সেরা 5টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট 2022

TechPoth
9 Min Read

কপিরাইট ফ্রি ইমেজ কি?

কপিরাইট ফ্রি ইমেজ বলতে এমন একটি ইমেজ ফাইলকে বোঝায় যা আপনি কোন সাইট থেকে ফ্রি ডাউনলোড করে ব্যবহার করলে আপনাকে কোন কপিরাইটের ঝামেলাই পরতে হবে না। সারা বিশ্বব্যাপি এমন অনেক কপিরাইট ফ্রি স্টক ইমেজ সাইট বা কপিরাইট ফ্রি ভিডিও ওয়েবসাইট পাওয়া যায়। এর মধ্যে থেকে জনপ্রিয় ৫টি সাইটের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব।

এছাড়াও আমরা দেখবো কিভাবে এই সকল সাইট থেকে কপিরাইট ফ্রি ছবি বা পিকচার ডাউনলোড করতে হয়। ছবি ডাউনলোড করার পদ্ধতি শেষ হওয়ার পরে আমরা দেখবো কিভাবে একটি কপিরাইট ফ্রি ছবিতে ক্রেডিট প্রদান করতে হয়।

আমাদের আজকের এই অনুচ্ছেদটি সকল ইন্টারনেট ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ন। কারন আমরা প্রত্যেকে প্রতিদিন কোন না কোন কাজে ছবি এডিটিং বা সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ারিং এর কাজের সাথে জড়িত। এছাড়াও আমরা যারা ইউটিউবার, বিজ্ঞাপনদাতা, সোশ্যাল মিডিয়া প্রেমি, ব্লগার, কন্টেন্ট রাইটার ইত্যাদি পেশার সাথে জড়িত। তাদের জন্য ইমেজ কপিরাইট সম্পর্কে জানা অতিব জরুরি বিষয়।

পড়ুনঃ

কপিরাইট ফ্রি ইমেজ কেন ব্যবহার করবেন?

প্রথমেই আমরা জেনে নিব যে কপিরাইট ছবি আসলে কি?

কপিরাইট ছবি বলতে বোঝায়, যে ছবি ব্যবহারের জন্য Author এর অনুমতি প্রয়োজন। অথরের অনুমতি ছাড়া তাদের ফাইল ব্যবহার করলে ওয়েব আইনে আপনি কপিরাইট ক্লেইমে পরে যেতে পারেন। এজন্য কপিরাইট কোন ছবি আপনি ক্রয় করা ছাড়া অথবা অথরের অনুমতি বা নির্দেশনা ছাড়া ব্যবহার করতে পারবেন না।

বর্তমান রোবোটিক টেকনোলজি অনেক উন্নত। তাইতো আপনি যদি মনে করেন যে না আমি কোন একটি কপিরাইট ছবি মডিফাই করে ব্যবহার করবো তাহলে ভুল ভাবছেন। এর কারনে আপনার সাইট অথবা ইউটিউব চ্যানেল যেখানে আপনি ফাইলটি ব্যবহার করবেন সেটা ক্ষতিগ্রস্থ হতে পারে। এমনকি ব্লক হয়ে যেতে পারে আপনার কন্টেন্ট।

এজন্য সাধারনত আমরা যারা ডিজাইনিং, ইউটিউবিং, ব্লগিং বা ফ্রি সাইট ডেভেলপমেন্টের কাজ করে থাকি তাদের এই বিষয়টি খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হবে।

এজন্য আমার মতামত আপনারা সকলে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করুন। বিভিন্ন সাইট আছে যারা সম্পূর্ন কপিরাইট ফ্রি ইমেজ প্রদান করে এবং সেখান থেকে আপনি আনলিমিটেড পিকচার ডাউনলোড করতে পারবেন।

তাহলে আশাকরি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা সর্বদা কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করবো।

সেরা কিছু কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড সাইট

1. Pexels.com

সর্বপ্রথম আমরা যে সাইটটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তার নাম পিক্সেল (pexels) এই সাইটটি খুবই জনপ্রিয়। কারণ এই সাইটের বেশিরভাগ মিডিয়া ফাইল ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি যেকোন ছবি, ভিডিও, বিজ্ঞাপন, সামাজিক ব্যানার ইত্যাদি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সাধারনত যাদের বিভিন্ন সময়ে ডিজাইনের কাজে বিভিন্ন ক্যাটাগরির ছবি দরকার পরে তাদের জন্য বলবো এটি একটি আদর্শ সাইট।

