসাইটের ইমেজ ফাইল প্রদর্শন করে না

গুগল সার্চের মত গুগল ইমেজ সার্চের ও কিছু নির্দিষ্ঠ এ্যালগরিদম আছে। তাইতো যখন কোন একটি নতুন অনুসন্ধান গুগল ইমেজ সার্চের মাধ্যমে করা হয় তখন গুগল বট উপরের চিত্রের ন্যায় আপনাকে সার্চ রিজাল্ট প্রদর্শন করে। আর যদি কেউ টেক্স লেখার মাধ্যমে সার্চ করে তাহলে গুগল বট সেই লেখার সাথে রিলেটেড ছবিগুলো আমাদের সামনে হাজির করে।

- Advertisement -

অনেকে প্রশ্ন করে থাকে যে আমাদের সাইটের ইমেজ ফাইল গুগলে দেখাচ্ছে না?

আমাদের সামান্য কিছু ভুলের কারনে গুগল আমাদের সাইটের ইমেজ ফাইলগুলো সফলভাবে ক্রল করলেও সার্চ রিজাল্টে প্রদর্শন করতে পারে না। তার কিছু নির্দিষ্ঠ কারন আমরা নিচে বর্ননা করছিঃ

১। ছবির সাথে নাম সঠিক না হওয়া

গুগল ইমেজ পড়তে পারে না। তাইতো গুগল যখন একটি সাইটের ইমেজ ফাইল ক্রল করে এবং ক্রল করার পরে যখন সেটা গুগলের ডাটাবেসে সংরক্ষন করতে যায়। তখন ইমেজের সাথে যে টাইটেল নামটি থাকে সেই নামটির সাথেই ছবি ট্যাগ করে সংরক্ষন করে রাখে।

এজন্য আমাদের ইমেজ ব্যবহারের ক্ষেত্রে সবসময় সঠিক নাম টাইটেলে ব্যবহার করতে হবে। উদাহরনস্বরূপ– মনে করুন আমি একটি হোয়াটসঅ্যাপ এর উপর আর্টিকেল লিখছি। এজন্য হোয়াটসঅ্যাপ এর বিভিন্ন স্ক্রিনশট নিয়েছি। এখন আপলোড করার সময় আমি ফাইলগুলোর নাম ব্যবহার করলাম, Whatsapp-1, Whatsapp-2, Whatsapp-3 । এখানেই আমাদের ভুলটা হচ্ছে

প্রতিটা ইমেজ স্ক্রিন ভিন্ন ভিন্ন কাজের চিত্র প্রকাশ করছে, এজন্য নামটিও ভিন্ন ভিন্ন হতে হবে। কারন গুগল যখন উপরের নামগুলো দেখে ১, ২, ৩ ইত্যাদি। তখন গুগল বট সব ইমেজটিকে একটি ইমেজ মনে করে। এজন্যই আমাদের ইমেজগুলো সার্চ রিজাল্টে প্রদর্শন করে না।

২। ইমেজ ফাইলে alt tag এর ব্যবহার না করা

ইমেজ ফাইলের alt tag এর ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই অজানা। কিন্তু আপনি কি জানেন?

- Advertisement -

একটি ইমেজকে গুগল সার্চে প্রদর্শন করার জন্য এর গুরুত্ব অপরিসীম। কারন গুগল বট সাধারনত ইমেজ ফাইলের নাম সঠিকভাবে না পাওয়ার কারনে ইমেজের alt অ্যাঙ্কর টেক্সটি খোজার চেস্টা করে। তখন যদি এই অ্যাঙ্কর টেক্সটিও ফাকা থাকে তাহলে ইমেজটি গার্বেজ আকারে চলে যায়।

ইমেজে Alt অ্যাট্রিবিউট
ইমেজে Alt অ্যাট্রিবিউট

এজন্য সবসময় কোন কিছু শুরু করার পূর্বে সেই কাজটি সম্পর্কে ভালভাবে জেনে নিতে হয়।

আমরা জানি একটি আর্টিকেলে কিওয়ার্ড এর গুরুত্ব অনেক। কিন্তু আপনি কি জানেন কিওয়ার্ড লেখার জন্য এই alt স্পেসটি একটি দুর্দান্ত যায়গা। এজন্য আপনি যদি এখনো আপনার সাইটে এই alt ব্যবহার না করে থাকেন তাহলে এখনই কাজটি শুরু করুন।

- Advertisement -

আশাকরি আমার এই অনুচ্ছেদটি পড়ার পরে আপনারা আর এটা মিস করবেন না। আমরা সাধারনত ইমেজের ফাইল নামটি যদি সঠিকভাবে না লিখি, তাহলে এই alt টেক্সটি যদি লেখা থাকে তাহলে আপনার ইমেজটি আর গার্বেজে যাবেনা।