Pexels-Free-Stock-Photo-Site
পিক্সেল ফ্রি স্টোক ইমেজ সাইট

আমি সত্যিই এই ওয়েবসাইটটিকে অনেক পছন্দ করি।

আপনি যদি একজন YouTuber হন, তাহলেও এই সাইটটি আপনার জন্য খুবই উপযোগী। কারন প্রতিনিয়ত আপনার বিভিন্ন ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করতে হবে। এবং থাম্বনেইল তৈরি করতে কোন কপিরাইট ছবি ব্যবহার করলে আপনার ভিডিওতে স্ট্রাইক পরতে পারে। কিন্তু আপনি যদি এই সাইটের ফাইল ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন।

এছাড়াও আপনার যদি সামর্থ্য থাকে টাকা দিয়ে ছবি ক্রয় করার। তাহলে আপনি এখান থেকে খুব কম খরচে প্রিমিয়াম কোয়ালিটির ছবি ক্রয় করতে পারবেন।

2. Pixabay.com

রয়্যালটি ফ্রি স্টক ইমেজ সাইটের মধ্যে আরেকটি জনপ্রিয় নাম Pixabay । এখান থেকেও আপনারা চাইলে ছবি, ভিডিও, সাউন্ড, মিউজিক ইত্যাদি সম্পূর্ন কপিরাইট ফ্রি ডাউনলোড করে আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন।

আমি বিগত ৭ বছর এই সাইটটি অনুসরন করে আসছি। আমার কাছে ফ্রি সাইটের মধ্যে এই সাইটটি অনেক মজার মনে হয়।

Pixabay-Free-Stock-Photo-Site
পিক্সাবে কপিরাইট ফ্রি ইমেজ সাইট

কারন আপনি এখান থেকে vectors, illustrations টাইপের ছবিও সম্পূর্ন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। হাজারো ফটোগ্রাফারের গ্যালারী থেকে আপনি মিলিয়ন-মিলিয়ন ফটো ডাউনলোড করতে পারবেন। কিছু কিছু ফটোগ্রাফার তাদের কন্টেন্ট ব্যবহারের জন্য আপনার কন্টেন্টের বিবরণের সাথে তাদের ফটো লিঙ্কটি উল্লেখ করার অনুরোধ করে।

আমি সাধারনত প্রতিটি ফাইল ব্যবহারের সময় ফটোগ্রাফারের লিঙ্কটা প্রদান করে থাকি। কারন একটি ফাইল আমি বিনামূল্যে ব্যবহার করছি তাহলে একটি ফটো ক্রেডিট দিলে ক্ষতি কিসের। আপনারাও এই প্রাকটিসটি করতে পারেন।

3. Unsplash.com

Unsplash হল ফ্রি ইমেজ ফাইল ব্যবহারের মধ্যে সর্বোচ্চ ব্যবহারযোগ্য একটি ওয়েবসাইট। যার প্রতিমাসের ভিউয়ের পরিমান প্রায় ২২ বিলিয়ন এবং এছাড়াও প্রতিমাসে প্রায় ১০০ মিলিয়নের উপরে ছবি ডাউনলোড করা হয় এই সাইট থেকে।

আপনি নিজেও এই সাইটে ছবি পোস্ট করতে পারবেন। তবে আপনি যদি একজন ফটোগ্রাফার হন তাহলে এটা আপনার জন্য একটি দারুন প্লাটফর্ম। কারন এখানে প্রায় ৩ মিলিয়নের মত ফটোগ্রাফার প্রতিনিয়ত তাদের ছবি আপলোড করেন। এছাড়াও Unsplash নিজেও তাদের দক্ষ ফটোগ্রাফেরর মাধ্যমে কোয়ালিটি ছবি আপলোড করে যা সম্পূর্ন বিনামূল্যে পাওয়া যায়।

Unsplash-Free-Stock-Photo-Website
Unsplash ফ্রি স্টোক ফটো সাইট

দিনে-দিনে সাইটটি জনপ্রিয়তার শীর্ষে উঠে চলেছে। এইজন্য সাইটটি সকল ডিজাইনার, ক্রিয়েটর, ইউটিউবার, ব্লগারদের জন্য খুব জনপ্রিয়। কারন তাদের দৈনন্দিন কাজের চাহিদা পূরন করে চলেছে সাইটটি।

এছাড়াও আরেকটি দারুন সুযোগ রয়েছে সেটা হল API সংযোগ। আপনার যদি কোন অ্যাপ্লিকেশন থাকে ক্যানভা সফটওয়্যার এর মত যেখানে হাজারো ছবি টেমপ্লেট আকারে দরকার। সেইক্ষেত্রে আপনি এই Unsplash এর স্টোর ব্যবহার করতে পারেন API সংযোগ নেওয়ার মাধ্যমে।

4. Freepik.com

আপনি যদি একজন ডিজাইনার বা ডিজাইনিং ছবির প্রেমী হয়ে থাকেন তাহলে Freepik নামটি অবশ্যই শুনে থাকবেন। কারন বিশ্বের সবথেকে জনপ্রিয় ডিজাইনিং ও প্রিমিয়াম ছবির প্লাটফর্ম ফ্রিপিক আপনাকে দিচ্ছে সম্পূর্ন ফ্রি Vectors, Photos, PSD, Fonts ইত্যাদি ডাউনলোড করার সুবিধা। তবে অবশ্যই ফ্রি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটা ফাইলের সাথে আপনাকে ক্রেডিট প্রদান করতে হবে ডিজাইনার বা ফটোগ্রাফারকে।

এই সাইটটি একজন উদীয়মান ডিজাইনারের জন্য অনেক সাহায্যকারী। কারন আপনি এখান থেকে বিভিন্ন নতুন নতুন ডিজাইনিং আইডিয়া পেয়ে যাবেন। যা আপনার ডিজাইনিং ক্যারিয়ারকে আরো বেশি উন্নত করবে এবং আপনার দৃষ্টিকে করবে তীক্ষ্ন।

freepik-free-media-download
ফ্রিপিক ডিজাইন কন্টেন্ট ডাউনলোড সাইট

এখান থেকে আপনি Mockups ডিজাইন ডাউনলোড করে আপনার ডিজাইন করা ফাইল বিভিন্ন মডেলে প্রদর্শন করতে পারবেন। সাইটটিতে কি নেয়, প্রায় সব ক্যাটাগরির ডিজাইন ফাইল এখানে পাওয়া যায়। এছাড়াও আছে সুন্দর সুন্দর আইকোন যা আপনি আপনার ডিজাইনে অথবা ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারবেন।

আপনি চাইলে এই সাইটে আপনার ডিজাইন বা কোন ছবি বিক্রি করতে পারবেন খুব চড়া দামে। তবে অবশ্যই সেই ক্ষেত্রে ফাইলটি হতে হবে কোয়ালিটি সম্পন্ন। কারন প্রতিদিন এই সাইটে মিলিয়ন মিলিয়ন ছবি আপলোড হচ্ছে এর মধ্যে আপনার প্রতিদ্বন্দিতা করতে হবে।

5. Stocksnap.io

ফ্রি স্টক ইমেজ ডাউনলোড করার আরেকটি নাম Stocksnap । এই সাইট থেকে আপনারা বিভিন্ন ক্যাটাগরির উপরে হাই-রেজ্যুলেশনের ইমেজ ডাউনলোড করে আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। কারন এই সাইটটি creative commons এর নীতি মেনে কাজ করে।

stocksnap-free-photo-website
স্টোকস্নেপ ফ্রি ইমেজ ডাউনলোড সাইট

যার মাধ্যমে আপনি এই সাইট থেকে যেকোন একটি ছবি ডাউনলোড করে সেটা আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন। এর জন্য আপনাকে কোনো কপিরাইট সমস্যায় পরতে হবে না। তবে আপনি মডিফাই ইমেজটি কোথাও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করতে পারবেন না। এজন্য আপনাকে এন্টারপ্রাইস লাইসেন্স নিতে হবে।

সাইটটির আরেকটি মজার বিষয় হলো আপনি এই সাইটটি থেকেই একটি ছবি ক্রপিং বা লেখালেখি করে নিতে পারবেন। এবং এডিটিং শেষে আপনি ফাইলটিকে হাই-রেজ্যুলেশনে ডাউনলোড করতে পারবেন।

পরিশেষে কিছু কথাঃ

আমাদের এমন আর্টিকেল যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়।

Share This Article
Follow:
টেকপথ একটি জনপ্রিয় প্রযুক্তিগত অনলাইন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, সফটওয়্যার সিকিউরিটি, গ্যাজেট তথ্য, টেক ট্রাবলশুটিং ইত্যাদি ।
7 Comments