৩। গুগল বটকে ক্রল করার অনুমতি না দেওয়া

গুগল বট একটি সাইটকে ক্রল করার পূর্বে চেক করে নেয়, যে সাইটটিতে ক্রল করার জন্য কোন গাইডলাইন বা অনুমতি দেওয়া হয়েছে কিনা? এই গাইডলাইনটি Robots.txt ফাইল এর মাধ্যমে প্রকাশ করা হয়। যদি সাইটটিতে ক্রল করার অনুমতি দেওয়া থাকে, তাহলে একে একে গুগল বট সাইটের সকল ইমেজ ফাইল ইনডেক্স করার অনুমতি পায়।

অন্যথায় আপনার সাইটের ফাইলগুলো ইনডেক্স থেকে বাদ পড়বে। এজন্য সবসময় একটি সাইট তৈরি করার সাথে সাথে চেক করতে হবে যে রোবট সেটিংসটা সঠিকভাবে লেখা হয়েছে কিনা।

৪। কপিরাইট ছবি পোষ্টে ব্যবহার করা

কপিরাইট ছবি ব্যবহার করলে অনেক সময় সাইটের লিংক ইনডেক্স হয় না। কারন কপিরাইট ছবি ব্যবহার করলে কপিরাইট ক্লেইমে পড়তে হয়, এজন্য গুগল সেই লিংক ও ইমেজ ফাইলগুলো অটোমেটিক সার্চ লিষ্ট থেকে বাদ করে দেয়।

এমনকি আপনি যদি প্রতিনিয়ত এমন কপিরাইট ছবি আপনার সাইটে ব্যবহার করতে থাকেন, তাহলে আপনার সাইটটি চিরদিনের জন্য গুগল বাতিল করে দিতে পারে। এজন্য আপনারা যখন কোন একটি নতুন অনুচ্ছেদে ইমেজ ফাইল ব্যবহার করবেন, তখন এই কপিরাইটের বিষয়টি অবশ্যই মনে রাখবেন।

- Advertisement -

এমন অনেক ফ্রি সাইট পাবেন যেখানে আপনি সম্পূর্ন বিনামূল্যে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন | এজন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না।

৫। লেখার সাথে ছবির মিল না থাকা

কোন পোষ্টের লেখার সাথে যদি তার ইমেজের মিল না থাকে তাহলেও আপনার ইমেজটি সার্চ লিস্টে থেকে বাদ পড়তে পারে। মনে করুন, আপনি লিখছেন এসইও সম্পর্কিত একটি পোষ্ট। কিন্তু আপনি যখন একটি ইমেজ পোষ্ট করলেন তাতে কোন সাইটের নাম দেওয়া আছে তাহলে আপনার ইমেজটি গুগল ক্রল করলেও সার্চ লিস্টে প্রদর্শন করতে পারবে না।

এজন্য কোন ছবি ডাউনলোড করে সরাসরি নাম পরিবর্তন ছাড়া ব্যবহার করবেন না। কারন এটি এসইও বিরোধী অনুশীলন। উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কেন নাম পরিবর্তন করতে হবে।

পরিশেষেঃ

আপনি যদি একজন ব্লগার বা নতুন এসইও লার্নার হন তাহলে আমাদের এই পোষ্টটি আশাকরি আপনার জন্য অনেক উপকারে আসবে। কারন প্রতিনিয়ত অনলাইনে প্রতিদ্বন্দিতার সংখ্যা বাড়ছে। কিন্তু সবাই কি সফল হতে পারছে? না সবাই পারছে না। অনেকেই মনে করে যে বেশি বেশি পোষ্ট করলেই বুঝি সাইট অনেক দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু বিষয়টি ঠিক তেমন নয়।

যারা নিয়ম ছাড়া অনেক অনেক পোষ্ট করছে তাদের কোন বৃদ্ধি হচ্ছে না কিন্তু বিপরীতে দেখলে দেখা যায় যে অনেকেই ৪/৫ টি পোস্ট করেই অনেক ভিজিটর পাচ্ছে।

- Advertisement -

এজন্য আপনি যদি ভালভাবে জেনে সফলভাবে সামনে এগিয়ে যেতে চান তাহলে, আপনার জন্য রয়েছে আমাদের একটি দুর্দান্ত পোষ্ট শীর্ষ ১০টি নিয়মে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখুন। এই সম্পর্কে আগে জানুন। শুধুমাত্র পোষ্ট করলেই হবে না সঠিক নিয়মে এসইও গাইডলাইন মেনে পোষ্ট করতে শিখুন। আশাকরি আপনি সফল হবেন।

আমাদের পোষ্ট প্রতিনিয়ত পড়ুন এবং কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ!

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
2 Comments

Leave a Reply